It's Me আপা

It's Me আপা Hello My Friend,
This Page Is Entertainment Page,Hope you Like My Pages.

এই AI এর যুগে এসে সবাই শুধু “AI দিয়া কাজ করলেই হবে” এইটা ভাবতেছে 😅কিন্তু একটা কথা মনে রাখেন — AI যতই স্মার্ট হোক, মানুষ...
11/10/2025

এই AI এর যুগে এসে সবাই শুধু “AI দিয়া কাজ করলেই হবে” এইটা ভাবতেছে 😅
কিন্তু একটা কথা মনে রাখেন — AI যতই স্মার্ট হোক, মানুষের হাতের কাজের ফিল সে দিতে পারে না!

Adobe Stock বা অন্য যে কোনো প্ল্যাটফর্মেই এখন দেখা যাচ্ছে —
ম্যানুয়ালি করা কাজের ইম্পর্টেন্স আবার বেড়ে যাচ্ছে।
কারণ এখন সবাই বুঝতে পারতেছে,
AI ছবি সুন্দর করে, কিন্তু মানুষের অনুভূতি ধরা তার পক্ষে এখনো অসম্ভব ❤️

তাই যারা ম্যানুয়ালি ডিজাইন করছেন — থামবেন না,
আপনার ক্রিয়েটিভ চিন্তাই আপনাকে এগিয়ে রাখবে এই AI দুনিয়াতেও 💪

✨ বিগবস ১৯ এর গ্যাং 🖤 ✨মনে হয় বিগবসের ইতিহাসে এই প্রথমবার – একসাথে সবাই একই দিনে ব্ল্যাক কালারের পোশাক পড়েছে 😍🖤 সত্যি বল...
04/09/2025

✨ বিগবস ১৯ এর গ্যাং 🖤 ✨

মনে হয় বিগবসের ইতিহাসে এই প্রথমবার – একসাথে সবাই একই দিনে ব্ল্যাক কালারের পোশাক পড়েছে 😍🖤 সত্যি বলছি, একেকজনকে একেকভাবে দারুণ লেগেছে! 🤩

কালকের এপিসোডে সবাই একদম ফাটাফাটি লাগছিল 👌🔥
আমার কাছে তো সবাইকেই সুন্দর লেগেছে, তারপরও নিজের মতে র‍্যাঙ্ক দিয়ে একটা পোস্ট করেছি 🖤

👉 আপনাদের চোখে কে ছিল সবচেয়ে সুন্দর?
কমেন্টে বা রিয়্যাক্ট দিয়ে জানিয়ে দিন ☺️

01/06/2025

🌊 সে ছিল আমার, তবু হয়নি আমার…

তুমি আসার আগে, আমার জীবনে বড় কোনো দুঃখ ছিল না।
যতটুকু আসতো, চোখের জলে গলে মিলিয়ে যেত।

কিন্তু তুমি —
তুমি আমার হয়েও কখনোই আমার হয়ে উঠলে না।
এই না-হওয়ার দুঃখটাই আজ সবচেয়ে বড়, সবচেয়ে গভীর।

যদি পৃথিবীর সব দুঃখ এক পাশে রাখা হয়,
আর প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট আরেক পাশে —
তাহলে প্রিয়জনকে হারানোর পাল্লাটাই হয় সবচেয়ে ভারী।

পেয়ে হারানোর যন্ত্রণা বোঝানো যায় না… শুধু বুকের ভেতর টের পাওয়া যায়।

তবুও মানুষ ভালোবাসে।
ভালোবাসতে চায় সমস্ত দুঃখের বিপরীতে,
একটুখানি সোনালী সুখের আশায়… 🖤

---

া #ভালোবাসা #হারানো

মানুষের ক্ষতি করাটাও এক প্রকার ঋণ।প্রকৃতি কখনো কিছু ভুলে না —সময় মতো সে সব হিসাব ফেরত দেয়ই।আজ কারও হৃদয় ভেঙে দিলে,কাল তো...
01/06/2025

মানুষের ক্ষতি করাটাও এক প্রকার ঋণ।
প্রকৃতি কখনো কিছু ভুলে না —
সময় মতো সে সব হিসাব ফেরত দেয়ই।

আজ কারও হৃদয় ভেঙে দিলে,
কাল তোমার হৃদয়েই ব্যথা ফিরে আসবে।
কারও চোখে অশ্রু এনে দিলে,
একদিন ঠিক সেই অশ্রু তোমার চোখেই জমবে।

এই পৃথিবী চক্রাকার —
যা দাও, তা-ই ফিরে আসে।
ভালোবাসা দিলে ভালোবাসা,
আর ক্ষতি করলে… তার দাম দিতেই হবে।

তাই সাবধান হও, সচেতন হও।
নিজে ভালো থেকো, অন্যের জন্যও শান্তি রেখে যাও।

#লিখালিখি #জীবনবোধ #মানবতা #কর্মেরফল #প্রকৃতিরনীতি #ভালোথাকো

কোরবানি — এক ইবাদতের নাম, প্রতিযোগিতার নয়।কোরবানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এটি সবার জন্য ফরজ নয়।যাঁরা ঋণ...
01/06/2025

কোরবানি — এক ইবাদতের নাম, প্রতিযোগিতার নয়।

কোরবানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এটি সবার জন্য ফরজ নয়।
যাঁরা ঋণের বোঝায় ভারাক্রান্ত, তাঁদের জন্য প্রথম দায়িত্ব— পাওনাদারদের টাকা পরিশোধ করা।
ঋণমুক্ত হয়ে কোরবানি দিলে তবেই তা আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায়।

আজকাল অনেকেই কোরবানির ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
কিন্তু ভাবুন তো— আপনার চারপাশেই হয়তো এমন অনেক মধ্যবিত্ত পরিবার আছে,
যাঁরা শুধুমাত্র আর্থিক সংকটে এবার কোরবানি দিতে পারছেন না।
আপনার একটি পোস্ট হয়তো তাঁদের মনে অজান্তেই কষ্ট এনে দিতে পারে।

কোরবানির আনন্দ যদি ভাগাভাগি করতেই চান,
তাহলে এমন কাউকে খুঁজুন যিনি একসময় কোরবানি দিতেন, এখন আর পারেন না।
চুপিচুপি তাঁদের বাড়িতে কিছু মাংস পৌঁছে দিন।
তাঁদের হাসিমুখই হোক আপনার আসল উৎসব।

বড় গরু কিনে প্রমাণ করার কিছু নেই।
এখানে হার-জিতের কিছু নেই।
এখানে আছে শুধু নিয়ত, ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা।

শো-অফ নয়, সহানুভূতির হাত বাড়িয়ে দিন।
কোরবানি হোক নম্রতা আর ভালোবাসার প্রতীক।

#লিখালিখি #কোরবানি #ইবাদত #নিয়ত #সহানুভূতি #ভালোবাসা #ঈদউলআযহা

যেই লিখেছে, জাস্ট ওয়াও!(ডেডিকেট না করেও বুঝিয়ে দিলো কত কষ্ট জমে আছে)—আমার কোনো আচরণ হঠাৎ অস্বাভাবিক মনে হলে বুঝে নিও — শ...
26/05/2025

যেই লিখেছে, জাস্ট ওয়াও!
(ডেডিকেট না করেও বুঝিয়ে দিলো কত কষ্ট জমে আছে)



আমার কোনো আচরণ হঠাৎ অস্বাভাবিক মনে হলে বুঝে নিও — শুরুটা হয়েছিল তোমাদের থেকেই।

আমি যদি আগের তুলনায় চুপচাপ হয়ে যাই, বুঝে নিও — কোনো কথা বা আচরণ ছিল খুব কষ্টদায়ক।

যদি অনুভব করো আমার টান-ভালোবাসা কমে গেছে, বুঝে নিও — বারবার স্বার্থপরতা আমায় আহত করেছে।

আমার কথায় যদি খোঁচা লাগে, ভাবো — তুমি এমন অনেক কথাই বলেছো, এবার শুধু প্রতিফলনটা দেখছো।

আমি যদি তোমার সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে না পারি, বুঝে নিও — কোনো একটা আঘাত আজও দগদগে।

আমার ব্যবহারে যদি তিক্ততা এসে যায়, বুঝে নিও — সেটা তোমারই অতিরিক্ত তিক্ত ব্যবহারের উত্তর।



দুনিয়ার সব সম্পর্কেরই একটা সীমা আছে।
সেই সীমা অতিক্রম করলে, মানুষও আর আগের মতো থাকে না।



---

Your past is not your prison. Don’t let it chain your future.         া
25/05/2025

Your past is not your prison. Don’t let it chain your future.

একটি হৃদয় কাঁপানো হাদীস —“জেনে রাখো!”যদি সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়,তবুও তারা কিছুই করতে পারবে ...
25/05/2025

একটি হৃদয় কাঁপানো হাদীস —

“জেনে রাখো!”
যদি সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়,
তবুও তারা কিছুই করতে পারবে না —
যতক্ষণ না আল্লাহ্ তা নির্ধারণ করে রেখেছেন।

আবার, যদি সব মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়,
তাও তারা এক বিন্দুও ক্ষতি করতে পারবে না —
যদি না আল্লাহ্ তা নির্ধারণ করে থাকেন।

(সুনান তিরমিযী: ২৫১৬)

তাওয়াক্কুল রাখো। সবকিছুই আল্লাহর হুকুমে।

---

#আল্লাহ_ভরসা #ইসলামিক_পোস্ট #হাদিস_শেয়ার া

18/05/2025

তোমার জন্য বউ না, বুয়া লাগবে?

আপনি যদি বিয়ের পর নিজের স্ত্রীকে একটা আলাদা bedroom, attached bathroom, আর privacy দিতে না পারেন—তাহলে দয়া করে বিয়ে করবেন না।

আপনার পরিবারে যদি "নতুন বউ মানেই সংসারের বুয়া" টাইপ মাইন্ডসেট চলে, তাহলে সেটা বিয়ের আগেই মেয়েকে পরিষ্কার করে বলবেন।
বউ নয়, বুয়া চাচ্ছি—এই বার্তাটা গোপনে রাখবেন না।

আর যদি আপনি চান আপনার স্ত্রী জব না করুক, তাহলে graduate মেয়ে দেখে প্রেমে পড়বেন না।
মেট্রিক পাস মেয়েই আপনার জন্য পারফেক্ট।
উন্নত চিন্তাভাবনা ও স্বাধীনতা পছন্দ না হলে, সেই জায়গায় নিজের লেভেলের মানুষকেই বেছে নেবেন।

বিয়ে মানেই দায়িত্ব। বিয়ে মানেই সম্মান।
বউকে মানুষ ভাবতে না পারলে, একা থাকাই উত্তম।

---

"বউ চেয়ে বুয়া খুঁজবেন না, আর graduate মেয়ে পছন্দ করে চাকরি করতে দিতেও আপত্তি করবেন না। বিয়ে মানে সমঝোতা, দাসত্ব না।"

সান্ডা... সান্ডা... সান্ডা!নিউজফিড খুললেই সান্ডা!স্ক্রল করলেই ভিডিওতে সান্ডা!ঘুম থেকে উঠেই ইউটিউবে সান্ডা!দিনে সান্ডা, র...
15/05/2025

সান্ডা... সান্ডা... সান্ডা!
নিউজফিড খুললেই সান্ডা!
স্ক্রল করলেই ভিডিওতে সান্ডা!
ঘুম থেকে উঠেই ইউটিউবে সান্ডা!
দিনে সান্ডা, রাতে সান্ডা!
ডানে সান্ডা, বামে সান্ডা!
চারপাশে শুধু সান্ডা, সান্ডা, আর সান্ডা!

সান্ডার বিরিয়ানি, সান্ডার গ্রিল, এমনকি... সান্ডার জুস!
এক পায়ে ৫টা আঙুল, একটা লম্বা লেজ, দুই চোখ—সব মুখস্থ!
এমনকি সান্ডার কঙ্কালও এখন এক্সপার্টদের মতো চেনা যাচ্ছে!

মরুভূমিতে সান্ডা, আমাজনে সান্ডা,
পুকুরে সান্ডা, বারান্দায় সান্ডা—
ঘরের কোণেও এখন মনে হয় সান্ডা বসে আছে!

সোশ্যাল মিডিয়ার হিরো একটাই — সান্ডা!
ট্রেন্ড বোঝো ট্রেন্ড! আহ সান্ডা...

#সান্ডা া

সান্ডা এখন নাম্বার ওয়ান ট্রেন্ডিং টপিক! 😳🔥কেন ভাইরাল হচ্ছে সান্ডা?‘সান্ডা’ ভাইরাল হয়েছে মূলত আরব দেশগুলোতে কর্মরত বাংলাদ...
15/05/2025

সান্ডা এখন নাম্বার ওয়ান ট্রেন্ডিং টপিক! 😳🔥

কেন ভাইরাল হচ্ছে সান্ডা?
‘সান্ডা’ ভাইরাল হয়েছে মূলত আরব দেশগুলোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি ট্রেন্ডের কারণে। তারা সোশ্যাল মিডিয়ায় কফিল (নিয়োগকর্তা)-এর নির্দেশে সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন। কেউ ভিডিওতে দৌড়াচ্ছেন, কেউ মরুভূমিতে খুঁজে বেড়াচ্ছেন—এই কনটেন্টগুলো হাস্যরসের জন্ম দিচ্ছে।
তার সাথে যুক্ত হয়েছে মিম, ব্যঙ্গাত্মক মন্তব্য, রিঅ্যাকশন ভিডিও—সব মিলিয়ে বিষয়টি একেবারে ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে।

সান্ডা ধরার জন্য প্রস্তুত তো?

#সান্ডা

Address

Rangpur
5700

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Me আপা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Me আপা:

Share

Category