রানীশংকৈল বার্তা News

রানীশংকৈল বার্তা   News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রানীশংকৈল বার্তা News, Media/News Company, Ranisankail, Rangpur.

রানীশংকৈল ও আশপাশের এলাকার খবর, ঘটনা, মানুষের গল্প ও স্থানীয় আপডেট নিয়ে আমাদের নির্ভরযোগ্য উদ্যোগ।
আমরা দেই লোকাল খবর, সবার আগে — সত্য, দ্রুত ও নির্ভুলভাবে।
#রানীশংকৈল_বার্তা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।প্রিয় ভাই-বোন ও বন্ধুরা, ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি নিজের পরিচয় বলতে পারছ...
10/10/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ভাই-বোন ও বন্ধুরা,

ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি নিজের পরিচয় বলতে পারছেন না।
বর্তমানে তিনি রানীশংকৈল থানার মিরডাঙ্গী বাজারের একটি দোকানে বসে আছেন।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করুন 👇
📞 মাজহারুল ইসলাম — 01773158188

দয়া করে তার পরিবার-পরিজনের স্বার্থে এই পোস্টটি শেয়ার করে দিন।
একটি শেয়ার হয়তো তার পরিবারকে ফিরিয়ে দিতে পারে প্রিয় মানুষটিকে 💔 #রানীশংকৈল_বার্তা

আলহামদুলিল্লাহ!আজ আমার খুবই শ্রদ্ধার মানুষ, ড. রাসেল রানা স্যার আমাদের পেইজটি ফলো দিয়েছেন। এটা আমার জন্য সত্যিই অনেক বিশ...
10/10/2025

আলহামদুলিল্লাহ!
আজ আমার খুবই শ্রদ্ধার মানুষ, ড. রাসেল রানা স্যার আমাদের পেইজটি ফলো দিয়েছেন। এটা আমার জন্য সত্যিই অনেক বিশেষ একটি মুহূর্ত। ❤️
আপনিও চাইলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন — একসাথে গড়ি ইতিবাচক পরিবর্তনের যাত্রা। #রানীশংকৈল_বার্তা #ফলোদিন 🙏
#কৃতজ্ঞতা #অনুপ্রেরণা

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।প্রধান ...
10/10/2025

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় জানিয়েছে, শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। এ সময় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

ইস্তাম্বুলে বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভিডিওতে তাকে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে দেখা যায়। #রানীশংকৈল_বার্তা
ছবি: সংগৃহীত। পেইজ টা ফলো দিয়ে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন—উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম...
10/10/2025

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন—উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গতরাতে পুলিশ আ'ট'ক করেছে। #রানীশংকৈল_বার্তা

10/10/2025

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাও ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে ৪ নং ওয়ার্ডের নতম সেন নামে এক ছেলের উপর নির্যাতিত হচ্ছে। #রানীশংকৈল_বার্তা নিউজ দাতা: নাম প্রকাশে অনিচ্ছুক।

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ধামের গানঠাকুরগাঁও প্রতিনিধি: মাসুম রানা,  ঠাকুরগাঁও একসময় ঠাকুরগাঁও অঞ্চলের পা...
09/10/2025

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ধামের গান

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাসুম রানা, ঠাকুরগাঁও

একসময় ঠাকুরগাঁও অঞ্চলের পাড়া-মহল্লায় ধামের গানের আসর মানেই ছিল উৎসবের আমেজ। এখন সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে আর্থিক সংকট ও পালাকারদের অনাগ্রহের কারণে।

প্রতিবছর কার্তিক মাসে লক্ষ্মীপূজার সময় জেলায় এখনো দুই শতাধিক ধামের আসর বসে। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একসাথে বসে এই গান উপভোগ করেন।

সরকারি সহায়তা না থাকায় স্থানীয় যুবকরা নিজ উদ্যোগে চাঁদা তুলে আয়োজন করছেন এসব অনুষ্ঠান। সংগঠনের সভাপতি প্রিরন চন্দ্র বর্মন জানান, পালার মান অনুযায়ী পালাকারদের দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত সম্মানী দেওয়া হয়।

পালাকার মলিন চন্দ্র বর্মন বলেন, “ধামের গান আমাদের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। মানুষ এখনো আগ্রহ নিয়ে শোনে, শুধু প্রয়োজন একটু সহায়তা।”

#রানীশংকৈল_বার্তা

09/10/2025

কাশিপুর জগদলে, মা/দ/ক দ্র'ব্য বাকিতে নিয়ে গিয়ে, টাকা না দেওয়ায়। শেয়ার চাই, #রানীশংকৈল_বার্তা ফলো দিন।

09/10/2025

দেশের সব বিমানবন্দরে সতর্কবার্তা জারি.

ঠাকুরগাঁওয়ে নকল ডলার বিক্রি করতে এসে ধরা খেয়ে হুবহু ছিদ্দিকের মত কথা। এ যেন আরেক ভাইরাল ছিদ্দিক।  #রানীশংকৈল_বার্তা ফলো ...
09/10/2025

ঠাকুরগাঁওয়ে নকল ডলার বিক্রি করতে এসে ধরা খেয়ে হুবহু ছিদ্দিকের মত কথা। এ যেন আরেক ভাইরাল ছিদ্দিক। #রানীশংকৈল_বার্তা ফলো দিন

সোর্স : https://www.facebook.com/reel/823115753527780/?app=fbl

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের ১৮ বছর বয়সী ডালিম কর্মকার কয়েক মাস ধরে অসুস্থ। ...
09/10/2025

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের ১৮ বছর বয়সী ডালিম কর্মকার কয়েক মাস ধরে অসুস্থ। মেডিকেল টেস্টে তার ব্রেইন টিউমার ধরা পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, বাঁচতে হলে দ্রুত অপারেশন করাতে হবে — যার খরচ প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা।

কিন্তু ডালিমের বাবা একজন দিনমজুর, এত বড় অঙ্কের টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
এখন আমাদের সবার ছোট ছোট সাহায্যই হতে পারে এই তরুণের নতুন জীবনের আশা। 🙏

📞 যোগাযোগ ও সহযোগিতার নম্বর (বিকাশ/নগদ - পার্সোনাল): 01839600090
সহায়তা না পারলেও শেয়ার করুন,
আপনার একটি শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি জীবন 💔

সোর্স : হিমালয় দাদা, https://www.facebook.com/100068470183147/posts/1113391940953135/

রাণীশংকৈলে ঔষধের দোকানে চুরি; সিসিটিভিতে পরিস্কার দেখা যায়রিপোর্ট: মাসুম রানা, রাণীশংকৈলরাণীশংকৈল শিরোমণি ক্লিনিক সংলগ্ন...
09/10/2025

রাণীশংকৈলে ঔষধের দোকানে চুরি; সিসিটিভিতে পরিস্কার দেখা যায়

রিপোর্ট: মাসুম রানা, রাণীশংকৈল

রাণীশংকৈল শিরোমণি ক্লিনিক সংলগ্ন একটি ঔষধের দোকানে বুধবার দুপুর ১টার দিকে চুরি হয়েছে। দোকানে কেউ না থাকার সুযোগ নিয়ে মালামাল নিয়ে যায়—দোকানের সিসিটিভি ফুটেজে চুরির তাৎপর্যপূর্ণ পর্বটি পরিস্কারভাবে ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। #রানীশংকৈল_বার্তা

Address

Ranisankail
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when রানীশংকৈল বার্তা News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share