Iabsh71

Iabsh71 Let us devote ourselves to the service of humanity.

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণের  ৪ বছরে:▪️আফগানিস্থানে দুর্নীতি এখন প্রায় শূন্যের কোটায়।▪️সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা ...
02/07/2025

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণের ৪ বছরে:
▪️আফগানিস্থানে দুর্নীতি এখন প্রায় শূন্যের কোটায়।
▪️সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। আফগান নাগরিকরা এখন সম্পূর্ণ ঋণমুক্ত। আর বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা।
▪️ ২০২১ সাল থেকে এপর্যন্ত আফগানিস্তানে মাত্র ৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। অথচ আমেরিকায় প্রতি বছর ৫০ হাজারের উপর ধর্ষণ, ভারতে প্রতি ১৫ মিনিটে ১ জন, বাংলাদেশের হিসাব বাদই দিলাম।
▪️গত ১ বছরে পুরো দেশে ব্যক্তিগত দ্বন্দে খুন হয় মাত্র ৫৮ জন, অথচ আমেরিকা ৪০ হাজারের উপর, ভারতে ৫-১০ হাজার, বাংলাদেশেও অগনিত।
▪️ পৃথিবীর একমাত্র রাজধানী আফগানিস্তানের কাবুল যেখানে কোন ভিক্ষুক নাই। ভিক্ষুকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রতি মাসে ৫ হাজার টাকা ও মাসের খাবার দেওয়া হয়। বর্তমানে কান্দাহারেও এক কার্যক্রম শেষ পর্যায়ে। অথচ আমেরিকার মত দেশেও ভিক্ষুকের অভাব নাই।
▪️ পুরো আফগানিস্তান এখন মাদক মুক্ত। মাত্র ৪ বছরেই ৩০ লক্ষ মাদক আসক্ত নাগরিক পুনর্বাসিত হয়েছে। পাশাপাশি তাদেরকে বিভিন্নরকম কাজের প্রশিক্ষন দিয়ে দক্ষ করে তোলা হয়েছে।
▪️ আফগানে এখন সব ছোট ব্যবসা প্রতিষ্ঠা কর মুক্ত। চীন সহ কেবলমাত্র পৃথিবীর হাতে গুনা ২/৪ টা দেশে এই সুবিধা আছে।
▪️ ইভটিজিং ও নারী নির্যাতন শূন্য শতাংশে নেমে এসেছে। কোনো যুবক ইভটিজিং করেছে বলে প্রশাসনের কানে খবর পৌছালে পরদিন থেকে তাকে আর এলাকায় পাওয়া যায়না, তাকে পাওয়া যায় পুনর্বাসন কেন্দ্রে।
▪️ নারীদের জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে কেবলমাত্র নারী শিক্ষিকা, নারী ডাক্তাররা নিয়োগ পাচ্ছে। এভাবে নারীদের নিরাপদ কর্মসংস্থানও তৈরি হচ্ছে।
▪️ চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ প্রায় শূন্য শতাংশে। এমনকি তালেব সরকার ক্ষমতা গ্রহনের পর অতিতে চুরি করা সম্পদ মালিককে ফিরিয়ে দেবার ঘটনাও ঘটেছে।
▪️আফগানে বেকারত্বের হার অনেক কমে এসেছে। স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে আফগান সরকার প্রচুর প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি যুবকদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত করছে।
▪️বিদেশি সাহায্য নির্ভর নয়, আফগানিস্তান এখন আত্মনির্ভরশীল রাষ্ট্র।
ভাবা যায়? এক সময়ের ধ্বংসস্তূপ থেকে আজ এক অবিশ্বাস্য উত্থান।
©️কপিপোষ্ট

13/08/2024

ভয়ংকর ভিডিও ফাস

13/08/2024
10/08/2024

আয়না ঘর

08/08/2024

নিজাম হাজারীর বাড়ী

06/08/2024

হাওন আঙ্কেলের ভিডিওটা গোটা প্রশাসনের জন্য শিক্ষানিও

11/01/2024

অসুস্থতার নেয়ামতে আছি, রংপুর মেডিকেলে ভর্তি, সকলের কাছে সুস্থতার নেয়ামতের দুআ চাই-
আমীন

13/10/2023

হায় আল্লাহ্ মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে তাগুতী শক্তির মোকাবেলা করার তাওফিক দাও-আমীন

আল্লাহ্ সবাইকে হেফাজত করুক-আমীন
02/10/2023

আল্লাহ্ সবাইকে হেফাজত করুক-আমীন

ফেইসবুক একাউন্ট এর সতর্কতা  ফেসবুকের একটি পরিচিত অংশ ফেইক আইডি। হ্যাকার বা ইন্টারনেট ফিশাররা সাধারণত ফেইক আইডি দিয়ে কারও...
15/09/2023

ফেইসবুক একাউন্ট এর সতর্কতা
ফেসবুকের একটি পরিচিত অংশ ফেইক আইডি। হ্যাকার বা ইন্টারনেট ফিশাররা সাধারণত ফেইক আইডি দিয়ে কারও ফ্রেন্ড হওয়ার পর তার অনেক গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য হ্যাক করতে পারে। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করার ক্ষেত্রে যথেষ্ট বাছবিচার করা উচিত।
ফেসবুকে পাবলিক অডিয়েন্সে যাচ্ছেতাই শেয়ার করা উচিত না। একান্ত প্রয়োজন না হলে পোস্টের প্রাইভেসি ‘ফ্রেন্ডস’ রাখা উত্তম। আর ব্যক্তিগত তথ্যাদি ফেসবুকে শেয়ার না করাই ভালো।
ফেসবুক মেসেঞ্জারে কেউ কোনো লিংক শেয়ার করলে তাতে নির্বিচারে প্রবেশ করা উচিত না। অনেক ক্ষেত্রেই এসব লিংক ‘স্প্যাম’ বা ফাঁদ হতে পারে। তাই লিংকটি ভালো করে লক্ষ্য করে নিন। অপরিচিত বা অর্ধ-পরিচিত কেউ অপ্রাসঙ্গিক কোনো লিংক দিলে তাতে প্রবেশ করবেন না।
দূর্বল ব্যাকরণ, বানান, অদ্ভুত চিহ্নসম্বলিত কিংবা আপনার ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ইত্যাদি চায় এমন লিংক বা মেসেজ সন্দেহজনক হতে পারে।
ফেসবুকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ পেলে রিপোর্ট করুন। যদি কোনো আইডি ফেইক বলে নিশ্চিত হন তবে তাও রিপোর্ট করুন। রিপোর্ট করার সময় সুনির্দিষ্ট অভিযোগের অপশনগুলো ক্লিক করলে ফেসবুক কর্তৃপক্ষ সেটির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষেত্রবিশেষে কোনো আইডি বা পোস্ট রিমুভ করে দেয়।
আপনার ডিভাইসে শক্তিশালী ও আপডেটেড অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন। নিয়মিত ডিভাইস স্ক্যান করুন। আপনার ডিভাইসের সকল অ্যাপ নিয়মিত আপডেট দিন।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Iabsh71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iabsh71:

Share