Diary of Tahsin

Diary of Tahsin I'm proud of Muslim
❣️
❣️
My faith is Islam

18/04/2025

৪টি কাজ শেষ না করে রাতে ঘুমাবে না
:
_ Shaikh Tamim Al Adnani

20/05/2024

রাসূল (সাঃ) বলেছেন, “সমাজে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে; যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে।”
—বুখারী,৭০৮৪/মুসলিম,৩৪৩৫

ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীতে যত বিদআত চালু হয়েছে তার অধিকাংশ বিদআত চালু হয়েছে রাষ্ট্রের সহযোগীতায় বিদআতী আলেমদের মাধ্যেমে। এরা-ই জালিম শাষকদের সহযোগী।
এদের উদ্দেশ্য করেই রাসূল ﷺ বলেছেনঃ “আল্লাহ তাআ’লার নিকট সবচেয়ে নিকৃষ্ট আলেম তারা, যারা সম সাময়িক শাসকগোষ্ঠীর (স্বৈরাচারী) দরবারে যাতায়াত করে।” [ইবনে মাযাহ]

• রাসূল ﷺ বলেছেন-একদল আলেমের জন্ম হবে যারা দ্বীনের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করবে কিন্তু সে জ্ঞানকে দুনিয়াবী স্বার্থে ব্যবহার করবে, জেনে শুনে ইলম গোপন করবে, যালিম-কুফফার শাসকদের বিরুদ্ধে কথা বলবেনা। তাই তিঁনি আমাদেরকে এই সব দুনিয়ালোভী আলেমদের ব্যাপারে সতর্ক করে গেছেন।
রাসুল ﷺ বলেছেনঃ “তিন শ্রেণীর মানুষকে সর্ব প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে।তার মধ্যে: প্রথম শ্রেণীটা হলঃ একদল জ্ঞাণী আলেম যারা দুনিয়াবী স্বার্থে ইলম গোপন করতো এবং যালিম শাসকদের বিরুদ্ধে কথা বলতো না।” (সংক্ষিপ্ত)। [জামে আত তিরমিযী]

• ইবনে তাইমিয়া আরও বলেন,
“দুনিয়াকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে আধা বক্তা, আধা ফকীহ, আধা ডাক্তার এবং আধা ভাষাবিদ।এদের একজন (আধা বক্তা) দ্বীনকে ধ্বংস করে, অপরজন (আধা ফকীহ) দেশ ও জাতিকে ধ্বংস করে।আধা ডাক্তার মানুষের শরীরকে নিঃশেষ করে।আর আধা ভাষাবিদ ভাষাকে বিনষ্ট করে।”
[মাজমাউল ফাতাওয়া:৫ম খণ্ড,পৃষ্ঠা ১১৮]
পথভ্রষ্ট আলেম উম্মতের জন্য ফিতনা:
আবূ যার (রাঃ) বলেছেন, “আমি নবী ﷺ-এর নিকটে একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাকে বলতে শুনেছি, ‘এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মাহ্‌-এর জন্য দাজ্জালের অপেক্ষাও অধিক ভয় করি।’ তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম,
‘হে আল্লাহ্‌র রসূল! এটি কোন জিনিস, যার ব্যাপারে আপনি আপনার উম্মাহ্‌-এর জন্য দাজ্জালের চাইতেও অধিক ভয় করেন?’ তিনি [নবী ﷺ] বললেন, ‘পথভ্রষ্ট ’আলিমগণ।’” -মুসনাদ আহ্মাদ, হাদীস নং. ২০৩৩৫

অন্য বর্ণনায় এসেছে: শাদ্দাদ ইবনে আউস রা. থেকে বর্ণিত,
নবী ﷺ বলেছেন, “নিশ্চয়ই আমি আমার উম্মাহ্‌-এর জন্য কোন কিছুরই ভয় করি না, পথভ্রষ্ট ’আলিমগণ ব্যতীত। এভাবে, যখন আমার উম্মাহ্‌-এর বিরুদ্ধে তলোয়ার উঠানো হবে, এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত।”
-মুসনাদ আহমাদ, হাদীসঃ নং. ১৬৪৯৩, ২১৩৬০, ৩১৩৫৯, ২০৩৩৪, এবং, আদ্-দারিমী, হাদীস নং. ২১১ ও ২১৬।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন-“(ফিতনার যুগে) কিছু লোক এমন হবে, যারা জাহান্নামের দরজার দিকে মানুষকে দাওয়াত দিবে (অর্থাৎ তাদের দাওয়াত এমন ভ্রষ্টতাপূর্ণ হবে,যা জাহান্নামের দিকে নিয়ে যাবে); যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে”।
[সহীহ বুখারীঃ হাদীস নং-৩৩৩৬, ৬৬৭৯]

আল্লাহর দরবারে খোলা চিঠি.....
01/09/2023

আল্লাহর দরবারে খোলা চিঠি.....

28/08/2023
27/08/2023

হাশরের ময়দানে যে ৪ টি প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে
:
_ Shaikh Tamim Al Adnani.

26/08/2023

আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!

নিউইয়র্কে অফিসিয়ালি সকল মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি পেল।

26/08/2023

আমার জীবনের এত অশান্তি কেন
:
_ ডিপ্রেশন। হতাশা।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diary of Tahsin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share