Diner DayoT

Diner DayoT যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। (সুরা তালাক,আয়াত-৩)

05/03/2025

জাবির ইবনু আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ ، وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ ، وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ

প্রতিটি নেককাজই সদকা। তোমার কোনো (দ্বীনি) ভাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেয়াও নেককাজের অন্তর্ভুক্ত।

জামে আত-তিরমিযী, হাদীস ১৯৭০

04/03/2025

আবূ আইয়ূব আল আনসারী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِى يَبْدَأُ بِالسَّلاَمِ

কোন মুসলিমের পক্ষে তার ভাই এর সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। (পথে-ঘাটে) দু’জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে, অন্যজন ঐদিকে মুখ ঘুরিয়ে থাকে। তবে তাদের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করে।

সহীহ মুসলিম, হাদীস ২৫৬০

03/03/2025

আবূ সা‘ঈদ খুদরী ও আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তারা উভয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন যে,

مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ وَلاَ نَصَبٍ وَلاَ سَقَمٍ وَلاَ حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ إِلاَّ كُفِّرَ بِهِ مِنْ سَيِّئَاتِهِ

কোনো ঈমানদার ব্যক্তি যে কোনো ব্যথা-ক্লেশ, রোগ-ব্যাধি, দুঃখ ভোগ করে, এমনকি যে দুর্ভাবনায় চিন্তাগ্রস্ত হয়; তার বিনিময়ে তার কোনো গুনাহ মাফ করে দেয়া হয়।

সহীহ মুসলিম, হাদীস ২৫৭৩

02/03/2025

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ، أَوْ عَلَى النَّاسِ - لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ.

আমার উম্মাতের জন্য যদি কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক সালাতের সময় তাদের মিস্‌ওয়াক করার নির্দেশ দিতাম।

সহীহ বুখারী, হাদীস ৮৮৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৮৪৩(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:
গাছের ডাল চিবিয়ে নরম করে সেটা দিয়ে দাঁত মাজা ও মুখ পরিষ্কার করাকে মিসওয়াক করা বলা হয়।নিদ্রা থেকে জাগ্রত হয়ে, অযু করার সময়, মুখের গন্ধ পরিবর্তন হলে, কুরআন তেলাওয়াতের সময় এবং বাড়িতে প্রবেশ করে মিসওয়াক করাও সুন্নাতের অন্তর্ভুক্ত।

01/03/2025
01/03/2025

তুমি কি দেখো না যে, আল্লাহকে সিজদা করে যারা আছে আকাশমন্ডলী ও পৃথিবীতে; সিজদা করে সূর্য, চন্দ্র, নক্ষত্রমন্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু,[১] এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে; [২] আর অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি।[৩] আল্লাহ যাকে হেয় করেন তার সম্মানদাতা কেউই নেই; [৪] নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তা করেন।[৫] (সাজদাহ-৬)

আপনি দরজা বন্ধ করে যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকেন, সেই আল্লাহই ওই দরজার নিচ দিয়ে বাতাস প্রবেশ করিয়ে দেন, যাতে আপনি মা*...
11/08/2024

আপনি দরজা বন্ধ করে যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকেন, সেই আল্লাহই ওই দরজার নিচ দিয়ে বাতাস প্রবেশ করিয়ে দেন, যাতে আপনি মা*রা না যান।

বই: তিনিই আমার রব।

তোমরা পরিহার কর অপবিত্র বস্ত্ত অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার কর মিথ্যাকথন।’ -সূরা হজ্জ : ৩০
08/08/2024

তোমরা পরিহার কর অপবিত্র বস্ত্ত অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার কর মিথ্যাকথন।’ -সূরা হজ্জ : ৩০

Address

Rangpur

Telephone

+8801730990985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diner DayoT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diner DayoT:

Share