Rakib Official BD

Rakib Official BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rakib Official BD, Digital creator, 5400, Rangpur.
(5)

কুরআন-হাদীসের নিশান বুকে, ছুটে চলেন গালিব ভাই,  বিদআত-শিরকের আঁধার কেটে, আনেন তাওহিদের চাই।আহলে হাদীসের দীপ্ত বারতা, তুল...
31/05/2025

কুরআন-হাদীসের নিশান বুকে, ছুটে চলেন গালিব ভাই,
বিদআত-শিরকের আঁধার কেটে, আনেন তাওহিদের চাই।

আহলে হাদীসের দীপ্ত বারতা, তুলে ধরেন প্রাণ খুলে,
শুদ্ধ আক্বীদা, সহীহ আমল—শিখান তিনি ভুল ভুলে।

দাওয়াতি পথে রাত দিন চলে, স্বপ্ন দেখে উম্মাহ জাগে,
শান্তির বাণী, জ্ঞান ও হিকমাহ—জমে উঠে কথা তার বাগে।

19/05/2025

ভারত

হয়তো বহুত কসরত করে এটুকু ম্যানেজ করেছিলেন পরিবারের জন্য। কিন্তু আর পরিবারে ফেরা হলো না। রাস্তাতেই খাবার সহ শ'হী'দ! 💔এভাব...
19/05/2025

হয়তো বহুত কসরত করে এটুকু ম্যানেজ করেছিলেন পরিবারের জন্য। কিন্তু আর পরিবারে ফেরা হলো না। রাস্তাতেই খাবার সহ শ'হী'দ! 💔

এভাবেই চলছে গা'যা'বাসীর জীবন।

নাম: “মমতাজের মাইক এখন সাইলেন্ট”Rakib Official BD মমতাজ বলতেন, “গানই জীবন,”ডিবি বললো, “চলেন আপা, থানাই এখন গৃহন!”শাড়ি পর...
15/05/2025

নাম: “মমতাজের মাইক এখন সাইলেন্ট”
Rakib Official BD

মমতাজ বলতেন, “গানই জীবন,”
ডিবি বললো, “চলেন আপা, থানাই এখন গৃহন!”
শাড়ি পরে রেডি ছিলেন গানের শোতে,
গাড়ি গেল কিন্তু থামলো থানার ফটকে!

গান গেয়ে যেতেন “বউ কথা কও,”
এখন বলেন, “স্যার, মামলাটা কমাও!”
হারমোনিয়াম নেই, নাই সেই ঢোল,
রিমান্ডে এখন চালান হচ্ছে রোল!

মঞ্চে যেতেন নাচতে গাইতে,
এখন যান কোর্টে, চুপচাপ দাঁড়াইতে।
চোখে সানগ্লাস, মুখে ঢং,
ডিবি বলে, “এইটা কি সিংগার না গ্যাংস্টার সং?”

গরু নিয়ে গান, মাটি নিয়ে সুর,
কোর্টে গিয়ে বললেন, “ভুল হইছে হুর হুর!”
মাইক হাতে বলতেন, “সুরেই বিচার,”
ডিবি বললো, “বাকি কথা বলবেন রিমাইন্ডার!”

রিকশাওয়ালার কান্নাRakib Official BD পথের ধারে ভাঙল রিকশা,লোহার চোয়ালে চূর্ণ স্বপ্ন।দুই চোখ ভেজা, বুকটা ভারী,কি দিয়ে চলবে...
14/05/2025

রিকশাওয়ালার কান্না
Rakib Official BD

পথের ধারে ভাঙল রিকশা,
লোহার চোয়ালে চূর্ণ স্বপ্ন।
দুই চোখ ভেজা, বুকটা ভারী,
কি দিয়ে চলবে জীবনযাত্রা?

চাকা দুটো শুধু নয়,
ভেঙেছে তার ঘরের চাল।
মেয়েটার স্কুল, স্ত্রীর ওষুধ,
সবই যেন আজকাল।

রিকশাটা ছিলো ভরসার মতো,
রোদে-ঘামে গড়া সংসার।
সেইটুকুই কেড়ে নিলে ওরা,
কে দেখবে আজ তার আর?

কেউ দেখে না কাঁপা কণ্ঠ,
কেউ শোনে না দীর্ঘশ্বাস।
রাষ্ট্রের চোখে সে অবৈধ,
তবে কেন এত অভাবের গ্রাস?

পেটের দায়ে নামা পথে,
ছিল না তার আর কোনো গতি।
আজ সে পড়ে কাঁকরের বুকে,
কান্নায় কাঁপে, হারায় স্মৃতি।

এই কান্না একার নয় ভাই,
এটা একটা শ্রেণির হাহাকার।
যারা ঘামে ভিজিয়ে শহর বানায়,
তাদেরই কেন শুধু অধিকার হার?

🔰✍️ হে মসজিদের খাদেম ও ইমাম! সাহারী ও ইফতারের পূর্বে ও পরে মাইকবাজি করে গোনাহ কামাই করো না। তোমার ঐ সুরেলা কণ্ঠের তেলাওয়...
06/03/2025

🔰✍️ হে মসজিদের খাদেম ও ইমাম! সাহারী ও ইফতারের পূর্বে ও পরে মাইকবাজি করে গোনাহ কামাই করো না। তোমার ঐ সুরেলা কণ্ঠের তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত তোমার জন্য নেকীর বদলে গোনাহ বয়ে আনে। এর মাধ্যমে তুমি ইবাদতকারীর ইবাদত নষ্ট করছ, রোগীর, তেলাওয়াতকারীর ও নিদ্রিত ব্যক্তির প্রশান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছ এবং তুমি ‘রিয়া’র অপরাধে অপরাধী হচ্ছ। ‘রিয়া’ হল ছোট শিরক। আর শিরকের গোনাহ তওবা ছাড়া মাফ হয় না। অতএব রিয়া ও শ্র“তি ছেড়ে আল্লাহভীরু হও।
🖋️লেখক : 🔰✍️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

Shaikh Fariq Naik with Mudassir Gujjar in Lahore, Pakistan, who is 8 feet tall & is amongst the tallest men in the world...
06/03/2025

Shaikh Fariq Naik with Mudassir Gujjar in Lahore, Pakistan, who is 8 feet tall & is amongst the tallest men in the world.

02/03/2025

১ ঘন্টায় যদি আপনি ২০ রাকাত তারাবি পড়েন আর ৮ রাকাত যদি ৫০ মিনিটে পড়েন ওল্লাহি ২০ রাকাতের চেয়ে ৮ রাকাত উত্তম হবে ইনশাআল্লাহ

খাবার দিতে হবে না ভাই, কিন্তু এই রকমটা কইরেন না। 🥺… See more
02/03/2025

খাবার দিতে হবে না ভাই, কিন্তু এই রকমটা কইরেন না। 🥺… See more

Address

5400
Rangpur

Telephone

+16393948830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Official BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Official BD:

Share