24/04/2024
পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় নরম এবং সরল মনের মানুষদের! ব্যক্তিজীবন বলেন, কর্মজীবন বলেন, সব জায়গাতে নরম এবং সরল মনের মানুষগুলো তীব্র যন্ত্রণায় ভোগে!
সম্পর্কের ক্ষেত্রেও এই নরম এবং সরল মনের মানুষগুলো হয় হতভাগা! প্রতারণা, অবহেলা, অনাদরের শিকার হয় এরা। বিশ্বাসের চরম মূল্য দিতে গিয়ে এরা যতই স্যাক্রিফাইস করুক, মানিয়ে নিক না কেন, তাদের ঠকানো হয়- তারা ঠকবেই।
পৃথিবীতে চতুর মানুষগুলো এই সরল মনের মানুষগুলোর সাথেই অন্যায়টা বেশি করে। একটা চতুর মানুষ কখনোই অপর একজন চতুর স্বভাবের মানুষকে ঠকাতে পারে না। তারা ঘুরেফিরে সেই সরল মনের মানুষকেই বেছে নেয়, যে কখনোই প্রতিশোধ নিবে না- প্রতিবাদ করবে না। জীবন এবং বাস্তবতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সরল মনের মানুষগুলো চরম হতাশায় ভোগে! পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কাছেও চরম অবহেলা এবং প্রতারণার শিকার হয় এরা!
জীবনের প্রতিটা পদক্ষেপে দুঃখ আর যন্ত্রণা পেতে পেতে তাদের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায় কখনো কখনো! নিজের প্রতি নিজের অভিমান, দিনশেষে একাকিত্ব আর নিঃসঙ্গতা তাদের ভালো থাকতে দেয় না।
উপরওয়ালার এই এক লীলাখেলা, জানে তো? পৃথিবীতে সবাই যেমন খারাপ নয় আবার সবাই ভালোও নয়। তবে ভালো মানুষ সবসময় শুধু খারাপ মানুষের পাল্লায় পড়ে! ভালো মানুষ কখনোই ভালো মানুষের পাল্লায় পড়ে না।
চাইলেই কিন্তু সরল মনের মানুষগুলোর সরলতার কদর করা যায়। তবে দুঃখজনক হলেও এটাই সত্যি যে, সরলতার কদর না করে বরং ব্যবহারই বেশি করে মানুষ। আর তাই দিনশেষে কষ্ট আর দীর্ঘশ্বাস গুলো জমে থাকে নরম এবং সরল মানুষের হৃদয়ে!
💔💔