
31/05/2025
কুরআন-হাদীসের নিশান বুকে, ছুটে চলেন গালিব ভাই,
বিদআত-শিরকের আঁধার কেটে, আনেন তাওহিদের চাই।
আহলে হাদীসের দীপ্ত বারতা, তুলে ধরেন প্রাণ খুলে,
শুদ্ধ আক্বীদা, সহীহ আমল—শিখান তিনি ভুল ভুলে।
দাওয়াতি পথে রাত দিন চলে, স্বপ্ন দেখে উম্মাহ জাগে,
শান্তির বাণী, জ্ঞান ও হিকমাহ—জমে উঠে কথা তার বাগে।