Sadia Akter

Sadia Akter জীবন কারো জন্যে থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝেই থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে !ঠিক তোমার জন্য

অহংকার করি না___☺️“কারণ”🖤___ আমি মাটির তৈরি মানুষ___🙂😔 ___সময়.হলে,আবার..!___😇🌿___ওই মাটিতেই___ 🌺___মিশে যাবো…!___︵ 💚
10/01/2024

অহংকার করি না___☺️
“কারণ”
🖤___ আমি মাটির তৈরি মানুষ___🙂
😔 ___সময়.হলে,আবার..!___😇
🌿___ওই মাটিতেই___ 🌺
___মিশে যাবো…!___︵ 💚

ডায়েরীটা খুলে দেখি আমি আমার পাতায় পাতায় আঁকা পাপেরই পাহাড় জীবনের শেষ ক্ষণে বড় আশা এই মনে মুক্তির ডায়েরীটা লিখবো এব...
03/01/2024

ডায়েরীটা খুলে দেখি আমি আমার পাতায় পাতায় আঁকা পাপেরই পাহাড় জীবনের শেষ ক্ষণে বড় আশা এই মনে মুক্তির ডায়েরীটা লিখবো এবার ॥

সুরা আন নিসা আয়াত নাম্বার-৮৪فَقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ لَا تُکَلَّفُ اِلَّا نَفۡسَکَ وَ حَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ ...
23/12/2023

সুরা আন নিসা আয়াত নাম্বার-৮৪

فَقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ لَا تُکَلَّفُ اِلَّا نَفۡسَکَ وَ حَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ ۚ عَسَی اللّٰہُ اَنۡ یَّکُفَّ بَاۡسَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ وَ اللّٰہُ اَشَدُّ بَاۡسًا وَّ اَشَدُّ تَنۡکِیۡلًا ﴿۸۴﴾

অতএব তুমি আল্লাহর রাস্তায় লড়াই কর। তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ কর। আশা করা যায় আল্লাহ অচিরেই কাফিরদের শক্তি প্রতিহত করবেন। আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তিদানে কঠোরতর।

18/12/2023

আবার যদি বৃষ্টি নামে —
আমিই তোমার প্রথম হবো…
লেপ্টে যাওয়া শাড়ির মতো —
অঙ্গে তোমার জড়িয়ে রবো..

নিশ্চয়ই আমি একজন মানুষ, আমি ভুলও করতে পারি এবং সঠিকও হতে পারি। সুতরাং, আমার মতামতের মধ্যে যা কিছু কুরআন এবং সুন্নাহর সাথ...
03/12/2023

নিশ্চয়ই আমি একজন মানুষ, আমি ভুলও করতে পারি এবং সঠিকও হতে পারি। সুতরাং, আমার মতামতের মধ্যে যা কিছু কুরআন এবং সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হয় তা গ্রহণ করুন এবং যা কিছু কুরআন এবং সুন্নাহর সাথে অসঙ্গতিপূর্ণ হয় তা এড়িয়ে যান।
-ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)

খুজে দেখ হ্রদয় মাঝে.,.,.,.,., আছি আমি স্বপ্নের সাঁজে।  তোমার ওই চোখের তারায়,....,.,.,..,., হাজার স্বপ্ন এসে দাঁড়ায়। সুখে...
28/11/2023

খুজে দেখ হ্রদয় মাঝে.,.,.,.,., আছি আমি স্বপ্নের সাঁজে।
তোমার ওই চোখের তারায়,....,.,.,..,., হাজার স্বপ্ন এসে দাঁড়ায়।
সুখের সে স্বপ্নের মাঝে সবসময় পাবে তুমি আমায় ।

-যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন-নামাজ'টা ছাড়া যাবে না...!🤗🖤🥀
27/11/2023

-যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন-
নামাজ'টা ছাড়া যাবে না...!🤗🖤🥀

আসসালামু আলাইকুম কেমন আছো তুমি
23/11/2023

আসসালামু আলাইকুম
কেমন আছো তুমি

︵🦋প্রিয়🤍___°ভালোবাসার মানুষটা যদি বিশ্বস্ত হয় 👸🙋‍♂️💚🌺___°তাহলে দূর থেকেও ভালোবাসা যায় ⊱😻💚🍃
19/11/2023

︵🦋প্রিয়🤍
___°ভালোবাসার মানুষটা যদি বিশ্বস্ত হয় 👸🙋‍♂️💚🌺
___°তাহলে দূর থেকেও ভালোবাসা যায় ⊱😻💚🍃

তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে য...
19/11/2023

তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।

বন্ধু... কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল ।   জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই । চলার পথের বন্ধুর রাস্তা গ...
19/11/2023

বন্ধু... কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল । জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই । চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব। তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী, হতে হবে বন্ধুর মতো বন্ধু। কথায় আছে Friends Never Die. বন্ধু কখনো মরেনা।
#সত্যি

বন্ধু তুমি আপন হয়ে,, বাধলে বুকে ঘর.   কষ্ট পাব আমায় যদি,, করে দাও পর..   সুখের নদী হয়না যেন,, দুঃখের বালু চর..   সব সময় ...
19/11/2023

বন্ধু তুমি আপন হয়ে,, বাধলে বুকে ঘর. কষ্ট পাব আমায় যদি,, করে দাও পর.. সুখের নদী হয়না যেন,, দুঃখের বালু চর.. সব সময় নিও বন্ধু আমার খবর..!!
#পেজেফলো Akter

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share