Khilafah Shop

Khilafah Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khilafah Shop, Digital creator, Rangpur.

ছেলেদের স্মার্ট পোষাকের নির্ভরযোগ্য ঠিকানা 🌿
🧥 মানসম্মত পোশাক | 🎧 দরকারি গ্যাজেট
💯 বিশ্বাস ও স্টাইল যেখানে একসাথে 🌟
অর্ডার বা জানার জন্য ইনবক্সে ম্যাসেজ করুন।📩[বি:দ্র: অর্ডার করতে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে] Khilafah Shop 🛍️।
হালাল ও অর্গানিক খাবারের নির্ভরযোগ্য ঠিকানা।
🌾কেমিক্যালমুক্ত 🍯 খাঁটি 🥗 স্বাস্থ্যকর।
🏡 ঘরে বসেই পান প্রকৃতির উপহার।
📩 অর্ডার করতে ইনবক্স ম্যাসেজ করুন।

শুধু ফিলিস্তিন না-যেকোনো দেশের পতাকা নিয়ে এমন করলে গ্রেফতার হতে হবে-সেটা ইবাদত করার জায়গা-আপনি আল্লাহর কাছে সরাসরি হাত ত...
29/07/2025

শুধু ফিলিস্তিন না-যেকোনো দেশের পতাকা নিয়ে এমন করলে গ্রেফতার হতে হবে-সেটা ইবাদত করার জায়গা-আপনি আল্লাহর কাছে সরাসরি হাত তুলে ফিলিস্তিন এর জন্য দোয়া করতে পারেন তা না।বউয়ের হাতে মোবাইলে ভিডিও করতে দিয়ে নিজের হাতে ফিলিস্তিন এর পতাকা নিয়েগরু ছাগলের মতো "ফিলিস্তিন" ফিলিস্তিন "বলে চিল্লাইয়া কোনো লাভ নাই....সেখানে মানুষ ইবাদত করতে যায় অনেকে সালাত আদায় করে।আপনার চিল্লানিতে যারা ২টাকা ১ টাকা করে টাকা জমিয়ে হজ্ব করতে গেছে তাদের ইবাদতে সমস্যা হলে এর দায়বার কে নিবে সৌদিতে সেটা আইন-যখন তখন চিল্লাচিল্লি" মিছিল "মিটিং "করতে পারবেন না...আর আইন অমান্য করলে জেলে যেতে হবেই,,,,সব জায়গায় আবেগ চলে না...।

👔 সলিড চায়না মাইক্রো ফেব্রিক শার্ট – স্মার্ট লুক, প্রিমিয়াম ফিনিশ!👔 পেয়ে যাবেন স্পেশাল ছাড়ে।স্টাইল,আরাম আর টেকসই ফ্যাব্র...
28/07/2025

👔 সলিড চায়না মাইক্রো ফেব্রিক শার্ট – স্মার্ট লুক, প্রিমিয়াম ফিনিশ!👔 পেয়ে যাবেন স্পেশাল ছাড়ে।

স্টাইল,আরাম আর টেকসই ফ্যাব্রিক– সব একসাথে চাইলে এই শার্টই আপনার জন্য পারফেক্ট চয়েস!

🧵 ফ্যাব্রিকঃ হাই কোয়ালিটি চায়না মাইক্রো ফেব্রিক (সিন্থেটিক + পলিয়েস্টার ব্লেন্ড)।
✅ মসৃণ ও নরম টেক্সচার,তাই পড়তে আরামদায়ক।
✅ বায়ু চলাচলযোগ্য তাই সহজে ঘাম জমে না।
✅ সহজে কুঁচকে না এবং দ্রুত শুকিয়ে যায়।
✅ রঙ ফেড হয় না।দীর্ঘদিন নতুনের মতো থাকে।
✅ ফর্মাল ও ক্যাজুয়াল– দুইভাবেই মানিয়ে যায়।
📸 ছবিতে যেমন দেখছেন তেমনি পাবেন।
সাইজ: M | L | XL | XXL
🛒অর্ডার করতে ইনবক্সে ম্যাসেজ করুন এখনই 📩।

মহান আল্লাহ্ তায়ালা যেন আমাদের সবাইকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন,,,আমিন।
28/07/2025

মহান আল্লাহ্ তায়ালা যেন আমাদের সবাইকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন,,,আমিন।

👔 সলিড চায়না মাইক্রো ফেব্রিক শার্ট – স্মার্ট লুক, প্রিমিয়াম ফিনিশ!👔 স্টাইল,আরাম আর টেকসই ফ্যাব্রিক– সব একসাথে চাইলে এই শ...
25/07/2025

👔 সলিড চায়না মাইক্রো ফেব্রিক শার্ট – স্মার্ট লুক, প্রিমিয়াম ফিনিশ!👔

স্টাইল,আরাম আর টেকসই ফ্যাব্রিক– সব একসাথে চাইলে এই শার্টই আপনার জন্য পারফেক্ট চয়েস!

🧵 ফ্যাব্রিকঃ হাই কোয়ালিটি চায়না মাইক্রো ফেব্রিক (সিন্থেটিক + পলিয়েস্টার ব্লেন্ড)।
✅ মসৃণ ও নরম টেক্সচার,তাই পড়তে আরামদায়ক।
✅ বায়ু চলাচলযোগ্য তাই সহজে ঘাম জমে না।
✅ সহজে কুঁচকে না এবং দ্রুত শুকিয়ে যায়।
✅ রঙ ফেড হয় না।দীর্ঘদিন নতুনের মতো থাকে।
✅ ফর্মাল ও ক্যাজুয়াল– দুইভাবেই মানিয়ে যায়।
📸 ছবিতে যেমন দেখছেন তেমনি পাবেন।
সাইজ: M | L | XL | XXL
🛒অর্ডার করতে ইনবক্সে ম্যাসেজ করুন এখনই 📩।

🌟মাল্টিফাংশনাল ইলেকট্রিক গ্রাইন্ডার🌟শক্তিশালী মোটর ও স্টাইলিশ ডিজাইনে এবার ঘরেই পেশাদার গ্রাইন্ডিং!অর্ডার করতে ইনবক্সে ক...
24/07/2025

🌟মাল্টিফাংশনাল ইলেকট্রিক গ্রাইন্ডার🌟শক্তিশালী মোটর ও স্টাইলিশ ডিজাইনে এবার ঘরেই পেশাদার গ্রাইন্ডিং!অর্ডার করতে ইনবক্সে করুন এখনই 📲

🔹 মোটর পাওয়ার: ৭০০ ওয়াট
🔹 ভোল্টেজ: ২২ভি~৫০Hz
🔹 প্যাকেজ সাইজ: ১৪৩x১৪৩x১৮৩ মিমি
☕ মশলা,কফি,বাদাম–সবকিছুই সহজেই গ্রাইন্ড করুন এক টাচে!

🏠ঘরের জন্য একদম পারফেক্ট ও স্মার্ট একটি হেল্পার!

💡Gatsby ক্রিস্টাল LED টেবিল ল্যাম্প।ঘর সাজাতে নতুন রাজকীয় স্পর্শ!🏠 ঘর, রুম,সাজসজ্জা কিংবা উপহার হিসেবে একদম পারফেক্ট!🎁 ✨...
23/07/2025

💡Gatsby ক্রিস্টাল LED টেবিল ল্যাম্প।ঘর সাজাতে নতুন রাজকীয় স্পর্শ!🏠 ঘর, রুম,সাজসজ্জা কিংবা উপহার হিসেবে একদম পারফেক্ট!🎁

✨ স্টাইলিশ রাউন্ড ডিজাইন,ঝকঝকে পলিশ ফিনিশ
✨ মাল্টিকালার LED লাইট এর রঙিন আলো।
✨ টাচ কন্ট্রোল – সহজে চালু,বন্ধ ও মোড পরিবর্তন।
🔋 ব্যাটারিচালিত – ৫ ওয়াট শক্তি,১২ ভোল্ট ইনপুট।
📐 উচ্চতা: ১৮ ইঞ্চি | ওজন: মাত্র ২৮০ গ্রাম
🏠 ঘর, রুম, সাজসজ্জা কিংবা উপহার হিসেবে একদম পারফেক্ট!এটা শুধু একটা ল্যাম্প নয়, এটা আপনার ঘরের শোভা বাড়ানোর অসাধারণ অনুষঙ্গ!
অর্ডার করতে ইনবক্সে ম্যাসেজ করুন এখনই 📲

বিমান বিদ্ধস্ত হলো।মারা গেলো শত শত শিশু।যা দেখে চোখের পানি ধরে রাখা যায় না।পশুর ও মায়া মমতা আৃচে।কিন্তু স্ক্রিনশটের মানু...
23/07/2025

বিমান বিদ্ধস্ত হলো।মারা গেলো শত শত শিশু।যা দেখে চোখের পানি ধরে রাখা যায় না।পশুর ও মায়া মমতা আৃচে।কিন্তু স্ক্রিনশটের মানুষ নামের জানোয়ারদের নেই।কারন যে শিশুগুলো মারা গেছে তারা মুসলিম।তাই তারা আজ খুশি।আনন্দে আত্বহারা,উৎসব মুখর।আর এই জানোয়ার গুলো হলো গোবরখোর মালায়ন।এদের শাস্তির আওতায় নিয়ে আসা উচিৎ।এরাও নাকী দেশের নাগরিক।এরা সুযোগ পেলে যেকোন সময় দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই জানোয়ারগুলো।

LED স্ট্রিপ RGB লাইট – একটি লাইট,অসংখ্য রঙ।🏠ঘরের সাজে আনুন ম্যাজিক টাচ! ✅ RGB মাল্টি-কালার ইফেক্ট: ১টি লাইটেই নানা রঙের ...
23/07/2025

LED স্ট্রিপ RGB লাইট – একটি লাইট,অসংখ্য রঙ।
🏠ঘরের সাজে আনুন ম্যাজিক টাচ!

✅ RGB মাল্টি-কালার ইফেক্ট: ১টি লাইটেই নানা রঙের চমৎকার ঝলক!
✅ ওয়াটারপ্রুফ ডিজাইন:বাথরুম,কিচেন বা যেকোন জায়গায় নিশ্চিন্তে ব্যবহার করুন।
✅ রিমোট কন্ট্রোল সিস্টেম: রঙ পরিবর্তন, অন-অফ সব নিয়ন্ত্রণ করুন দূর থেকেই!
✅ রিচার্জেবল ও পাওয়ার প্লাগযেভাবে খুশি ব্যবহার করুন।
🔋পাওয়ার ডিটেইলসঃ
🔹 ইনপুট ভোল্টেজ: 100-240V DC
🔹 আউটপুট ভোল্টেজ: 12V DC, 6A
🔹 স্ট্রিপ ভোল্টেজ: 12V
🔹 স্ট্রিপ দৈর্ঘ্য: ৫ মিটার (১৫ ফিট)
🔥অর্ডার করতে ইনবক্সে ম্যাসেজ করুন এখনই 📲

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন। রেস্টুরেন্টে পরিবারের ...
22/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, সা'মরিক বিমান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।
©

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে। অথচ এরাও না...
22/07/2025

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে। অথচ এরাও নাকি এদেশের মানুষ।বাংলাদেশের ৯৯% ব্যবসায়ী হলো জানোয়ার।এরা যদি জানতে পারে যে ১০ দিন পর কিয়ামত হবে তো আতর,টুপি,জায়নামাজ এর দাম ১০০ গুন বাড়িয়ে দিবে।এদেরকে গনপিটুনি দেওয়া উচিৎ।যারা এমন একটা সময় জানোয়ারের মতো আচরন করেছে।

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চা...
22/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পো/ ড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আ*গু*নের ফু"লকিতে ঝ"লসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যু"দ্ধ বিমানটি দু'র্ঘ'টনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মা** গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

বাংলাদেশের সবাই চোর।৯৯% মানুষ চোর।৯৯% মানুষ অমানুষ জানোয়ার।সুযোগ পাইলে সবাই চুরি করে।সুযোগ পাইলে সবাই মানুষ ঠকাই,সুযোগ পাইলে সবাই নিজের পকেট গরমে ব্যস্ত।কোন মানবিকতা নেই।একেকটা আস্ত মানুষরুপি জানোয়ার।যে দেশের ৯৯% মানুষ খারাপ,বিবেকহীন সে দেশে ভালো কিছু আশা করা এক প্রকার অসম্ভব ও অবাস্তব বলে মনে করি।

দুর্ঘটনা না ষড়যন্ত্র?আপনাদের কাছে কী মনে হয়?
21/07/2025

দুর্ঘটনা না ষড়যন্ত্র?আপনাদের কাছে কী মনে হয়?

Address

Rangpur

Telephone

+8801518629785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khilafah Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khilafah Shop:

Share