কোরআনের পাখি

কোরআনের পাখি ইসলামের ধ্বনি ছড়িয়ে পড়ুক সবার মাঝে,,
(33)

09/09/2024
♦হে বোন কেমন স্বামীর জন্যে অপেক্ষা করছেন? আশা করি একটু চিন্তা করবেন।🌺এমন একটা স্বামীর জন্যে অপেক্ষা করুন, যে আপনাকে ডার্...
04/12/2023

♦হে বোন কেমন স্বামীর জন্যে অপেক্ষা করছেন? আশা করি একটু চিন্তা করবেন।

🌺এমন একটা স্বামীর জন্যে অপেক্ষা করুন, যে আপনাকে ডার্লিং না বলে আদরের বৌ বলবে।

🌺এমন একটা স্বামীর জন্যে অপেক্ষা করুন, যে আপনাকে নিয়ে সিনেমা দেখার জন্যে রাত জাগবেনা বরং আপনাকে নিয়ে তাহাজ্জুদের সালাত পড়বে বলে রাত জাগবে।

🌺এমন একটা স্বামীর জন্যে অপেক্ষা করুন, যে আপনার সারা জীবনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি আপনার হাত ধরে জান্নাতে নেওয়ার দায়িত্ব পালনে সহযোগীতা করবে।

🌺এমন একটা স্বামীর জন্যে অপেক্ষা করুন, যার মধ্যে কোট পেন্ট, আর সানগ্লাস না বরং নবীজির সুন্নত আছে।

🌺এমন একটা স্বামীর জন্যে অপেক্ষা করুন, যে আপনাকে সম্পূর্ণ পর্দায় রাখার চেষ্টা করবে।

🌺এমন একটা স্বামীকে জীবন সঙ্গী করুন, যে আপনাকে তার বন্ধুদের সাথে বাহিরে খেতে নিয়ে যাবেনা। বরং বাসায় এসে এক প্লেটে বসে আপনাকে খাইয়ে দেবে। আর জান্নাতেও আপনাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্যে আল্লাহর কাছে পার্থণা করবে।

🌺এমন একজন কে বিয়ে করুন, যে আপনাকে তার সাথে আর একটু ঘুমাতে বলবেনা, ফজরের সময় আপনাকে ডেকে তুলে বলবে ফজরের সালাত পড়ে নাও আমিও মসজিদে যাচ্ছি।

🌺এমন একজনকে বিয়ে করার ইচ্ছে করুন, যে আপনাকে নিয়ে মার্কেটে না, বরং আপনার জন্যে পোষাক কিনে এনে বলবে দেখতো পছন্দ হয়েছে কিনা।

🌺এমন একটা মানুষের জন্যে অপেক্ষা করুন, যে আপনার সন্তানকে নায়ক-নায়িকা না, বরং কুরআনে হাফেজ বা হাফেজা বানানোর চেষ্টা করবে।

ইয়া আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন। এবং কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন
আসুন নিজেকে বদলাই।

"নামায কেনো পড়তেই হবে?""ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম  ছাড়াই নামায পড়ুন...
17/11/2023

"নামায কেনো পড়তেই হবে?"
"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন।
কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।
দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।
পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।
ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।
নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।
আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।
আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন....
হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।
নামায কি জিনিস কি করে বুঝাই?????"
আমার ভাই বোনেরা," নামায পড়ুন"
আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।"
আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"।
কোন ছাড় নেই।
বোন বলছেন, "আপনি হিজাব পরেন না",
আমি আপনাকে বলছি "নামায পড়ুন"
বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"
ভাই বলছেন, "আমি মদ পান করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ বিক্রি করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ সেবন করি"
"নামায পড়ুন"
"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "
"নামায পড়ুন"।
আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন
"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"
আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।
আপনি তবুও নামায পড়ুন।
আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"
"নামায পড়ুন"
কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।
বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন।

----------------------------
*** নামাজ : কোনো বিকল্প নেই..!!

Address

Kisamot Bottola, Khutamara, Jaldhaka, Nilphamari
Rangpur

Telephone

+8801725547387

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআনের পাখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরআনের পাখি:

Share