
25/08/2025
- বন্ধু যখন শত্রু হয়ে যায়! 🔥
এর সবচেয়ে বড় উদাহরণ তৌহিদ আফ্রিদির চামচা রাহি।
যেদিন আফ্রিদির বাবাকে গুলশান থেকে গ্রেফতার করা হলো,
ঠিক সেদিন রাতেই আফ্রিদি পালিয়ে নোয়াখালী চলে যায়।
আর গিয়ে উঠে তার এককালের ঘনিষ্ঠ চামচা রাহির বাসায়।
কিন্তু টুইস্ট কোথায় জানেন?
👉 সেই চামচাই গোপনে আফ্রিদির সব তথ্য পাচার করছিল—
তার অবস্থান, তার পরবর্তী প্ল্যান সব!
যখন আফ্রিদি বুঝতে পারে,
তখন নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল আসে।
কিন্তু ততক্ষণে গেম শেষ!
কারণ সেই চামচা দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব ইনফো দিয়ে দিয়েছে।
ফলাফল? ডিবি বরিশাল থেকে আফ্রিদিকে সফলভাবে গ্রেফতার করে ✅
শিক্ষা:
এই দুনিয়ায় কেউ কারো না।
যাকে আপনি ঘনিষ্ঠ বন্ধু ভাবেন,
দিন শেষে সেও পিছনে ছুরি মারতে এক সেকেন্ড দেরি করবে না!
শেষে রাহিকে ধন্যবাদ জানাই—
দেশের একজন নামকরা চোরকে ধরিয়ে দেওয়ার জন্য। 🫶