01/06/2025
🌊 সে ছিল আমার, তবু হয়নি আমার…
তুমি আসার আগে, আমার জীবনে বড় কোনো দুঃখ ছিল না।
যতটুকু আসতো, চোখের জলে গলে মিলিয়ে যেত।
কিন্তু তুমি —
তুমি আমার হয়েও কখনোই আমার হয়ে উঠলে না।
এই না-হওয়ার দুঃখটাই আজ সবচেয়ে বড়, সবচেয়ে গভীর।
যদি পৃথিবীর সব দুঃখ এক পাশে রাখা হয়,
আর প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট আরেক পাশে —
তাহলে প্রিয়জনকে হারানোর পাল্লাটাই হয় সবচেয়ে ভারী।
পেয়ে হারানোর যন্ত্রণা বোঝানো যায় না… শুধু বুকের ভেতর টের পাওয়া যায়।
তবুও মানুষ ভালোবাসে।
ভালোবাসতে চায় সমস্ত দুঃখের বিপরীতে,
একটুখানি সোনালী সুখের আশায়… 🖤
---
া #ভালোবাসা #হারানো