Prothom Kotha - প্রথম কথা

Prothom Kotha  - প্রথম কথা সত্যে প্রচারে সর্বদা প্রস্তুত

20/11/2023

বিশেষ সতর্কবার্তা:
বর্তমানে অনেকের ফেইসবুক স্টোরিতে দেখা যায় নোংরা নোংরা অটোমেটিক পোস্ট।দেখে কেউ আইডির মালিকের উপর রেগে যাবেন না।কারণ এটা অটোমেটিক হচ্ছে।এতে আইডির মালিকের দোষ নেই।

বিস্তারিত কমেন্টে
12/11/2023

বিস্তারিত কমেন্টে

বিয়ের ১৭ দিন পর নববধূর মরদেহ উদ্ধার, পুলিশের ধারনা কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের ১৭ দিন পর এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পু...
07/11/2023

বিয়ের ১৭ দিন পর নববধূর মরদেহ উদ্ধার, পুলিশের ধারনা

কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের ১৭ দিন পর এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বলছেন ওই নববধূকে হত্যা করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেছুল ইসলাম। নিহত ওই গৃহবধুর নাম আমেনা বেগম (২৩)। তিনি রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকার শ্রী জ্ঞান চাঁদ এর মেয়ে।

এদিকে আমেনা বেগম ২০১৫ সালে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে পারিবারিক ভাবে যোগাযোগ তেমন ছিলো না পরিবারের সাথে।

ধর্মান্তরিত হওয়ার পর আমেনা বেগম একই ইউনিয়নের পূর্ব মুদাফৎ থানা এলাকায় গত তিন বছর ধরে মানুষের বাড়িতে বাড়িতে থাকতেন। এরপর একবছর আগে সামাজিক সংগঠনের উদ্যোগ একটি টিনের ঘর করে দেন।

এরপর থেকে তিনি সেখানেই থাকতেন। তবে আমেনা বেগম কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথম বিয়ে করেন। তবে সেই সংসার বেশি দিন করতে পারেন নি, স্বামী মারা যান।

এরপর সর্বশেষ ১৭ দিন আগে উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ এলাকার আবতাব উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন নামের সাথে বিয়ে করে আমেনার বাড়িতেই থাকতেন।

পুলিশ জানায়, রমনা মডেল ইউনিয়নের পূর্ব মুদাফৎথানা এলাকায় শয়ন কক্ষে তালাবদ্ধ অবস্থায় এক নববধূর মরদেহ দেখতে পেয়ে চেয়ারম্যান খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শয়ন কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আমেনা বেগমের মরদেহ দেখতে পাওয়া যায়। তবে ওই নববুধুর স্বামীকে পাওয়া যায়নি বলে জানান পুলিশ।

রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, দুপুরে ওই এলাকা থেকে লোকজন ফোন দিলে আমি ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ অবস্থা জানালা দিয়ে শয়ন কক্ষে বিছানার ওপর আমেনার মরদেহ দেখতে পারি। এরপর আমি থানায় খবর দিয়ে পুলিশ সহ দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক ভাবে সুরতহাল সম্পুর্ণ করি। তবে ধারনা করা হচ্ছে আমেনা বেগমকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

চিলমারী নৌবন্দর: নাব্য সংকটে ফেরত গেলো ফেরিব্রহ্মপুত্র নদে নাব্য সংকট দেখা দেওয়ায় চিলমারী নৌবন্দর থেকে চিলমারী-রৌমারী নৌ...
01/11/2023

চিলমারী নৌবন্দর: নাব্য সংকটে ফেরত গেলো ফেরি

ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট দেখা দেওয়ায় চিলমারী নৌবন্দর থেকে চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী ফেরি সুফিয়া কামাল সরিয়ে নেওয়া হয়েছে। আর রৌমারী ঘাটে পন্টুনের র‌্যাম দেবে যাওয়ায় শনিবার (২৮ অক্টোবর) বিকাল থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমারী মেরিন বিভাগের মেরিন অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রৌমারী ঘাটের দেবে যাওয়া অংশ মেরামত করে কবে নাগাদ পন্টুন স্থাপন ও ফেরি চলাচল শুরু হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় এই নৌপথে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছেন। ব্রহ্মপুত্র নদের উভয় প্রান্তের ঘাটে সারিবদ্ধভাবে অপেক্ষমাণ রয়েছে সারি সারি পণ্যবাহী ট্রাক। চিলমারীর রমনা ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী অনেক ট্রাক।

রবিবার চিলমারীর রমনা ঘাট এলাকায় দেখা যায়, ফেরি পারাপার বন্ধ থাকায় রাস্তায় সারিবদ্ধভাবে পণ্যবাহী পরিবহন অপেক্ষা করছে। ভূরুঙ্গামারী থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক মো. সোহেল মিয়া জানান, তারা গত দুই দিন ধরে ঘাটে অপেক্ষমাণ। ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় তারা ফিরে যেতেও পারছেন না।

নৌবন্দর সূত্র জানায়, শনিবার সকালে ফেরি সুফিয়া কামাল রৌমারী থেকে চিলমারীর রমনা ঘাটে পৌঁছার পর আর যাতায়াত করেনি। পরে রবিবার সকালে তা আরিচা ঘাটের উদ্দেশ্যে চিলমারী ত্যাগ করে। আর ফেরি কুঞ্জলতা শনিবার দুপুরে চিলমারী থেকে রৌমারী ঘাটে পৌঁছে। কিন্তু রৌমারী থেকে আবারও যানবাহন ও যাত্রী নিয়ে চিলমারীর উদ্দেশে রওনা হওয়ার মুহূর্তে রৌমারী ঘাটের পন্টুনের র‌্যাম দেবে যায়। এরপর ফেরিটি চিলমারী বন্দরে ফিরে এলেও আর যাত্রা করতে পারেনি।

বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. নজরুল ইসলাম জানান, কয়েকদিন ধরে নাব্য সংকটে ফেরি সুফিয়া কামাল চলাচলে সমস্যা হচ্ছিল। এটি যেকোনও সময় আটকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তা ছাড়া নদে পানি কমে যাওয়ায় ওই ফেরিটি ঘুরিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত জায়গাও পাওয়া যাচ্ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ফেরিটি চিলমারী নৌবন্দর থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রবিবার সকালে ফেরিটি আরিচা ঘাটের উদ্দেশে রওয়া হয়। তবে এর বিকল্প কোনও ফেরি আসবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হরিপুর (সুন্দরগঞ্জ) - চিলমারী (কুড়িগ্রাম) এর মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রীজ।
30/10/2023

হরিপুর (সুন্দরগঞ্জ) - চিলমারী (কুড়িগ্রাম) এর মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রীজ।

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ০৫ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশরৌমারী থানা পুল...
30/10/2023

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ০৫ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

রৌমারী থানা পুলিশ কর্তৃক গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ০১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরের বারান্দায় জুয়া খেলা অবস্থায় একই গ্রামের মোঃ আকাশ আলী (২২), মোঃ চান মিযা(৩০), মোঃ সামিউল ইসলাম (২২), মোঃ সুজা মিয়া (২৫), মোঃ জাহিদুল ইসলাম(৩৫) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

© 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦

ভূরুঙ্গামারীতে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণকুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি  ইউনিয়নের কাটগিরি গ্রামের মোসাম্মৎ ...
30/10/2023

ভূরুঙ্গামারীতে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগিরি গ্রামের মোসাম্মৎ নুসরাত জাহান প্রভা (১২) অপহরণ হয়েছে।

খুঁজে পেতে পুলিশকে পরিবারকে সহযোগিতা করুন।

শুভ সকাল...📍যাত্রপুর ঘাট, ব্রহ্মপুত্র, কুড়িগ্রাম সদর।
30/10/2023

শুভ সকাল...
📍যাত্রপুর ঘাট, ব্রহ্মপুত্র, কুড়িগ্রাম সদর।

Address

Rangpur

Telephone

+8801602470679

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prothom Kotha - প্রথম কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prothom Kotha - প্রথম কথা:

Share