29/09/2023
হরে কৃষ্ণ একজন শুদ্ধ ভক্ত কন্ঠে হরিনাম কীর্তন শুনে মনটা ভরে গেল।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে এই হরিনাম কীর্তনে ফলে জড় জগতের ভব সমুদ্র থেকে মুক্ত হব। এই জড় জগতে সুখ ক্ষনিকের জন্য আর গোলেক ধামে রাধা কৃষ্ণকে পাওয়া সুখ চিত্ত যার কোন শেষ নেই। আমাদের সকলকে ভগবানের পূজা অর্চনা, সেবা ,আরাধনা, কীর্তন, গীতাপাঠ ইত্যাদি ও ভগবানের আইন অনুযায়ী তার কর্ম করা তা হলে আমাদের জীবনে একটা সুন্দর মনসত্ত্ব গড়ে ওঠবে। যার দ্বারা জড় জগত থেকে মুক্ত হয়ে বৈকুন্ঠ লোকে আমরা সকলে যেতে পারব।