
03/08/2025
#মুহাম্মাদ_কে_দত্তক_কেন_দিতে_চেয়েছিলাম!
"মুহাম্মাদ আমার অস্তিত্ব!
কলিজার একটা টুকরা,,
কারো হাতে তুলে দেওয়া কি আদৌ সম্ভব?
ও তো আমার চোখের আলো, আমার নিঃশ্বাস।
ওকে দত্তক দিতে চেয়েছিলাম,বিনা শর্তে মেয়ে জামাই হিসেবে। কিভাবে সম্ভব.....মনে হয় আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে...
কে দিতে পারবে ওর রাতের ঘুমের আগে, বাবার নিত্যনতুন গল্প। ও শত অসুস্থ হলেও আমার ক্লাসে কখনো ব্যাঘাত ঘটায় না। বরং আমি অসুস্থ হলে আমাকে ভালো রাখার দায়িত্ব যেনো ওর!
মুহাম্মাদ শুধু আমার ছেলে না, ও আমার জান্নাতের পথ।
আমি মা...ছেলেকে কাউকে দিতে পারি শুধুমাত্র মেয়ে জামাই হিসেবে।কারণ মায়ের বুকের সন্তান দুনিয়ার কোন দামে মেলে না।
**"ওর বাবা নেই...
সেই চার মাস বয়স থেকে ‘বাবা’ ডাকটা বুকেই আটকে আছে ওর।আজ যখন সে কারো বুক পেতে চাইছে 'আব্বু' বলে ডাকবে বলে, বায়না করেছে, উপায় না পেয়ে এই পথ অবলম্বন করতে হয়েছে—আমি কিভাবে ওকে তুলে দিই কারো হাতে?
ও শুধু একটা শিশু না,
ও আমার চোখের পানি, আমার শেষ আশ্রয়।
—কিন্তু কি করে বোঝাই, এই ছেলেটা কারো দয়া নয়, ও আমার আমানত।আমি মা, আর মায়ের হৃদয় এতোটা কঠিন হয় না।
ওর বাবার কবরের পাশে দাঁড়িয়ে ওর হাত ধরেছি, ওকে বলেছি—
‘তুমি শুধু আমার,মামনির বাচ্চা।তোমার বাবার রক্ত এখনো তোমার চোখে ঘুম হয়ে নামে…তুমি ঘুমিয়ে গেলে, তোমার বাবাকে যেনো বলতে পারি। তোমার রেখে যাওয়া সম্পদ আমি আগলে রাখছি।’মুহাম্মাদকে বাবা দিতে চাইলে,আগে কবরের মাটি থেকে ওর বাবাকে ফিরিয়ে আনতে হয় যে।
আমি আমার ছেলেকে সব দিতে পারব ওর সব চাওয়া পূর্ণ করতে পারবো,, ইনশাআল্লাহ্.....
কিন্তু আজ ঘুম থেকে উঠেই এমন ভাবে বলল ও বাবাকে দেখেছে, বাবা ওকে অনেক আদর করেছে ও অনেকবার বাবা বলে ডেকেছে , লাস্ট যখন শ্বশুর বলতেছিলাম মজা করে,একটু অডিও করে নিয়েছি আম্মুকে শুনাবো জন্য!!
বাট যখন দুষ্টুমি টা বাড়িয়ে দিলাম ও সিরিয়াস হয়ে বালিশে মুখ গুজে কাঁদা শুরু করল।বারবার বলতেছিল মামনি আমার বাবা আমাকে কোলে নিয়েছে।আমি বাবা বলেছিলাম। আমার একটা মামনি ও ছিল।আমাকে নিয়ে যাও রেডি হও। এরপর আমি কেঁদে দিছি 😭😭আর আমার কলিজাটা আমার কান্না দেখে চুপ হয়ে গেছে😭😭
বিঃদ্রঃ কখনো বুঝতেই পারিনি যে আজকের লেখাগুলো পোস্ট করতে হবে। নিজের জন্য তাড়াহুড়ো করেই সব সময় লিখি।বাট যে ডাইরিগুলো দিয়েছি ভিডিও।সব ডায়েরির মধ্যে মুহাম্মাদের কথা লেখা আছে।এগুলো মুহাম্মাদের জন্য।প্রথমের ডায়েরীতেই এখন লেখা চলছে..........
_____ 🤍🤍