Azad news24

Azad news24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azad news24, Media/News Company, Azad news24 bd Md Abul Kalam Azad Village: Rasulpur, Post: Mohishbandi 5710, P. S: Sadullapur, Dist: Gaibandha. gmail: mastermakazad@gmail. com Phone : +880 01730201078, Rangpur.

রসুলপুর বাজার হতে শ্রীরামপুর খেয়াঘাট রাস্তায় ৩০০ ফিট হেরিংবন্ড কাজ সমাপ্ত।
29/06/2025

রসুলপুর বাজার হতে শ্রীরামপুর খেয়াঘাট রাস্তায় ৩০০ ফিট হেরিংবন্ড কাজ সমাপ্ত।

রসুলপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি।গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মন্দিরের ভিট...
27/06/2025

রসুলপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মন্দিরের ভিটা নামক স্থান হতে মোঃ লুলু মিয়ার পানিসেচ মটরের ট্রান্সফরমান গত রতে কে কাহারা চুরি করে নিয়ে গেছে। উল্লেখ্য যে একই স্থানে গত কয়েকদিন হলো রসুলপুর পাকার মাথা হতে মাছ ব্যবসায়ী শ্রী লালু চন্দ্র দাস মাছ বিক্রি করে আসার পথে মন্দিরের ভিটা নামক স্থানে পৌছিলে তার সাইকেলে বাধা পাতিল সহ মাটিতে ফেলে দিয়ে চাকু ধরে ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। ঐ স্থান গাঁজা সহ মাদক সেবনের অভয়াশ্রমে পরিনত হয়েছে সেই সাথে বাড়ছে ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। এলাকাবাসী প্রশাসনের সহায়তা কামনা করছেন।

রসুলপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে...
26/06/2025

রসুলপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের চারি পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয় এবং পূর্বের রোপনকৃত গাছের পরিচর্যা করা হয়। এ ছাড়াও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করা হয়।

রসুলপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে রোপনকৃত একটি কাঠাল গাছ কে বা কারা গাছটি ভেঙ্গে ফেলেছে। ইহা একটি অমানবিক কাজ। সকলকে মানব...
25/06/2025

রসুলপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে রোপনকৃত একটি কাঠাল গাছ কে বা কারা গাছটি ভেঙ্গে ফেলেছে। ইহা একটি অমানবিক কাজ। সকলকে মানবিক হওয়ার এবং প্রকৃতিকে ভালোবাসার অনুরোধ করছি।

রসুলপুর ওয়েলফেয়ার এসাসিয়েশনের কমিটি গঠিত। কমিটির তালিকা নিম্নরূপ-
23/06/2025

রসুলপুর ওয়েলফেয়ার এসাসিয়েশনের কমিটি গঠিত। কমিটির তালিকা নিম্নরূপ-

বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এর সমাধিস্থল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর (জাফরপাড়া) গ্রাম।
13/06/2025

বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এর সমাধিস্থল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর (জাফরপাড়া) গ্রাম।

13/06/2025

সাদুল্লাপুর উপজেলার ‘রসুলপুর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’-এর কমিটি গঠিত।সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সামিউল ইসলাম সরকার মাসুদ, সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ মোনারুল ইসলাম মিলন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ খাদেমুল ইসলাম রোজ।

29/12/2024
প্রধান  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মামলা দায়ের এমন ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন রসুলপুর দ্বি-মুখী উ...
09/06/2024

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মামলা দায়ের এমন ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন রসুলপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুবর রহমানের বিরুদ্ধে তারই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মোছাঃ নাছরিন আক্তার, স্বামী মোঃ আমিনুল ইসলাম,মধ্যভাঙ্গামোড়, সাদুল্লাপুর, গাইবান্ধা। মামলার বিবরণে জানাযায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবর রহমান গত ০৪/১২/২০১৩ইং তারিখে দৈনিক ঘাগট ও দৈনিক করতোয়া পত্রিকায় সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান পদে লোক নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং সে অনুযায়ী তিনজন প্রার্থী আবেদন করেন এবং তিনজনের মধ্যে ফরিয়াদীনি মোছাঃ নাছরিন আক্তার নিয়োগ পরীক্ষায় উর্ত্তীণ হইলে প্রধান শিক্ষক ফরিয়াদীনি ও তার স্বামীকে বাড়িতে ডাকিয়া বলেন কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করার জন্য ও বেতন ভাতার ব্যবস্থা করিবেন নতুবা চাকুরী হইবে না আসামী আরও বলেন যে, একসংগে সব টাকা দিতে না পারলেও পর্যায়ক্রেমে টাকা দিলেও চলবে।আরও বলেন যে, বেতন ভুক্ত না হওয়া পর্যন্ত স্কুলে যাওয়ার প্রয়োজন নাই।ফরিয়াদীনি ও তার স্বামী আমিনুল ইসলাম অবস্থা বেগতিক দেখিয়া গত ০২/১২/২০১৪ইং তারিখে ১,২০,০০০/- টাকা, ১৬/১২/২০১৪ইং তারিখে ৩০,০০০/- টাকা, ০১/০২/২০১৫ইং তারিখে ২০,০০০/- টাকা, ০২/০৬/২০১৫ইং তারিখে ৯৫,০০০/- হাজার টাকা, ০৯/০৭/২০১৫ইং তারিখে ৪৭,০০০/- হাজার টাকা, ১৭/০৫/২০২১ইং তারিখে ১,৪০,০০০/-টাকা, সর্বমোট ৪,৫২,০০০/-হাজার টাকা বুঝিয় লইয়া তার হ্যান্ড নোটে সীল স্বাক্ষর দিয়া ফরিয়াদিনীকে নিয়োগপত্র, যোগদানপত্র ও পরীক্ষার রেজাল্টসীট প্রদান করেন এবং স্কুলে না যাওয়ার জন্য বলেন চুপচাপ থাকতে বলেন। কিন্তু তার প্রতিশ্রুতি অনুয়ায়ী কাজ না করিয়া টালবাহন করিতে থাকিলে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় ফরিয়াদীনি কোন উপায়ান্তর না পাইয়া গত ০৪/০৬/২০২৪ইং তারিখে বিজ্ঞ আমলী আদালত, সাদুল্লাপুর থানা, গাইবান্ধায় আইনের ধারা দ: বি: ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন যার নং ১৭৩/২০২৪, বিজ্ঞ আদালত সাদুল্লাপুর থানায় এফ আই আর এর জন্য নির্দেশ দেন।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন রওশন আলম গনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রউফ মন্ডলের বিরুদ্ধে বিভিন্...
19/04/2024

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন রওশন আলম গনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রউফ মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূরনীর্তির প্রতিবাদে মানব বন্ধন করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী। মানব বন্ধনে বক্তারা অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ মন্ডলের বিভিন্ন দূনীর্তি, নিয়োগ বাণিজ্য, চাকুরী দেয়ার কথা বলে টাকা গ্রহন এবং অদ্যবধি চাকুরী না দেয়া, ম্যানেজিং কমিটি গঠন না করা এবং প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ উপস্থিত না থাকায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যহত হওয়ার অভিযোগ তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ১নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার রাস্তাঘাটের কোন প্রকার উন্নয়ন না হওয়ায় এলাকার অ...
14/04/2024

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ১নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার রাস্তাঘাটের কোন প্রকার উন্নয়ন না হওয়ায় এলাকার অবহেলিত জনপথের জনগণ হিসেবে পরিনত হয়েছে। রসুলপুর খোলামন্ডলের বাজার ৪ টি রাস্তার সংযোগস্থল। একান থেকে নিজ উপজেলা সাদুল্লাপুরের সংগে সংযোগ সড়ক রসুলপুর - মহিষবান্দি প্রায় ৪ কিলোমিটার কাচা রাস্তা, রসুলপুর - ছান্দিয়াপুর বসনিয়াপাড়া কবরস্থান প্রায় ৩ কিলোমিটার কাচা রাস্তা, রসুলপুর - ছান্দিয়াপুর বটেরতল পাকারমাথা আঃ করিম সাহেবের বাড়ি প্রায় ২ কিলোমিটার কাচা রাস্তা এবং রসুলপুর - রংপুরের রহমতপুর বাজার প্রায় ৪ কিলোমিটার কাচা রাস্তা। এই অবস্থায় একটু বৃষ্টি হলেই এলাকার জনগণ কোনদিকে যানবাহন নিয়ে বেরুতে পারেন না। যাতায়াত ব্যবস্থা একেবারেই প্রায় অচল হয়ে যায়। দীর্ঘ দিন থেকে কষ্ট ভোগ করে আসছে এলাকাবসাসি। তাই এবার বর্ষা মৌসুমের আগেই রাস্তার সংস্কার না হলে চরম দুর্ভোগে পরতে হবে এলাকাবাসিকে, তাই এবার এলাকাবাসি স্বউদ্যোগে রসুলপুর - ছান্দিয়াপুর বটেরতল পাকারমাথা আঃ করিমের বাড়ি পর্যন্ত রাস্তা ইট থোয়া বালি দিয়ে সংস্কারের উদ্যোগ গ্রহন করেছে। তারই ফশ্রুতিতে গত রসুলপুর হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় আপামর জনগণ এমন ভালো কাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক রসুলপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মোঃ মনোয়ারুল ইসলাম মিলন, ব্যাংক কর্মকর্তা, জিল্লুর রহমান, খাদেমুল ইসলাম রোজ, হিমু মিয়া, আমজাদ হোসেন সাজু, আলমগীর হোসেন প্রাক্তন ইউপি সদস্য প্রমুখ। বক্তারা এমন একটি মহৎ কাজের জন্য সর্বস্থরের হৃদয়বান ব্যক্তিদের আশুদৃষ্টি এবং সহযোগিতা কামনা করছেন।

সভাপতি - প্রধান শিক্ষক দ্বন্দ, শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ। ঈদ উৎসব থেকে বঞ্চিত ১৮ পরিবার। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার...
12/04/2024

সভাপতি - প্রধান শিক্ষক দ্বন্দ, শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ। ঈদ উৎসব থেকে বঞ্চিত ১৮ পরিবার। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন রসুলপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে। সভাপতি - প্রধান শিক্ষক-এর অন্তঃদ্বন্দে গত জানুয়ারি/২০২৪ ইং হতে মার্চ /২০২৪ মাসের বেতন উৎসব ভাতা ও বৈশাখী ভাতা উত্তোলন করতে না পারায় শিক্ষক/কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এমনকি তারা ঈদ উৎসব থেকেও বঞ্চিত।

Address

Azad News24 Bd Md Abul Kalam Azad Village: Rasulpur, Post: Mohishbandi 5710, P. S: Sadullapur, Dist: Gaibandha. Gmail: Mastermakazad@gmail. Com Phone : +880 01730201078
Rangpur
5400

Telephone

+8801730201078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azad news24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azad news24:

Share