
14/02/2025
আমাদের বহুল পরিচিত, আনঞ্জু সাহেব। বয়স ৫৪ বছর প্লাস। আমরা দীর্ঘ সময় দেখে আসছি, উনি সুন্দরগঞ্জ শহরের ভিতরে, অর্থাৎ মিঠুর হোটেলর সামনে আমতলীতে অবস্থা করতেন। ওখানে অবস্থানকালীন তার খাওয়ার অভাব থাকতো না। বর্তমান সে অনেক ক্ষুধার্ত অবস্থায় জীবন অতিবাহিত করছে। বর্তমান, সেখান থেকে, তিস্তাবাজার টু বেলকা বিপদজনক হাইওয়ে রাস্তার পাশে ওনাকে রাখা হয়েছে। চলমান ও যানবাহন গতিশীল ব্যস্ত রোডে তার অবস্থান সত্যিই একটি ভয়ের ব্যাপার। আমি বলতে চাই, এবং এলাকাবাসীর পক্ষথেকে জোড় দাবি, আনঞ্জু সাহেবের জন্য একটি নিরাপদ পূর্নবাসন করা হোক।