স্পর্শহীন বালক

স্পর্শহীন বালক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্পর্শহীন বালক, Digital creator, Rangpur.
(45)

রিলস আপলোড সময়সূচী
💐রিল সকাল-8:00AM
💐পোস্ট দুপুর-1:00PM
💐পিক বিকাল-5:00PM
💐রিল রাত-7:00PM
💐পোস্ট রাত-10:00PM

ফেজবুকে আনিং রিলেটেড পোস্ট, ভিডিও, পেতে আইডিটি ফলো করুন ধন্যবাদ,,,,!!!

➡️একে অপরের স্বপ্ন পুরণের সহযোগী হই,,,,!!!

31/07/2025

ফেসবুক হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া প্ল্যাটফর্ম,
যদি তুমি তা ঠিকভাবে ব্যবহার করো।

🤣🏆 বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ আমি! 🤴বিশ্বাস না হলে অ্যাওয়ার্ডটা দেখে নাও!সবাই বলছে – “তোমার মত সুন্দর ছেলেকে তো আর খ...
31/07/2025

🤣🏆 বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ আমি! 🤴

বিশ্বাস না হলে অ্যাওয়ার্ডটা দেখে নাও!
সবাই বলছে – “তোমার মত সুন্দর ছেলেকে তো আর খুঁজেও পাওয়া যায় না!”
আমি বললাম – “এই জন্যই তো আমাকে অ্যাওয়ার্ড দিলো!" 😂

জুরি বোর্ডে ছিলেন:
👉 আমার মা
👉 আমার খালা
👉 আর আমি নিজেই 😎

তবুও কারো মনে সন্দেহ থাকলে, চোখ রগড়ে ভালো করে তাকাও –
সুদর্শনের সংজ্ঞা এখন আমিই! 😜

#সুদর্শন_কিং #এতো_সুন্দর_কেমনে_হই 🤣
#সুদর্শনপুরুষ২০২৫
#হাসতে_হাসতে_দিয়েই_দাও_লাইক

31/07/2025

আমার বন্ধুরা বলে তুই তো আগের মত নেই,
আমি বলি হ্যাঁ আমি বদলেছি,
কারণ এখন আমি দায়িত্বে আছি, হাজারো মানুষের ভরসায়।

30/07/2025

পোস্ট যাদের সামনে যাবে সবাই রেসপন্স ❤️করিবেন।
সবাই সবার প্রো'ফাইল ঘুরে আসবেন❤

📸 কিছুদিন আগে তুলেছিলাম আলিবাবা থিম পার্কের গেটের এই ছবিটা।মনটা ভালো হয়ে গেলো সেখানে গিয়ে… সত্যি বলতে জায়গাটা যেমন রঙি...
30/07/2025

📸 কিছুদিন আগে তুলেছিলাম আলিবাবা থিম পার্কের গেটের এই ছবিটা।
মনটা ভালো হয়ে গেলো সেখানে গিয়ে… সত্যি বলতে জায়গাটা যেমন রঙিন, তেমনই সুন্দর! 🎡✨

আলিবাবা থিম পার্কে একবার না গেলে মিস করবা অনেক কিছু —
মজা, স্মৃতি আর রঙে ভরপুর একদিন!

#ভ্রমণ #স্মৃতি #রংপুর

30/07/2025

আপনি যাই করতে যান তাতেই ঝুঁকি রয়েছে। ঝুঁকিটা ঠিকঠাক কাজে লেগে গেলেই আপনি উইনার। গতানুগতিক পথে উইনার হওয়া যায়না। হোক সেটা চাকুরী বা ব্যাবসা।

29/07/2025

স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে পানি চলে আসে,
তবুও কাজ থেমে যায় না।
রাত1:30

📘 কিছু পেজ ও পোফাইলের... ভিউ কম, রিচ বন্ধ, ফলোয়ার বাড়ে না।দিন রাত এক করে আমি নিজে কাজ করেছি। প্রতিটি পোস্ট, প্রতিটি ভিডি...
29/07/2025

📘 কিছু পেজ ও পোফাইলের... ভিউ কম, রিচ বন্ধ, ফলোয়ার বাড়ে না।
দিন রাত এক করে আমি নিজে কাজ করেছি। প্রতিটি পোস্ট, প্রতিটি ভিডিও অপ্টিমাইজ করেছি।
আজ ফলাফলে প্রমাণ—কাজ করলে ফল আসে।

📊 গত ২৮ দিনে: ✔️ ভিউস: ৯৮১.৬K (+১৫%)
✔️ ৩ সেকেন্ড ভিউ: ১১৫.৩K (+২৩%)
✔️ এনগেজমেন্ট: ৫১.৩K (+৬%)
✔️ নতুন ফলোয়ার: ২৯৫ জন (+৬০৯%)

🎯 আপনারা যদি পেজ আইডিতে—
• রিচ বাড়াতে চান
1..সব সময় একটিভ থাকার চেষ্টা করুন কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই দিন এনগেজমেন্ট বাড়িয়ে নিন।

আপনার একটি সিদ্ধান্তই পারে আপনার ফেসবুক ভবিষ্যৎ বদলে দিতে।
স্পর্শহীন বালক

29/07/2025

একটা পোস্ট
তোমার ক্যারিয়ার কে বদলে দিতে পারে।
যদি তোমার পেজ টি একরাম ফেজবুকের নজরে আসে।

28/07/2025

ফেসবুক একদিন সবাইকে সুযোগ দেবে—যদি তোমরা লেগে থাকো।

চায়ের দোকান ঠিকই আছে☕কিন্তু সেই চায়ের দোকানের আড্ডাটা আর নাই...সময় বদলেছে, মানুষ বদলেছে...আগের মতো কেউ আর সময় নিয়ে বস...
28/07/2025

চায়ের দোকান ঠিকই আছে☕
কিন্তু সেই চায়ের দোকানের আড্ডাটা আর নাই...

সময় বদলেছে, মানুষ বদলেছে...
আগের মতো কেউ আর সময় নিয়ে বসে না,
সবাই দৌড়াচ্ছে নিজ নিজ লক্ষ্যের পেছনে।

বন্ধুরা আগের মতো একসাথে বসে গল্প করে না,
কারণ এখন সবার ব্যস্ততা, সবার স্বপ্ন আলাদা।

❝জীবন থেমে থাকে না,
সময়কে ধরতে গেলে
নিজেকেও বদলাতে হয়❞

➡️ যারা হারিয়ে গেছে, তারা স্মৃতি হয়ে রইলো...
➡️ আর যারা পাশে আছে, তাদের নিয়েই এগিয়ে যেতে হবে... ইনশাআল্লাহ 💪

#মোটিভেশন #জীবন #সময় #চায়ের_দোকান #বন্ধুত্ব #স্পর্শহীনবালক

28/07/2025

প্রতিদিন এক স্টেপ এগোলে একবছরে পাহাড়ের চূড়ায় উঠে যাওয়া যায়।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when স্পর্শহীন বালক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্পর্শহীন বালক:

Share