Disaster Management e-Learning Centre, BRUR

Disaster Management e-Learning Centre, BRUR The Disaster Management E-learning centre (DMELC) was established as an independent organization under the auspices of the Begum Rokeya University.

Fresh grapes for You Friends 🍇
09/04/2024

Fresh grapes for You Friends 🍇

มึงๆถ่ายยังไงก็ได้ให้ดูสูงๆอะ 55555
11/11/2023

มึงๆถ่ายยังไงก็ได้ให้ดูสูงๆอะ 55555

তুরস্ক ও সিরিয়ার সংঘটিত ৬ই ফেব্রিয়ারীর ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৫ মাত্রার ২ টি ভূমিকম্প কি পরিমাণ শক্তিশালী ছিলও তার উদাহরণ ন...
11/02/2023

তুরস্ক ও সিরিয়ার সংঘটিত ৬ই ফেব্রিয়ারীর ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৫ মাত্রার ২ টি ভূমিকম্প কি পরিমাণ শক্তিশালী ছিলও তার উদাহরণ নিচে যুক্ত ৪ টি ছবি। একটি অলিভ বাগানে প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যে ও ৩০ মিটার গভীর খাদের সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে ভূমির উপরের মাটির কয়েক মিটার নিচেই ছিলও পুরো পাথরের স্তর। যে পাথর ভেঙ্গে টুকরো-টুকরো হয়ে গেছে।

ছবি কৃতজ্ঞতা: Onedio, (টুইটার)

https://bangla.thedailystar.net/news/world/middle-east/news-448256
07/02/2023

https://bangla.thedailystar.net/news/world/middle-east/news-448256

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৭২ জনে দ....

ধেঁয়ে আসছে দেশের দিকে মাঝারি থেকে  তীব্র শৈত্যপ্রবাহ হিমেল।এটি চলতি বছরের সবচেয়ে বড় শৈত্যপ্রবাহ।সম্ভাব্য সময়সূচি : ১৬ ই...
09/01/2023

ধেঁয়ে আসছে দেশের দিকে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হিমেল।
এটি চলতি বছরের সবচেয়ে বড় শৈত্যপ্রবাহ।

সম্ভাব্য সময়সূচি : ১৬ ই জানুয়ারী হতে ২২ শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত।

যেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন স্থানে ৫° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতেপারে।

তীব্র শৈত্যপ্রবাহ এর হটস্পট এ থাকছে।
চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, শ্রীমঙ্গল, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, সাতক্ষীরা ও এর পার্শ্ববর্তী এলাকা।
ও একইসঙ্গে দেশের আরও অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ এর ঘরে নেমে যেতেপারে।

বিস্তারিত জানার জন্য নিয়মিত আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ : Bwot weather.

: ছবি বর্ণনা: উত্তর বঙ্গোপসাগরে মাস ভিত্তিক ঘূর্ণিঝড় সৃষ্টির সংখ্যা
29/10/2022

: ছবি বর্ণনা: উত্তর বঙ্গোপসাগরে মাস ভিত্তিক ঘূর্ণিঝড় সৃষ্টির সংখ্যা

Ms and PhD funded scholarships @ University of Waterloo Canada.
28/10/2022

Ms and PhD funded scholarships @ University of Waterloo Canada.

ছ‌বি‌তে ঘূ‌র্নিঝড় ছেত্রাং এর প‌রি‌স্থি‌তি
25/10/2022

ছ‌বি‌তে ঘূ‌র্নিঝড় ছেত্রাং এর প‌রি‌স্থি‌তি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "সিত্রাং" (আপডেট ২৯, অক্টোবর ২৪, ২০২২, সোমবার, রাত ১০ টা ৩০ মিনিট)জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থ...
24/10/2022

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "সিত্রাং" (আপডেট ২৯, অক্টোবর ২৪, ২০২২, সোমবার, রাত ১০ টা ৩০ মিনিট)

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় সিত্রাং এর কেন্দ্র ইতিমধ্যেই বাংলাদেশে উপকূল অতিক্রম করেছে স্থল ভাগে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বর্তমানে ঘূর্ণিঝড়টির সবচেয়ে শক্তিশালী বাতাসের অংশ ঢাকা, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। ফলে রাত ১০ টার পর থেকে ঐ ৩ টি বিভাগের সকল জেলায় উচ্চ গতিবেগের বাতাস প্রবাহিত হবে। বিশেষ করে ঢাকায় রাত ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত; ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হবে সেই সাথে ভারি বৃষ্টি। আজ রাত ১০ টা থেকে আগামীকাল সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর জেলায় বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

উপকূলীয় এলাকায় বাতাস ও বৃষ্টির ঝুঁকি কমে গেছে। তবে উপকূলীয় এলাকায় সবচেয়ে বড় ঝুঁকি জলোচ্ছার এর হুমকি রয়ে গেছে আজ রাতে। আমি গত ৭ দিন ধরে প্রতিনিয়ত বলে আসছি যে ঘূর্ণিঝড় "সিত্রাং" এর কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে জলোচ্ছ্বাস এর কারণে। আজ রাতে বরিশাল বিভাগের সকল জেলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক এলাকা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের সাথে কানাডার সময়ের পার্থক্য ১২ ঘণ্টা। কানাডা সময় ভোর ৬ টার ((বাংলাদেশ সময় বিকেল ৬ টা)) সময় ৩ ঘণ্টার জন্য ঘুমাতে যেতে বাধ্য হয়েছিলাম কারণ আর জেগে থাকতে পারিতেছিলাম না। এই কারণ গত ৪ ঘণ্টা কোন আপডেট দিতে পারি নি বলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।

ঘূর্ণিঝড় সিত্রাং  আপডেট ২আপডেট, ২৩ শে অক্টোবর রাত ১০মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত  ঘূর্ণিঝড় সিত্রাং  আরও ক...
23/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট ২
আপডেট, ২৩ শে অক্টোবর রাত ১০
মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় সিত্রাং আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিলো।

এবং এটি আজ ২৩ শে অক্টোবর রাত ৯ টা বেজে ৪৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৪ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এবং এটি আরও কিছুটা জোরদার হয়ে উত্তর, উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৬৬ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঔ স্থানে প্রচন্ড উত্তাল রয়েছে, সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরকে ৪ নাম্বার স্থানিয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে, সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতেপারে।

ঘূর্ণিঝড় আঘাত : এই ঘূর্ণিঝড় সিত্রাং আগামী ২৪ শে অক্টোবর দিবাগত গভীর রাতের পর বাংলাদেশের খুলনা উপকূল হতে বরিশাল উপকূলের ভেতরে আঘাত করতেপারে।
ঘূর্ণিঝড় টি উপকূল অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার এর ভেতরে থাকতেপারে।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় টি অতিক্রম কালে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম এদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে স্বাভাবিক জোয়ার থেকে ৩ থেকে ৫ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে, যেহেতু সেইসময় অমাবস্যা থাকবে।

বৃষ্টি : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আগামীকাল সকাল থেকে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেণী, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে, এবং সেইসঙ্গে, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণ হতেপারে ও রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকা ব্যাতিত দেশের বাকি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতেপারে।

পাহাড়ধ্বস : এই ভারিবৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ধ্বস হতেপারে।

সতর্কতা! ছোট হোক এটা যেহেতু ঘূর্ণিঝড় আকারে দেশের উপকূল অতিক্রম করতেপারে, তাই উপকূলে যারা আছেন, আপনারা সময়মতো প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, এবং যারা বেশি ঝুকিপূর্ণ এলাকায় আছেন তারা আগামীকাল রাতের আগে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন, এবং আগামী ২৭ শে অক্টোবর পর্যন্ত সকল প্রকার মাছধরা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি।

আমরা এটাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করছি, লেটেস্ট আপডেট আসা মাত্রই আমরা সাথে সাথে আপনাদের জানিয়ে দিবো।
সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন, এবং সুপার সাইক্লোন সংক্রান্ত গুজব থেকে দূরে থাকুন।

সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো অনুসরণ করুন।

ধন্যবাদ : Bwot weather.
আপডেট : ২৩ শে অক্টোবর রাত ১০ টা।
চিত্র : হিমাওরি ৮
পরবর্তী আপডেট, রাত ১১ টায়

11/10/2022
      অক্টোবর মাসের ৯ থেকে ১৫ তারিখ বাংলাদেশ ও পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়ে তিস্ত...
03/10/2022





অক্টোবর মাসের ৯ থেকে ১৫ তারিখ বাংলাদেশ ও পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়ে তিস্তা নদী ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যা-কবলিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

বর্ষাকালের শুরুতে বায়ু বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশ ও ভারতের স্থল ভাগের দিকে প্রবাহিত হয়। ২০২২ সালে মৌসুমি বায়ু মে মাসের ৩০-৩১ তারিখে চট্টগ্রামে পৌছায় ও জুন মাসের ২য় সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করে আবহাওয়া সম্পর্কিত ট্রাফিক জ্যামের সম্মুখীন হয় যার কারণে ভারতের মেঘালয় রাজ্য রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাত হয় পর-পর ৩ দিন (১৫, ১৬ ও ১৭ ই জুন, ২০২২) (৮০০ মিলিমিটার এর বেশি) যার কারণে সিলেট বিভাগে সর্বকালের স্মরণীয় বন্যার সম্মুখীন হয়। সাধারণত মৌসুমি বায়ুর উত্তর-পশ্চিম মুখি যাত্রা শেষ হয় সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে পাকিস্তানের উপরে। সাধারণত সেপ্টেম্বর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে মৌসুমি বায়ুর বিপরীতমুখী যাত্রা শুরু হয় (Withdrawal of SW monsoon)। ২০২২ সালে মৌসুমি বায়ুর বিপরীতমুখী যাত্রা শুরু হয়েছে স্বাভাবিক সময় অপেক্ষা প্রায় ১ সপ্তাহ পরে। অর্থাৎ, সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে (২০ থেকে ২৮ সে সেপ্টেম্বর এর মধ্যে)। যেহেতু অন্যান্য বছর অপেক্ষা প্রায় ১০ দিন দেরি করে মৌসুমি বায়ুর বিপরীতমুখী যাত্রা শুরু হয়েছে তাই ২০২২ সালে মৌসুমি বায়ু বাংলাদেশের স্থল ভাগ ছেড়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে অন্যান্য বছরগুলো অপেক্ষা ৭ থেকে ১০ দিন পরে।

আজ ৩ই অক্টোবর মৌসুমি বায়ু অবস্থান করছিলো ভারতের দিল্লী, রাজস্থান ও গুজরাট রাজ্যের উপরে। অক্টোবর মাসের ১০ তারিখের মধ্যে মৌসুমি বায়ু ভারতের বিহার, ছত্তিসগড়, ও ঝাড়খণ্ড রাজ্যে পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা দেখা যাচ্ছে (আগমনের তারিখ ১/২ দিন কম বেশি হতে পারে)। মৌসুমি বায়ু স্থলভাগে প্রবেশের সময় পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের উপর অবস্থান করার সময় জুন মাসের ১৫, ১৬, ও ১৭ তারিকে যেমন ভারি বৃষ্টি হয়েছিল পূর্ব-ভারতীয় রাজ্যগুলোতে বিশেষ করে আসাম ও মেঘালয় রাজ্যে একই ভাবে মৌসুমি বায়ু ফেরত যাওয়ার সময় পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের উপর পৌঁছানোর পরে আবারও ১ সপ্তাহ ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পূর্ব-ভারতীয় রাজ্যগুলোতে। সম্ভব্য এই ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অক্টোবর মাসের ৯ থেকে ১৫ তারিখ। এই সময়ে তিস্তা নদী ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যা-কবলিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই বন্যা বড় মানের ও দীর্ঘস্থায়ী হওয়ার কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বড় কোন বন্যার সম্ভাবনা দেখা গেলে আবারও পূর্বাভাস দিয়ে জানানো হবে।

অক্টোবর মাসের ১ তারিখ থেকেই উত্তর বঙ্গোপসাগরে বায়ুর নিম্নচাপের কারণে ঘুরনি বায়ুর সৃষ্টি হয়েছে যার কারণে গত ২ দিন থেকে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। চলামন এই বৃষ্টি আজ সোমবারও অব্যাহত রয়েছে দেশ ব্যাপী যা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে দেশব্যাপী। আগামী ২ সপ্তাহে (অক্টোবর মাসের ১৫ তারিখ পর্যন্ত) বঙ্গপোসারে একাধিক লঘু চাপ কিংবা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম।

উপরে উল্লেখ্য করেছি যে ইতিমধ্যেই মৌসুমি বায়ু তার দিক পরিবর্তন করে পশ্চিম ভারত থেকে দক্ষিণ-পূর্বমুখই ফেরত যাত্রা শুরু করেছে সেপ্টেম্বর মাসের ২৫ তারিখের পর থেকে। অক্টোবর মাসের ১০ তারিখের মধ্যে মৌসুমি বায়ু মধ্য ভারত কিংবা পশ্চিম-বঙ্গ ও বিহার রাজ্যের উপর অবস্থান করার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ-পূর্বমুখই মৌসুমি বায়ু প্রবাহ ও লঘু/নিম্নচাপের কারণে সৃষ্ট উত্তর-পশ্চিম মুখি বায়ু বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের উপর মিলিত হয়ে সংঘর্ষের কারণে বাংলাদেশব্যাপী ভারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি।

ছবি কৃতজ্ঞতা:

প্রথম ছবি: আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে প্রাপ্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ অক্টোবর মাসের ১৫ তারিখ পর্যন্ত।

দ্বিতীয় ছবি: মৌসুমি বায়ুর বিপরীতমুখী প্রবাহের সময় ও অবস্থানের মানচিত্র ভারতীয় আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে।/ মোস্তফা কামাল পলাশ,আবহাওয়া‌বিদ

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Disaster Management e-Learning Centre, BRUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share