Muhammad Bin Arif Art Gallery

Muhammad Bin Arif Art Gallery ক্যালিগ্রাফি,পেইন্টিং ও বিভিন্ন ভিডিও নিয়ে উপস্থিত থাকবে পেজটি ইনশাআল্লাহ�আর গল্প কথা তো থাকছেই��

22/09/2025

গত ২০২১সালের ২২ই সেপ্টেম্বর মাসের, এই আজকের দিনটা ছিলো, নূহার বাবার সঙ্গে কাটানো আমার শেষ দিন😭😭

এই তারিখে উনি আসরের নামাজের পর হঠাৎ স্ট্রোক করেন,, মসজিদ থেকে নামাজ পড়ে এসে, উনি একটি কথাও আমার সঙ্গে বলতে পারেনি 😭শরীরটা আমার ঘাড়ে ভর দিয়ে আস্তে আস্তে রুমে আসতেছিলো😭

উনার স্ট্রোকের কয়েক দিন আগ থেকেই এত বেশি দুষ্টুমি করতো, যা না তা খুঁটিনাটি সব বিষয়ে অনেক বেশি আমাকে ক্ষেপাইতো, দুষ্টামি করতো😭উনি কখনোই, যতই পরিচিত হোক আত্মীয় হোক, কিংবা নিজেদের সম্পর্কের কেউই হোক কারো সঙ্গেই উনি স্বাভাবিক আকবারিয়েও কথা বলতে চাইতেন না, শুধু সালাম টা ছাড়া।

শুধুমাত্র তিনি উনার সন্তান এবং আমাকে অনেক বেশি ক্ষেপাইতে পছন্দ করতো😭 উনি ছোট বাচ্চাদের মতোই উনার বাচ্চাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলতে পছন্দ করতো 😭

যতই অসুস্থ থাকুক কিংবা রাতে ঘুম না হোক, তবু তিনি তার সন্তানদের সঙ্গে খেলতে বসে যেতো।প্রেসার অনেক বেশি হাই হয়ে গেছে, উনার হার্টের প্রবলেম ছিলো ডায়াবেটিসের সমস্যা ছিলো যার কারণে প্রায়ই দেখা যেতো রাতে ঘুমাইতে পারতো না😭 তারপরও কখনো নূহা নুমাকে বলত না আম্মু শব্দ করো না, আমি ঘুমাবো, নুমাতো কিছুই বুঝতো না ওইভাবে, ও শুধু বলতো আব্বু তোমাকে আমি সুন্দর করে বউ সাজায়ে দেই ?খেলি ?তখন বলতো ওর বাবা,আম্মু আমি একটু ঘুমাই তুমি আমার পিঠে পাউডার দিয়ে, সাজিয়ে দাও, চিরুনি করে দাও, আমি ঘুমাবো অন্য রুমে চলে যাও কখনোই এই শব্দ গুলো মুখেই আনতো না, উল্টা আমি কখনো যদি বলতাম অন্য রুমে ওরা খেলুক, অথবা এ রুমে আসো না।উনি রেগে যেতেন, বলতেন এমন করো কেন, ওরা থাকুক না, ওদের আওয়াজ শুনলেই আমি শান্তি পাই। কখনো যদি দেখো আমি অনেক বেশি অসুস্থ, তুমি নূহা কে এনে আমার বুকে দিয়ে দিবা। আমি দেখিও ইনশাল্লাহ্ সুস্থ হয়ে যাবো। আমার এমন মনে হয়,ও বুকে থাকলে ভিতরে অসুস্থতা কাজ করে না😭কিন্তু হায় আফসোস😭😭 যে দিন স্টক করেছিলো, কিন্তু ওনার কলিজাটা রংপুর মাদ্রাসায় ছিলো😭😭

পরের দিন নূহাকে আনতে যাওয়ার কথা ছিলো। বারবার বলতে ছিল নূহার আম্মু, কালকে ভোরেই আমার নাস্তার অপেক্ষা করো না। তুমি নাস্তা সেরে ক্লাসে চলে যাইও।আমি ফজরের নামাজ মসজিদে পড়েই রংপুরে চলে যাবো নূহাকে আনতে 😭

বার বার বলছে আমার তো মন চাচ্ছে আমি আজকেই ওর মাদ্রাসায় চলে যাই 😭সারাদিন গেটের কাছে বসে থাকবো,আগামীকাল নূহাকে নিয়ে আসবো 😭 জানো নূহার আম্মু। আমার ভেতরটা যে কি করতেছে,বলোতো আমার নূহা আমাকে দেখে অভিমান করবে, আমাকে মাইর দিবে, নাকি আমাকে জড়িয়ে ধরে কান্না করবে??😭

(নূহা ওর বাবার সঙ্গে এতটাই ফ্রী ছিল যে,ওর বাবাকে শাসন করতো, পান খাওয়া নিয়ে ওর বাবাকে বকা দিতেও। মাইর দিত আর ওর বাবা এটাকে খুব উপভোগ করতো খুব খুশি হইত) মাঝে মাঝে খুশিতে দেখতাম চোখে পানিও।

আমি বললাম ও আপনাকে জড়িয়ে ধরে খুব কান্না করবে, উনিও সায় দিয়ে বললো,জানো আমি নূহাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি।আর একটা দিন আমার ধৈর্যের বাইরে মনে হচ্ছে।আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করবে আমি জানি😭 ও খুব অভিমান করে আছে আমার উপর 😭 কতদিন দেখে না আমাকে।

হায় তাকদির😭😭😭😭
ওর বাবা একটাবার জড়িয়ে ধরতে পারলো না ওকে😭😭আমার মেয়ে টা ওর বাবাকে একটাবার জড়িয়ে ধরে কান্না করতে পারলো না, তার আগেই হঠাৎ করে বিকেলে স্টোক করে রংপুরে ঠিকই গেলো, বাট সেন্সলেস অবস্থায় রংপুর হসপিটালে😭😭

রংপুর হসপিটালে টানা পাঁচ দিন I C U তে থেকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তার কলিজার টুকরো সন্তানদের এতিম করে 😭😭
মুহাম্মাদ তোমাকে কাছে পেয়েছে ৩মাস ২৮দিন😭😭
মুহাম্মাদ মাঝে মাঝেই আমাকে প্রশ্ন করে,মামনি বাবা আমাকে খুব আদর করছে? 😭😭

নূহার বাবা 😭😭

তুমি শ্রেষ্ঠ সন্তান,😭
তুমি শ্রেষ্ঠ জনক,😭
তুমি শ্রেষ্ঠ স্বামী😭
তুমি আমার বাচ্চাদের শুধু ভালো পিতা ছিলে না, সবচেয়ে ভালো খেলার সাথী এবং তাদের বন্ধু ছিলে😭😭

মিস করি সর্বদাই প্রিয়😭🥺🥺

22/09/2025

দিন যত এগুচ্ছে চোখের পানি তত ঝরছে 😭😭

22/09/2025

#চার_বছর_ধরে সে নেই দুনিয়ায়,
কবরের নীরবতাই তার ঠিকানা হয়ে যায়,
আল্লাহর কাছে দোয়া করি প্রতিদিন—
জান্নাতে হোক আমাদের মিলন।”

“সময় চলে যায়, বছর পেরোয় নীরবে,
চারটি বছর কেটে গেলো স্মৃতির ডাকে,
দোয়া করি আল্লাহর রহমতে ভরে উঠুক সে কবর,
জান্নাতেই একদিন হবে সাক্ষাৎ।”

“মানুষ ভুলে যায় দুনিয়ার ব্যস্ততায়,
কবরের মানুষকে ভুলা যায় না হৃদয়ের অন্তরে,
চার বছর ধরে ব্যথা বাড়ছে শুধু,
জান্নাতের আশা দেয় ধৈর্যের আলো।”

Minallah Minallah 🍂 🍂
❖═════•✮✪✮•═════❖

নতুন উর্দু নাশিদ "হামসাফার 2" আগামী ২৬ তারিখ ____
মুহাম্মাদ এর ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ্ 🤍💙

22/09/2025

ুলকলি, কুরআনের বাগানে,
চৌদ্দ নব হাফেজা খুশি ছড়ায় প্রাণে,
আলো ঝরে দোআ ও তেলাওয়াতের সুরে,
সাওতুল হেরা’য় রহমত নামে নূরের ভিড়ে।”

“ফুলকলির মতো কোমল তারা,
তবু কুরআনের নূর বুকে ধারণ করা,
চৌদ্দ কণ্ঠে ঝংকার তোলে একসাথে,
রহমতের ছায়ায় ভরে ওঠে মজলিস।”

“চৌদ কণ্ঠে আজ তেলাওয়াত শুরু,
চৌদ্দজন মিলে বানালো আনন্দের ঘর,
আলহামদুলিল্লাহ—এই খুশি অমূল্য,
কুরআনের আলোয় আলোকিত হোক ভবিষ্যৎ।”

Minallah Minallah 🍂 🍂
❖═════•✮✪✮•═════❖

18/09/2025

আলহামদুলিল্লাহ্ 🤍
কোনো প্রশ্ন হবে না!
অতঃপর আলহামদুলিল্লাহ্
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্......!!

___ গুনাহের কুয়াশায় আমি গেছি হাড়িয়ে🤍🤍____   Writer Umme Muhammad 🍂🍂একটু আগেই আপলোড করা হয়েছে___ মুহাম্মাদ এর ইউটিউব...
17/09/2025

___ গুনাহের কুয়াশায় আমি গেছি হাড়িয়ে🤍🤍
____ Writer Umme Muhammad 🍂🍂

একটু আগেই আপলোড করা হয়েছে___
মুহাম্মাদ এর ইউটিউব চ্যানেলে,, আলহামদুলিল্লাহ্ 🤍

শুনতে পারেন ভালো লাগবে ইনশা'আল্লাহ্ ___💚💚

গুনাহের কুয়াশা//Writer Umme Muhammad//অনুশোচনা মূলক গজল//ইসলামিক নতুন গজল ২০২৫//প্রার্থনা মূলক//

14/09/2025

নতুন সুরে নতুন গজল আসিতেছে___
সাওতুল হেরায় ফুটলো ১৪টি ফুল___

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Bin Arif Art Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share