Sinha Official

Sinha Official ভালোবাসার মানুষ গুলোকে কখনো জেনে বুঝে কষ্ট দিয়েন না ।

❤️❤️বন্ধু হয়ে পাশে থাকুন ❤️❤️
(4)

27/07/2025

উপস্থিত বুদ্ধি মানুষকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। ゚viralシ ゚ Sinha Official

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
16/07/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
02/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

সৃষ্টিকর্তা তার আত্মাকে স্বর্গবাসী করুক।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…

স্মৃতিগুলো এভাবেই ছবি হয়ে বিধে আছে মনের মনিকোঠায়।
01/07/2025

স্মৃতিগুলো এভাবেই ছবি হয়ে বিধে আছে মনের মনিকোঠায়।

01/12/2024

নদীতে পালো দিয়ে মাছ ধরা |

❗ তোফাজ্জল এর পরিচয়❗ফজলুল হক বাসী, তিনি চোর ছিলেন না।বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই। ভালো রেজাল্ট...
20/09/2024

❗ তোফাজ্জল এর পরিচয়❗

ফজলুল হক বাসী, তিনি চোর ছিলেন না।
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়। তা কপালে সহ্য হয় নাই। ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতা তার মা ও বাবা কে ঐ মাসের প্রথমের দিকে পৃথিবী থেকে তুলে নিয়ে যায়।

এই অবস্থায় আপনি-আমি ও পাগল হয়ে যেতাম।
শোকে ও কষ্টে সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনিই ছিলেন তার শেষ অভিভাবক এবং তোফাজ্জলকে চিকিৎসা করান। মরণ এসে তোফাজ্জল এর ভাইকেও তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলা টা!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয়। ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে।

পাগল হয়ে স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো।
কে খোঁজ নিবে, হয়তো খাবারের খোজে এসেছিল, আর চোর বানাইলেন।
ওরে ভাত খাওয়াইয়া মারলেন!
পাগলের কি বেঁচে থাকার অধিকার নেই?
এই নিষ্পাপ পাগলটারে এতো কষ্ট দিয়ে মারা হলো।
হে ঈশ্বর তুমি ও কেমনে সহ্য করলা!
ভাইটার তাজা প্রাণ ছিনিয়ে নিলো!

লজ্জা, লজ্জা।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Shahiraz, M.A. Salam, Shahidul Islam, MD Panna Sheikh
18/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Shahiraz, M.A. Salam, Shahidul Islam, MD Panna Sheikh

16/09/2024

যমুনা নদীর পাড়ের মুগ্ধতা ||

03/08/2024
একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
11/07/2024

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
01/07/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

Address

Rangpur

Telephone

+8801828711491

Website

https://youtube.com/@Sinha.Official

Alerts

Be the first to know and let us send you an email when Sinha Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share