Muhammad Bin Arif Art Gallery

Muhammad Bin Arif Art Gallery ক্যালিগ্রাফি,পেইন্টিং ও বিভিন্ন ভিডিও নিয়ে উপস্থিত থাকবে পেজটি ইনশাআল্লাহ�আর গল্প কথা তো থাকছেই��

 #মুহাম্মাদ_কে_দত্তক_কেন_দিতে_চেয়েছিলাম!       "মুহাম্মাদ আমার অস্তিত্ব!    কলিজার একটা টুকরা,,    কারো হাতে তুলে দেওয়...
03/08/2025

#মুহাম্মাদ_কে_দত্তক_কেন_দিতে_চেয়েছিলাম!

"মুহাম্মাদ আমার অস্তিত্ব!
কলিজার একটা টুকরা,,
কারো হাতে তুলে দেওয়া কি আদৌ সম্ভব?

ও তো আমার চোখের আলো, আমার নিঃশ্বাস।
ওকে দত্তক দিতে চেয়েছিলাম,বিনা শর্তে মেয়ে জামাই হিসেবে। কিভাবে সম্ভব.....মনে হয় আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে...
কে দিতে পারবে ওর রাতের ঘুমের আগে, বাবার নিত্যনতুন গল্প। ও শত অসুস্থ হলেও আমার ক্লাসে কখনো ব্যাঘাত ঘটায় না। বরং আমি অসুস্থ হলে আমাকে ভালো রাখার দায়িত্ব যেনো ওর!

মুহাম্মাদ শুধু আমার ছেলে না, ও আমার জান্নাতের পথ।
আমি মা...ছেলেকে কাউকে দিতে পারি শুধুমাত্র মেয়ে জামাই হিসেবে।কারণ মায়ের বুকের সন্তান দুনিয়ার কোন দামে মেলে না।

**"ওর বাবা নেই...
সেই চার মাস বয়স থেকে ‘বাবা’ ডাকটা বুকেই আটকে আছে ওর।আজ যখন সে কারো বুক পেতে চাইছে 'আব্বু' বলে ডাকবে বলে, বায়না করেছে, উপায় না পেয়ে এই পথ অবলম্বন করতে হয়েছে—আমি কিভাবে ওকে তুলে দিই কারো হাতে?

ও শুধু একটা শিশু না,
ও আমার চোখের পানি, আমার শেষ আশ্রয়।
—কিন্তু কি করে বোঝাই, এই ছেলেটা কারো দয়া নয়, ও আমার আমানত।আমি মা, আর মায়ের হৃদয় এতোটা কঠিন হয় না।

ওর বাবার কবরের পাশে দাঁড়িয়ে ওর হাত ধরেছি, ওকে বলেছি—
‘তুমি শুধু আমার,মামনির বাচ্চা।তোমার বাবার রক্ত এখনো তোমার চোখে ঘুম হয়ে নামে…তুমি ঘুমিয়ে গেলে, তোমার বাবাকে যেনো বলতে পারি। তোমার রেখে যাওয়া সম্পদ আমি আগলে রাখছি।’মুহাম্মাদকে বাবা দিতে চাইলে,আগে কবরের মাটি থেকে ওর বাবাকে ফিরিয়ে আনতে হয় যে।

আমি আমার ছেলেকে সব দিতে পারব ওর সব চাওয়া পূর্ণ করতে পারবো,, ইনশাআল্লাহ্.....

কিন্তু আজ ঘুম থেকে উঠেই এমন ভাবে বলল ও বাবাকে দেখেছে, বাবা ওকে অনেক আদর করেছে ও অনেকবার বাবা বলে ডেকেছে , লাস্ট যখন শ্বশুর বলতেছিলাম মজা করে,একটু অডিও করে নিয়েছি আম্মুকে শুনাবো জন্য!!

বাট যখন দুষ্টুমি টা বাড়িয়ে দিলাম ও সিরিয়াস হয়ে বালিশে মুখ গুজে কাঁদা শুরু করল।বারবার বলতেছিল মামনি আমার বাবা আমাকে কোলে নিয়েছে।আমি বাবা বলেছিলাম। আমার একটা মামনি ও ছিল।আমাকে নিয়ে যাও রেডি হও। এরপর আমি কেঁদে দিছি 😭😭আর আমার কলিজাটা আমার কান্না দেখে চুপ হয়ে গেছে😭😭

বিঃদ্রঃ কখনো বুঝতেই পারিনি যে আজকের লেখাগুলো পোস্ট করতে হবে। নিজের জন্য তাড়াহুড়ো করেই সব সময় লিখি।বাট যে ডাইরিগুলো দিয়েছি ভিডিও।সব ডায়েরির মধ্যে মুহাম্মাদের কথা লেখা আছে।এগুলো মুহাম্মাদের জন্য।প্রথমের ডায়েরীতেই এখন লেখা চলছে..........

_____ 🤍🤍

" #মুহাম্মাদ_কে_দত্তক_দিতে_চাচ্ছি😭😭 #ছেলে জন্য নয়,ওর যা বৈশিষ্ট্য___🤍🤍     আগ্রহী হয়ে থাকলে জানাবেন!!যার মধ্যে সত্য, আ...
03/08/2025

" #মুহাম্মাদ_কে_দত্তক_দিতে_চাচ্ছি😭😭

#ছেলে জন্য নয়,ওর যা বৈশিষ্ট্য___🤍🤍
আগ্রহী হয়ে থাকলে জানাবেন!!
যার মধ্যে সত্য, আদব, নরম হৃদয়,,
আর মায়ের দোয়ার ছায়া মিশে আছে।"

ছোট্ট শিশু হলেও যা গ্যারান্টি দিচ্ছি____
অন্তঃপ্রাণ অনুসরণশীল (অসম্ভব মানার যোগ্যতা):
মুহাম্মাদকে যা বলা হয়, তা মন দিয়ে শোনে ও মেনে চলে—
এবং তা খুব ভালো করেই মনে রাখে।

কখনোই জোরে কাঁদে না,তবে একটু অভিমানী,আদর করে কয়েকটা চুমু দিয়ে বুঝিয়ে বললে মেনে নিবে।

_____ মুহাম্মাদ যথেষ্ট বিনয়ী:বড়দের সামনে কখনো বেয়াদবি করে না, কণ্ঠে থাকে নম্রতা,জানার চেষ্টা বেশি, অনুভব গভীর:সহজে বোঝে ও মেনে চলে:জেদ নয়(শুধুমাত্র ব্ল্যান্ডার ছাড়া)—মুহাম্মাদের ভেতর আছে বোঝার শক্তি।স্নেহশীল ও কোমল হৃদয় তার,,অন্য শিশুদের প্রতি তার দৃষ্টিতে থাকে মমতা।কখনো মিথ্যা বলে না, অন্যায়ে জড়ায় না!


বিঃদ্রঃ অন্য এক সময় বিষয়টি নিয়ে কথা বলবো🥺🥺

"তেলাওয়াতে যে কান্না আসে,তা ব্যর্থতা নয়, বরং রহমত পাশে।কুরআন ছুঁয়ে যে অঝরে কাঁদে,তার অন্তরে নূর সুকূন দিবারাতে""চুপচা...
01/08/2025

"তেলাওয়াতে যে কান্না আসে,
তা ব্যর্থতা নয়, বরং রহমত পাশে।
কুরআন ছুঁয়ে যে অঝরে কাঁদে,
তার অন্তরে নূর সুকূন দিবারাতে"

"চুপচাপ রাত,সিনা হতে কুরআন মুখে—
এযেনো এক সুকূন নেমে আসে বুকে।
সব ব্যথা ছুঁয়ে যায় নীরবে নিভৃতে,
আল্লাহ জানেন, সান্ত্বনা তেলোওয়াতে"

______ Minallah Minallah 🍂 🍂

"কাহাফে আছে ঈমানের প্রকট দীপ্তি,তরুণের গল্প, ত্যাগের ন্যায় নীতি।আলোর খোঁজে গুহায় যাত্রা দারুন,আল্লাহ দিলেন রহমতের পাত্...
01/08/2025

"কাহাফে আছে ঈমানের প্রকট দীপ্তি,
তরুণের গল্প, ত্যাগের ন্যায় নীতি।
আলোর খোঁজে গুহায় যাত্রা দারুন,
আল্লাহ দিলেন রহমতের পাত্র জানুন।
প্রতিটি আয়াতে আছে হিকমতের ঝরনা,
শুক্রবার পড়ো, জ্বলবে না আঁধার চরণা"

"শব্দ নয়, যেন নাযিল হয়েছে নূর,
যার তেলোওয়াতে মুছে যায় দুঃখ-সুদূর।
যখনই পড়ি, হৃদয়ে খেলে সুখের শিহরণ,
সেই সঙ্গে আসে এক অদ্ভুত সম্মরণ।
কি পেয়েছি জীবনে? — কুরআনই তো সব,
এই শোকুরেই শান্তি, এই শোকুরেই রব"

_______ Minallah Minallah 🍂 🍂

হে আমার প্রিয় আল্লাহ... আপনি যদি থাকেন, তাহলে আমি একা নই। আমি কষ্টকে আর কষ্ট বলি না। পরিক্ষাকে শাস্তি ভাবি না। কারণ আমি ...
31/07/2025

হে আমার প্রিয় আল্লাহ...
আপনি যদি থাকেন, তাহলে আমি একা নই।
আমি কষ্টকে আর কষ্ট বলি না। পরিক্ষাকে শাস্তি ভাবি না।
কারণ আমি জানি—এই চোখের পানি আপনি অপচয় হতে দেন না।
আমি জানি এই নিরব লড়াই একদিন জান্নাতের দ্বার খুলে দেবে। আপনার কাছে কাঁদার প্রতিটি মুহূর্ত অনেক দামী।প্রতিটা অশ্রু ফোঁটা হয়তো এক একটি মুক্তা হয়ে আমার জান্নাতের পথ সাজিয়ে দিবে।

তাই ব্যাকুল প্রভু আমার,,
—আমাকে ভুলে যাবেন না।
আমার দরজায় মাঝে মাঝে আপনার পাঠানো রহমতের হাওয়া এসে যেন বলে, “আমি তো আছি, আমার প্রিয়জন... তুমি আরেকটু ধৈর্য ধরো।”

ইয়া রাব্বে কারীম,,
আপনিই একমাত্র যিনি জানেন...
এই ভাঙা বুকের আওয়াজ, রুহের নিরব আর্তনাদ।আর অশ্রুসিক্ত সেজদার কান্না কতটা সত্যি। আপনি ছাড়া কেউ বোঝে না........

ইয়া ওয়াকিল,,
আপনিই আমার,
আপনিই আমার উত্তম অভিভাবক, আপনিই আমার সব।
ইয়া রব, যদি দুনিয়া সবাই ছেড়ে দেয়, তবুও আপনি কখনও ছেড়ে দেবেন না এই বিশ্বাসে আমি স্বস্তি পাই।

ইয়া আল্লাহ্ তা'য়ালা!!
.......... ........ ......... ........... ......... ............😭😭

 #স্মৃতিচারণ__করছি........🤎🤍      _____ আলহামদুলিল্লাহ 🥰🥰   নিজেও জানি বা স্বীকার করছি, আমি আর্ট তেমন পারিনা বাট চেষ্টা ...
31/07/2025

#স্মৃতিচারণ__করছি........🤎🤍

_____ আলহামদুলিল্লাহ 🥰🥰
নিজেও জানি বা স্বীকার করছি,
আমি আর্ট তেমন পারিনা বাট চেষ্টা করতে তো দোষ নেই। কারন পেইন্টিং আমার অনেক শখের একটা জিনিস।

নূহার বাবা সবসময় আমাদেরকে ঘুরাইতে পছন্দ করতেন। আর আমি ঘুরে বেড়ানোটার চেয়েও বেশি পছন্দ করতাম আঁকা আঁকি। এমনও হয়েছে কুয়াকাটা যাব সেই রাতে লঞ্চে সবাই অর্থাৎ নুমা নূহা ওর আব্বু মাঝরাতের চলন্ত লঞ্চে খুব উপভোগ করতেছিল। আর দেখতে ছিল।আর আমি সেই লঞ্চের ভিতর অর্থাৎ তিন তলার উপরে থেকেও নিজ কেবিনে একাকী আঁকা আঁকি করতে ছিলাম।😓😓

তখনো পারি নাই এখনও ভালো পারিনা।

এরপর নূহার বাবা যখন দেখলো আমি উনাদের সাথে নেই, তখন তিনি কেবিনে ঢুকে আমার সমস্ত রং পেন্সিল বের করে চলন্ত লঞ্চ থেকে নদীতে ফেলে দিল।

আমার তো মন খারাপ, তবুও বুঝতে দেয়নি।বেড়ানো শেষে কুয়াকাটা থেকে নিজ মাদ্রাসায় যখন ফিরলাম।এসেই খাবার প্রস্তুত করে কিছুক্ষণের মধ্যে রুমে গিয়ে দেখি নূহার বাবা নেই। কিছুক্ষণ পর ফিরলেন,হাতে ইয়া বড় এক প্যাকেট। আমার জন্য রং কালার পেন, রং পেন্সিল।

আমার হাতে দিয়ে বলল আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছিলে, তোমার যখন রং পেন্সিল গুলো ফেলেছিলাম। তারপরেও কত সুন্দর ভাবে আমাদের সঙ্গে হাসিখুশি ছিলে।আমি তখন নিয়ত করছি আবার মাদ্রাসায় গিয়ে আমি তোমার জন্য আবারো সবকিছু কিনে দিবো। এই নাও হাদিয়া।

কষ্ট পেওনা,মন খুলে আঁকা আঁকি করো😓😓😓
মিস ইউ মুহাম্মাদ এর বাবা 😭😭

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Bin Arif Art Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share