27/06/2025
যে পরিমাণ গোনাহ করছি, দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। তারপরেও যেহেতু বেঁচে আছি তারমানে আল্লাহ সুযোগ দিচ্ছেন গোনাহ মাফ করানোর। কেননা দোজখের সাজা পাবার মতো গোনাহ তো সঞ্চয়ে আছেই। এখনো বাঁচিয়ে রাখার মানেই হলো সুযোগ দেওয়া; বান্দা, তোমাকে সুযোগ দিলাম চাইলে গোনাহ মাফ করিয়ে নিতে পারো।
আমি জানি,
দোজখের রাস্তায় হাঁটার জন্য যা যা দরকার,
তা তো আমি অনেক আগেই সংগ্রহ করে ফেলেছি।
কিন্তু এই বেঁচে থাকা, ঘুম ভেঙে পাওয়া সকাল
আয়ুতে জমা হওয়া প্রতিটি নতুন দিন,
সবটাই যেন এক নরম হাতের স্পর্শ,
'ইরজিয়ি ইলা রব্বিকা'র দিকে আহবান;
দেরি হয়নি, এখনও সময় আছে,
ফিরে এসো, আমি অপেক্ষায় আছি।
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ