22/09/2025
গত ২০২১সালের ২২ই সেপ্টেম্বর মাসের, এই আজকের দিনটা ছিলো, নূহার বাবার সঙ্গে কাটানো আমার শেষ দিন😭😭
এই তারিখে উনি আসরের নামাজের পর হঠাৎ স্ট্রোক করেন,, মসজিদ থেকে নামাজ পড়ে এসে, উনি একটি কথাও আমার সঙ্গে বলতে পারেনি 😭শরীরটা আমার ঘাড়ে ভর দিয়ে আস্তে আস্তে রুমে আসতেছিলো😭
উনার স্ট্রোকের কয়েক দিন আগ থেকেই এত বেশি দুষ্টুমি করতো, যা না তা খুঁটিনাটি সব বিষয়ে অনেক বেশি আমাকে ক্ষেপাইতো, দুষ্টামি করতো😭উনি কখনোই, যতই পরিচিত হোক আত্মীয় হোক, কিংবা নিজেদের সম্পর্কের কেউই হোক কারো সঙ্গেই উনি স্বাভাবিক আকবারিয়েও কথা বলতে চাইতেন না, শুধু সালাম টা ছাড়া।
শুধুমাত্র তিনি উনার সন্তান এবং আমাকে অনেক বেশি ক্ষেপাইতে পছন্দ করতো😭 উনি ছোট বাচ্চাদের মতোই উনার বাচ্চাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলতে পছন্দ করতো 😭
যতই অসুস্থ থাকুক কিংবা রাতে ঘুম না হোক, তবু তিনি তার সন্তানদের সঙ্গে খেলতে বসে যেতো।প্রেসার অনেক বেশি হাই হয়ে গেছে, উনার হার্টের প্রবলেম ছিলো ডায়াবেটিসের সমস্যা ছিলো যার কারণে প্রায়ই দেখা যেতো রাতে ঘুমাইতে পারতো না😭 তারপরও কখনো নূহা নুমাকে বলত না আম্মু শব্দ করো না, আমি ঘুমাবো, নুমাতো কিছুই বুঝতো না ওইভাবে, ও শুধু বলতো আব্বু তোমাকে আমি সুন্দর করে বউ সাজায়ে দেই ?খেলি ?তখন বলতো ওর বাবা,আম্মু আমি একটু ঘুমাই তুমি আমার পিঠে পাউডার দিয়ে, সাজিয়ে দাও, চিরুনি করে দাও, আমি ঘুমাবো অন্য রুমে চলে যাও কখনোই এই শব্দ গুলো মুখেই আনতো না, উল্টা আমি কখনো যদি বলতাম অন্য রুমে ওরা খেলুক, অথবা এ রুমে আসো না।উনি রেগে যেতেন, বলতেন এমন করো কেন, ওরা থাকুক না, ওদের আওয়াজ শুনলেই আমি শান্তি পাই। কখনো যদি দেখো আমি অনেক বেশি অসুস্থ, তুমি নূহা কে এনে আমার বুকে দিয়ে দিবা। আমি দেখিও ইনশাল্লাহ্ সুস্থ হয়ে যাবো। আমার এমন মনে হয়,ও বুকে থাকলে ভিতরে অসুস্থতা কাজ করে না😭কিন্তু হায় আফসোস😭😭 যে দিন স্টক করেছিলো, কিন্তু ওনার কলিজাটা রংপুর মাদ্রাসায় ছিলো😭😭
পরের দিন নূহাকে আনতে যাওয়ার কথা ছিলো। বারবার বলতে ছিল নূহার আম্মু, কালকে ভোরেই আমার নাস্তার অপেক্ষা করো না। তুমি নাস্তা সেরে ক্লাসে চলে যাইও।আমি ফজরের নামাজ মসজিদে পড়েই রংপুরে চলে যাবো নূহাকে আনতে 😭
বার বার বলছে আমার তো মন চাচ্ছে আমি আজকেই ওর মাদ্রাসায় চলে যাই 😭সারাদিন গেটের কাছে বসে থাকবো,আগামীকাল নূহাকে নিয়ে আসবো 😭 জানো নূহার আম্মু। আমার ভেতরটা যে কি করতেছে,বলোতো আমার নূহা আমাকে দেখে অভিমান করবে, আমাকে মাইর দিবে, নাকি আমাকে জড়িয়ে ধরে কান্না করবে??😭
(নূহা ওর বাবার সঙ্গে এতটাই ফ্রী ছিল যে,ওর বাবাকে শাসন করতো, পান খাওয়া নিয়ে ওর বাবাকে বকা দিতেও। মাইর দিত আর ওর বাবা এটাকে খুব উপভোগ করতো খুব খুশি হইত) মাঝে মাঝে খুশিতে দেখতাম চোখে পানিও।
আমি বললাম ও আপনাকে জড়িয়ে ধরে খুব কান্না করবে, উনিও সায় দিয়ে বললো,জানো আমি নূহাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি।আর একটা দিন আমার ধৈর্যের বাইরে মনে হচ্ছে।আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করবে আমি জানি😭 ও খুব অভিমান করে আছে আমার উপর 😭 কতদিন দেখে না আমাকে।
হায় তাকদির😭😭😭😭
ওর বাবা একটাবার জড়িয়ে ধরতে পারলো না ওকে😭😭আমার মেয়ে টা ওর বাবাকে একটাবার জড়িয়ে ধরে কান্না করতে পারলো না, তার আগেই হঠাৎ করে বিকেলে স্টোক করে রংপুরে ঠিকই গেলো, বাট সেন্সলেস অবস্থায় রংপুর হসপিটালে😭😭
রংপুর হসপিটালে টানা পাঁচ দিন I C U তে থেকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তার কলিজার টুকরো সন্তানদের এতিম করে 😭😭
মুহাম্মাদ তোমাকে কাছে পেয়েছে ৩মাস ২৮দিন😭😭
মুহাম্মাদ মাঝে মাঝেই আমাকে প্রশ্ন করে,মামনি বাবা আমাকে খুব আদর করছে? 😭😭
নূহার বাবা 😭😭
তুমি শ্রেষ্ঠ সন্তান,😭
তুমি শ্রেষ্ঠ জনক,😭
তুমি শ্রেষ্ঠ স্বামী😭
তুমি আমার বাচ্চাদের শুধু ভালো পিতা ছিলে না, সবচেয়ে ভালো খেলার সাথী এবং তাদের বন্ধু ছিলে😭😭
মিস করি সর্বদাই প্রিয়😭🥺🥺