Poor Lives

Poor Lives A Social Worker And a Tool to Inspire Youth in Humanitarian Work

15/11/2025

আজকে হাফেজ্জী হুজুর মহিলা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় কার্পেট প্রদান করা হলো।।।
সকলে দাতা ভাই বোনদের জন্য দোয়া রাখবেন।।।

15/10/2025

ধন্যবাদ ছোট ভাই রবি এর সহায়তায় এক বাইন টিন প্রদান করা হলো অসহায় লিপি মাকে।।

10/10/2025

ঘূর্ণিঝড় কবলিত গাড়াগ্রাম ইউনিয়ন এর বিধবা অমিছা মায়ের পাশে কাতার প্রবাসী রবি ছোট ভাই।।।

07/10/2025

আলহামদুলিল্লাহ আজকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বানিয়া পাড়া এ মহামারী ঘূর্ণিঝড় কবলিত এলাকায় নিঃস্ব হওয়া ৪০ টি পরিবারের নিকট ছোট ভাই রবি কাতার প্রবাসী এর অনুদান প্রদান করা।।

06/10/2025

আলহামদুলিল্লাহ আজকে নীলফামারীর ৪ আসনের ধানের শীষ প্রতীকের নমিনেশন প্রত্যাশিত আজিজুল (অতিরিক্ত সচিব) চাচার দেওয়া অনুদানে গাড়াগ্রাম ইউনিয়ন এর ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ৪০ জন পরিবারের নিকট আমাদের ত্রান ব্যাগ পৌঁছে দিলাম। সকলে দাতা ও আমাদের টিমের জন্য দোয়া রাখবেন।।

05/10/2025

সকল বিত্তবান শ্রেণীর মানুষের কাছে ও সরকারি মহলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন এর ঘূর্ণিঝড় কবলিত এলাকা গুলোর পাশে দাঁড়ানোর জন্য।

27/07/2025

যার কেউ নাই তার প্রতি আল্লাহ তায়ালা আছেন।
দীর্ঘ দিন থেকে স্বামী কারাগারে সিজার করার জন্য সামর্থ্য ছিলো না আল্লাহ তায়ালার অশেষ রহমতে সিজার সম্পূর্ণ করা হলো।।।বাবু মায়ের জন্য সকলে দোয়া রাখবেন।।

17/07/2025

সুমাইয়া শিমু আপার দেওয়া ২ টা ফ্যান আল কারীম বালিকা হাফেজিয়া মাদ্রাসায় উপহার।।

26/06/2025

কিশোরগঞ্জ উপজেলা তেল পাম্প থেকে কমপক্ষে ৫০০ গজ দূরে তারাগঞ্জ রোডে একটি ইট বাহী ট্রাক পল্টি খেয়ে খেত বাড়িতে উল্টে গিয়ে স্পট ডেট একজন ৩ জন আহত। লাশের ওয়ারিশ সনাক্ত করা যায় নি এখনো। কেউ চিনে থাকলে কিশোরগঞ্জ নীলফামারী থানায় যোগাযোগ করবেন।।

01/06/2025

আজকে নিতাই বালা পাড়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় সদ্য নতুন হেফজ নাজরা ২০ জন মাদ্রাসা পড়ুয়া বাচ্চাদের হাতে পবিত্র কুরআন মাজিদ তুলে দেওয়া হলো।।

26/05/2025

কিশোরগঞ্জ ফরুয়া পাড়ার দীর্ঘ দিন থেকে অসুস্থ থাকায় কর্মে অক্ষম মনজুরুল হুজুরের বাসায় ১ মাসের খাবার ও ঈদের কেনাকাটা কাপড় পৌঁছে দেওয়ার দিলাম।।।

24/05/2025

সৈয়দপুরের খালিশা ফকিরপাড়ায় ২ জন এতিম বোনকে ঈদের কেনাকাটা করে দেওয়া হলো।।।

Address

Nilphamari District Kishorganj Upazila
Rangpur

Telephone

+8801317112002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poor Lives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poor Lives:

Share