01/09/2023
- একতরফা ভালোবাসতে অনেক ধৈর্য থাকতে হয়।❤️
কারো প্রেমে পড়ার যে কি আনন্দ, সেটা যে কারো প্রেমে পড়েছে সেই বুঝতে পারে।🥰কিন্তু যখন সেই মানুষটাকে নিজের করে পাওয়া যায় না তখন যে মনের অবস্থা কিরকম হয় তা উপলব্ধি করা সম্ভব নয়।🙂ভালোবাসার সঠিক মুল্য সবখানে পাওয়া যায় না।🙂কেউ সুধু টাইম পাস করার জন্য কাউকে নিজের করে পায় আর কেউ মন থেকে ভালোবেসেও নিজের করে পায় না।😓
"কাউকে কখনো নিজের করে পাবো না জেনেও তাকে ভালোবসি",এই কথাটার মাঝে যে কি আবেগ লুকিয়ে আছে সেটা সেই উপলব্ধি করতে পারবে যে কাউকে একতরফা ভালোবাসে।🙂আসলে আমাদের প্রিয় মানুষটা ঠিকই জানে যে আমরা তাকে ভালোবসি তবুও সে অবহেলা করে।😓তাকে কখনো নিজের করে পাওয়া যবে না জেনেও তাকে পাগলের মতো ভালোবাসা,তাকে নিয়ে সপ্ন দেখা,গল্প সাজানো কবিতা লেখা,মনের আবেগ দিয়ে তার ছবি আঁকা- এসব শুধুমাত্র একজন ধৈর্যশীল ব্যক্তিই পারে।🙂