23/06/2025
অপেক্ষার অবসান, ফর্মের জোরেই ওয়ানডে দলে প্রত্যাবর্তন নাঈম শেখের!
লম্বা বিরতির পর আবারও জাতীয় ওয়ানডে দলে ফিরলেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এবার আর সুযোগ কেবল ভাগ্যগুণে নয়, বরং নিজের পারফরম্যান্সের জোরেই ফিরেছেন এই ব্যাটার। প্রায় দুই বছর আগে সবশেষ জাতীয় দলের হয়ে খেলা নাঈম শেখ এবার ফিরেছেন আরও পরিনত হয়ে আরও শক্তিশালী হয়ে। বিয়ের পর এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে নেমে সর্বোচ্চ রান করে বলেছিলেন, 'বিয়ের পর সর্বোচ্চ রান করলাম, বউ লাকি চার্ম'। এছাড়া বিপিএল ও ঢাকা লিগেও করেছেন দুর্দান্ত পারফর্ম।
নাঈমের সাম্প্রতিক পারফরম্যান্স:
এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে করেছেন ৬১৮ রান — যা আসরের তৃতীয় সর্বোচ্চ, বিপিএল ও এনসিএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করেছেন। ধারাবাহিকতার কারণেই নির্বাচকদের আস্থায় জায়গা করে নিয়েছেন নাঈম।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বললেন —
“দল নির্বাচনের আগে এই মুহূর্তে আমরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি। ওপেনারের জায়গা তো স্পেশালিস্ট জায়গা। তখন একজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করতে হয়। সেই হিসেবে তৃতীয় ওপেনার হিসেবে নাঈম শেখই এই মুহূর্তে সবচেয়ে ভালো ও অ্যাভেইলেবল বিকল্প।”
নাঈম শেখের দলে ফেরা কি দলের টপ অর্ডারে নতুন আস্থা ও শক্তি যোগ করবে?
#ক্রিকেটপাগল