আইরিনের কবিতা

আইরিনের কবিতা "আপনার অনুভূতি আমার কন্ঠে"
আপনার অব্যক্ত অনুভূতি যেন ফুটে উঠে আমার কন্ঠে । আমি খুব সাধারণ বা আহামরি বেশি কিছু নই। আপনি আমাকে যেভাবে গ্রহণ করতে পারবেন আমি তাই।
(2)

একদম
31/08/2025

একদম

নিজের সফলতার গল্প কাউকে জানাতে নেই।
30/08/2025

নিজের সফলতার গল্প কাউকে জানাতে নেই।

27/08/2025

আমি সব টের পাই

কন্ঠে: আইরিন আক্তার রিপা

এজন্য প্রকৃত শিক্ষিত ও ধনী ব্যক্তি হয় বিন'য়ী  আর কম শিক্ষিত ও হঠাৎ বড়লোক হওয়া মানুষ হয় অহং'কারী।
27/08/2025

এজন্য প্রকৃত শিক্ষিত ও ধনী ব্যক্তি হয় বিন'য়ী আর কম শিক্ষিত ও হঠাৎ বড়লোক হওয়া মানুষ হয় অহং'কারী।

হঠাৎ করে ছোট বেলার কথা মনে পড়ে গেল। ছোট বেলায় যখন স্কুল থেকে বাসায় ফিরতাম তখন বাসায় ঢুকতে ঢুকতে মা মা বলে ডাকতাম।মাও...
27/08/2025

হঠাৎ করে ছোট বেলার কথা মনে পড়ে গেল। ছোট বেলায় যখন স্কুল থেকে বাসায় ফিরতাম তখন বাসায় ঢুকতে ঢুকতে মা মা বলে ডাকতাম।মাও বেশির ভাগ সময় রাস্তায় দাঁড়িয়ে আমার ফেরার অপেক্ষা করতো।
এখন বড় হয়ে গেছি। আজ আমি নিজেই একজন মা।
আদিল আমাকে চোখে হারায়। আমিও ওকে না দেখে থাকতে পারি না এক মুহুর্ত ।
কি অদ্ভু'ত সম্পর্ক তাই না?

আদিল যখন পেটে ছিলো তখন মা রাত ১২ টা ১ টা পর্যন্ত জেগে জেগে এই কাঁথা গুলো বানিয়েছিল। আর বলতো যখন বাচ্চা হবে যখন তো আরো ব্যস্ত হয়ে যাবো। কে কাঁথা দিবে। এখন সময় আছে এখন কষ্ট হলেও বানিয়ে রাখি। এই কাঁথা গুলোতে শুইলে তোর ছেলেকে খুব সুন্দর লাগবে। কত রাত জেগে জেগে আমি আর মা আদিলের আশার গল্প করতাম। মাশাআল্লাহ্
আলহামদুলিল্লাহ্
আদিল আমাদের কোল আলো করে এসেছে। ছবিটা বেশ আগের।

26/08/2025

মি'থ্যা প্রশং'সা শুনে ধোঁ'কা খেয়ো না। কোনো ব্যক্তি যখন তোমার এমন গু'ণ গায়, যা তোমার মাঝে নেই, তবে ধরে নাও যে, সে তোমার নি ন্দা করতে গিয়েও এমন কথা বলবে, যা আদৌ তোমার মাঝে নেই।

— ওয়াহহাব ইবনু মুনাব্বিহ (রহ.)
[সূত্র : সিয়ারু আলামিন নুবালা, ৩/৮৪৪]

ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান সফলতাকখনোই কাউকে জানাবেন না,দেখবেন ঝা'মেলা লেগে গেছে...
25/08/2025

ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান সফলতা
কখনোই কাউকে জানাবেন না,
দেখবেন ঝা'মেলা লেগে গেছে...

রাইট
24/08/2025

রাইট

জীবনের দীর্ঘ সময় পার করেছি মা পেঁয়াজ টাও কাটতে গেলে বলতেন চোখ জ্ব'লবে, মরিচে হাত জ্ব'লবে। ভাতটাও বেশির ভাগ সময় তুলে ম...
24/08/2025

জীবনের দীর্ঘ সময় পার করেছি মা পেঁয়াজ টাও কাটতে গেলে বলতেন চোখ জ্ব'লবে, মরিচে হাত জ্ব'লবে। ভাতটাও বেশির ভাগ সময় তুলে মুখে দিয়ে দিতেন। আমার আত্নীয় স্বজন নিকটের মানুষ সবাই জানে। কতটা তোলা তোলা ভাবে আমি বড় হয়েছি।
বিয়ের ২ বছর পেরিয়ে গেলেও সংসারটা সেভাবে করা হয়নি। বাবার বাড়িতেই কেটেছে বিভিন্ন কারনে।
আদিলের ১১মাস চলছে, মা , আপুই ওর এই ১১ মাসের অনেক কিছু করেছে। তাদের সাহায্যে আমি এই ১১ মাসের মা আর ফাইনাল পরীক্ষাটাও দিলাম। এখন নিজের স্বামী, সন্তান নিয়ে সংসার সামলানোর পালা।
আমার কাছে কোন কিছুই চা'প মনে হয় না। রান্নার বিষয়টা তো‌ নয়ই। কারণ আদিলের আব্বু তেমন কোন অভিযোগ করে না। আর আমিও যেহেতু নতুন করছি সব কিছু আমি ভীষণ উপভোগ করি বিষয় গুলো। তবে মিস্ ও করি। ঐ যে বিয়ের আগে ভাবতাম অনেক গোছানো একটা সংসার হবে, সব কিছু হবে অন্যরকম। বাস্তবতা ভিন্ন, সংসার শুরু করেছি বাচ্চা নিয়ে, সব কিছু একটু এলোমেলো, আদিল কবে বড় হবে‌ সে-ই অপেক্ষায়...
আজ প্রথম পোলাও করেছি। আলহামদুলিল্লাহ্ অনেক ভালো হয়েছে। ভাবা যায় আমার করা প্রথম পোলাও আমার সন্তান প্রথম খেয়েছে।

এই কাজ কিন্তু কাছের মানুষ বেশি করে।
23/08/2025

এই কাজ কিন্তু কাছের মানুষ বেশি করে।

23/08/2025

চলমান জীবনে স্থিরতা খোঁজাটা বোকা'মি।

মানুষকে সামনাসামনি যত টুকু চিনেছি তাতেই বেশি...
21/08/2025

মানুষকে সামনাসামনি যত টুকু চিনেছি তাতেই বেশি...

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when আইরিনের কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইরিনের কবিতা:

Share

Category