18/02/2025
আমরা অনেক সময় মজা করার জন্য বা কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলে থাকি। মনে করি, এতে কোনো ক্ষতি নেই, এটা তো নিছক হাসি-ঠাট্টা! কিন্তু ইসলামে মিথ্যা বলা যেকোনো অবস্থাতেই হারাম, তা মজার ছলেই হোক বা অন্য কোনো কারণে।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “ধ্বংস তাদের জন্য, যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে! ধ্বংস তাদের জন্য! ধ্বংস তাদের জন্য!”
(সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৯৯০)
অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
“তোমরা সত্যকে আঁকড়ে ধরো। কারণ, সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ। কোন ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহ্ তা‘আলার নিকট সত্যবাদী হিসেবেই লিখিত হয়। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। কারণ, মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা। কোন ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট মিথ্যাবাদী রূপেই লিখিত হয়।’’
(সহীহ মুসলিম, হাদীস নং ২৬০৭)
অন্য আরেকটি হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের যিম্মাদার। ”
(সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৮০০)
মজা করার নামে যদি মিথ্যা বলা হয়, তবে সেটাও গুনাহ, হারাম কাজ। কারণ, মিথ্যা এমন এক অভ্যাস, যা ধীরে ধীরে অন্তরকে কলুষিত করে এবং সত্যবাদিতার আলো নিভিয়ে দেয়। মজার ছলেও মিথ্যা বলা একসময় স্বাভাবিক হয়ে যায়, যা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আসুন, আমরা সত্য বলার অভ্যাস গড়ে তুলি এবং মজার ছলেও মিথ্যা বলা থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়পরায়ণতার ওপর অবিচল রাখুন। আমিন!