20/05/2024
রাসূল (সাঃ) বলেছেন, “সমাজে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে; যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে।”
—বুখারী,৭০৮৪/মুসলিম,৩৪৩৫
ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীতে যত বিদআত চালু হয়েছে তার অধিকাংশ বিদআত চালু হয়েছে রাষ্ট্রের সহযোগীতায় বিদআতী আলেমদের মাধ্যেমে। এরা-ই জালিম শাষকদের সহযোগী।
এদের উদ্দেশ্য করেই রাসূল ﷺ বলেছেনঃ “আল্লাহ তাআ’লার নিকট সবচেয়ে নিকৃষ্ট আলেম তারা, যারা সম সাময়িক শাসকগোষ্ঠীর (স্বৈরাচারী) দরবারে যাতায়াত করে।” [ইবনে মাযাহ]
• রাসূল ﷺ বলেছেন-একদল আলেমের জন্ম হবে যারা দ্বীনের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করবে কিন্তু সে জ্ঞানকে দুনিয়াবী স্বার্থে ব্যবহার করবে, জেনে শুনে ইলম গোপন করবে, যালিম-কুফফার শাসকদের বিরুদ্ধে কথা বলবেনা। তাই তিঁনি আমাদেরকে এই সব দুনিয়ালোভী আলেমদের ব্যাপারে সতর্ক করে গেছেন।
রাসুল ﷺ বলেছেনঃ “তিন শ্রেণীর মানুষকে সর্ব প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে।তার মধ্যে: প্রথম শ্রেণীটা হলঃ একদল জ্ঞাণী আলেম যারা দুনিয়াবী স্বার্থে ইলম গোপন করতো এবং যালিম শাসকদের বিরুদ্ধে কথা বলতো না।” (সংক্ষিপ্ত)। [জামে আত তিরমিযী]
• ইবনে তাইমিয়া আরও বলেন,
“দুনিয়াকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে আধা বক্তা, আধা ফকীহ, আধা ডাক্তার এবং আধা ভাষাবিদ।এদের একজন (আধা বক্তা) দ্বীনকে ধ্বংস করে, অপরজন (আধা ফকীহ) দেশ ও জাতিকে ধ্বংস করে।আধা ডাক্তার মানুষের শরীরকে নিঃশেষ করে।আর আধা ভাষাবিদ ভাষাকে বিনষ্ট করে।”
[মাজমাউল ফাতাওয়া:৫ম খণ্ড,পৃষ্ঠা ১১৮]
পথভ্রষ্ট আলেম উম্মতের জন্য ফিতনা:
আবূ যার (রাঃ) বলেছেন, “আমি নবী ﷺ-এর নিকটে একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাকে বলতে শুনেছি, ‘এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মাহ্-এর জন্য দাজ্জালের অপেক্ষাও অধিক ভয় করি।’ তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম,
‘হে আল্লাহ্র রসূল! এটি কোন জিনিস, যার ব্যাপারে আপনি আপনার উম্মাহ্-এর জন্য দাজ্জালের চাইতেও অধিক ভয় করেন?’ তিনি [নবী ﷺ] বললেন, ‘পথভ্রষ্ট ’আলিমগণ।’” -মুসনাদ আহ্মাদ, হাদীস নং. ২০৩৩৫
অন্য বর্ণনায় এসেছে: শাদ্দাদ ইবনে আউস রা. থেকে বর্ণিত,
নবী ﷺ বলেছেন, “নিশ্চয়ই আমি আমার উম্মাহ্-এর জন্য কোন কিছুরই ভয় করি না, পথভ্রষ্ট ’আলিমগণ ব্যতীত। এভাবে, যখন আমার উম্মাহ্-এর বিরুদ্ধে তলোয়ার উঠানো হবে, এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত।”
-মুসনাদ আহমাদ, হাদীসঃ নং. ১৬৪৯৩, ২১৩৬০, ৩১৩৫৯, ২০৩৩৪, এবং, আদ্-দারিমী, হাদীস নং. ২১১ ও ২১৬।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন-“(ফিতনার যুগে) কিছু লোক এমন হবে, যারা জাহান্নামের দরজার দিকে মানুষকে দাওয়াত দিবে (অর্থাৎ তাদের দাওয়াত এমন ভ্রষ্টতাপূর্ণ হবে,যা জাহান্নামের দিকে নিয়ে যাবে); যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে”।
[সহীহ বুখারীঃ হাদীস নং-৩৩৩৬, ৬৬৭৯]