Rakib Official BD

Rakib Official BD � কারো কাছে মাথা নত করে চলার এক সেকেন্ড সময় নেই �
(4)

09/10/2025

সবাই ভুলে যাক

08/10/2025

তর্ক

05/10/2025

রাগী মানুষ কখনো ছলনা করে না

একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে নিয়ে ভারতের যে পুজামন্ডপ বা পুজামন্ডপের কমিটি এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের প্রতি ...
28/09/2025

একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে নিয়ে ভারতের যে পুজামন্ডপ বা পুজামন্ডপের কমিটি এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের প্রতি শত-সহস্রবার প্রতিবাদ, ঘৃণা ও ধিক্কার জানাই । সেই সাথে ভারত সরকারের কাছে এই অপরাধের জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

13/08/2025

আপনার সন্তানকে কর্ম শেখান, নইলে বড় হয়ে, তেল মেরে নেতাকে দ্বিতীয় বাপ বানাবে।

কুরআন-হাদীসের নিশান বুকে, ছুটে চলেন গালিব ভাই,  বিদআত-শিরকের আঁধার কেটে, আনেন তাওহিদের চাই।আহলে হাদীসের দীপ্ত বারতা, তুল...
31/05/2025

কুরআন-হাদীসের নিশান বুকে, ছুটে চলেন গালিব ভাই,
বিদআত-শিরকের আঁধার কেটে, আনেন তাওহিদের চাই।

আহলে হাদীসের দীপ্ত বারতা, তুলে ধরেন প্রাণ খুলে,
শুদ্ধ আক্বীদা, সহীহ আমল—শিখান তিনি ভুল ভুলে।

দাওয়াতি পথে রাত দিন চলে, স্বপ্ন দেখে উম্মাহ জাগে,
শান্তির বাণী, জ্ঞান ও হিকমাহ—জমে উঠে কথা তার বাগে।

19/05/2025

ভারত

হয়তো বহুত কসরত করে এটুকু ম্যানেজ করেছিলেন পরিবারের জন্য। কিন্তু আর পরিবারে ফেরা হলো না। রাস্তাতেই খাবার সহ শ'হী'দ! 💔এভাব...
19/05/2025

হয়তো বহুত কসরত করে এটুকু ম্যানেজ করেছিলেন পরিবারের জন্য। কিন্তু আর পরিবারে ফেরা হলো না। রাস্তাতেই খাবার সহ শ'হী'দ! 💔

এভাবেই চলছে গা'যা'বাসীর জীবন।

নাম: “মমতাজের মাইক এখন সাইলেন্ট”Rakib Official BD মমতাজ বলতেন, “গানই জীবন,”ডিবি বললো, “চলেন আপা, থানাই এখন গৃহন!”শাড়ি পর...
15/05/2025

নাম: “মমতাজের মাইক এখন সাইলেন্ট”
Rakib Official BD

মমতাজ বলতেন, “গানই জীবন,”
ডিবি বললো, “চলেন আপা, থানাই এখন গৃহন!”
শাড়ি পরে রেডি ছিলেন গানের শোতে,
গাড়ি গেল কিন্তু থামলো থানার ফটকে!

গান গেয়ে যেতেন “বউ কথা কও,”
এখন বলেন, “স্যার, মামলাটা কমাও!”
হারমোনিয়াম নেই, নাই সেই ঢোল,
রিমান্ডে এখন চালান হচ্ছে রোল!

মঞ্চে যেতেন নাচতে গাইতে,
এখন যান কোর্টে, চুপচাপ দাঁড়াইতে।
চোখে সানগ্লাস, মুখে ঢং,
ডিবি বলে, “এইটা কি সিংগার না গ্যাংস্টার সং?”

গরু নিয়ে গান, মাটি নিয়ে সুর,
কোর্টে গিয়ে বললেন, “ভুল হইছে হুর হুর!”
মাইক হাতে বলতেন, “সুরেই বিচার,”
ডিবি বললো, “বাকি কথা বলবেন রিমাইন্ডার!”

Address

5400
Rangpur

Telephone

+16393948830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Official BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Official BD:

Share