Roni Islamic Media

Roni Islamic Media Welcome!! আমি মো: রনি সরকার। আমার ধর্ম ইসলাম। আমি ইসলামিক ভিডিও বানাই, আমার ভিডিও ভালো লাগলে পেজ টি ফলো দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
(345)

30/10/2025

"এই পৃথিবীতে একটাই তুমি"
তুমি কি জানো? এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ থাকলেও আমার কাছে তুমিই সবকিছু।
তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, ঠিক যেন শ্বাস-প্রশ্বাস এর মত প্রয়োজনীয়। হয়তো আমার কথায় তোমাকে বোঝাতে পারিনা কিন্তু আমার প্রতিটি অনুভূতি শুধু তোমাকে ঘিরে।
সত্যি বলছি তোমাকে ছাড়া আর আমি কাউকে চাই না শুধু তোমাকেই লাগবে প্রিয়।
আমি জানি তোমাকে যদি একবার হারিয়ে ফেলি তাহলে আর কখনো ফিরে পাবো না, আমার সমস্ত পৃথিবীটা শূন্য হয়ে যাবে।
তাই, সবকিছুর বিনিময়ে হলেও আমার শুধু তোমাকেই চাই, কারন তুমি আমার ভরসা তুমিই আমার সুখ- শান্তি।
,,,,,,,শুভ সকাল প্রিয় 🌻,,,,,,,,

29/10/2025

তোমাকে নিয়ে চিরকাল একসঙ্গে বাচার খুব ইচ্ছে আমার,
সাধ্য থাকলে পূরণ করিও
Good night 😴

29/10/2025

ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, কখনও কখনও শুধু নিঃস্বার্থভাবে কাউকে মনে রাখা।
কিছু ভালোবাসা থাকে শুধু নীরব প্রার্থনায়, যেখানে পাওয়ার কোনো দাবি নেই, শুধু মনের টান থাকে নিঃস্বার্থভাবে।
নিঃস্বার্থ ভালোবাসা মানে, কাউকে না পেয়েও তার জন্য হাসতে পারা।
তাকে সুখে রাখার জন্য আমার বাকি জীবন টা
হবে বেচে থেকেও মরা 💔
,,,,,,,, শুভ রাত্রি,,,,,,,

তোমার হাতে হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই ❤️
28/10/2025

তোমার হাতে হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই ❤️

27/10/2025

একটা ছেলে মানুষ সবসময় অসহায়! কখনো পরিবারের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো কখনো প্রিয় মানুষের কাছে 😢
সবাইকে রাতের শুভেচ্ছা 😴

26/10/2025

সফলতা নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল লক্ষ্য।
শুভ রাত্রি 😴

মানুষ যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পায়, তখন তার জীবন আলোকিত হয়ে উঠে। শুভ দুপুর 🌻
26/10/2025

মানুষ যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পায়, তখন তার জীবন আলোকিত হয়ে উঠে। শুভ দুপুর 🌻

শত উপায়ে যেই মানুষটাকে ভালোবেসে মন ভরে না, সেই মানুষটা আর কেউ নয়, তুমি শুধু তুমি প্রিয় 🌺 শুভ দুপুর 🌻🥀
25/10/2025

শত উপায়ে যেই মানুষটাকে ভালোবেসে মন ভরে না, সেই মানুষটা আর কেউ নয়, তুমি শুধু তুমি প্রিয় 🌺 শুভ দুপুর 🌻🥀

24/10/2025

আপনি তখনই সফল হবেন, যখন আপনি

23/10/2025

যদি তোমাকে বোঝানো যেতো যে- আমার এই জীবনে তোমাকে পাওয়ার ইচ্ছে কতখানি, তাহলে তুমি হয়তো নিজেই নিজেকে আমার কাছে দান করে দিতে ❤️
শুভ রাত্রি প্রিয় 😴

আসসালামু আলাইকুম! আলহামদুলিল্লাহ! শুভ সকাল 🌻
23/10/2025

আসসালামু আলাইকুম! আলহামদুলিল্লাহ! শুভ সকাল 🌻

আগামীকাল সকাল ছয়টায় মাঠে জমবে ফুটবলের আসর! সময়মতো চলে এসো সবাই !তোমাদের ওপর ভরসা আছে! এই খেলায় জিতব ইনশাআল্লাহ
21/10/2025

আগামীকাল সকাল ছয়টায় মাঠে জমবে ফুটবলের আসর! সময়মতো চলে এসো সবাই !
তোমাদের ওপর ভরসা আছে! এই খেলায় জিতব ইনশাআল্লাহ

Address

Padumshahar, Saghata, Gaibandha
Rangpur
5750

Alerts

Be the first to know and let us send you an email when Roni Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roni Islamic Media:

Share