Rina's creation

Rina's creation এত মায়া,এত টান,এত অনুভূতি এক জীবনে কাটানো সম্ভব নয় প্রিয় ❤️
(37)

04/06/2025

তোমার প্রেমে পড়ার পর আমি হয়ে উঠেছিলাম শুদ্ধতম কবি। মস্তিষ্কের শেষ শিরা হতেও তোমার জন্য হৃদয় পু ড়ি য়ে লিখেছিলাম নষ্টালজিক সব কবিতা।
সেই কবিতার প্রতিটি গল্পের নায়ক ছিলে তুমি। প্রতিটি শব্দ চয়ন করা হয়েছিল তোমার জন্য।
অথচ সেই তুমিটাই আজ জীবনের কোথাও নাই।

বেঁধেছ আমায় ভালোবাসার মায়ায়।
03/06/2025

বেঁধেছ আমায়
ভালোবাসার মায়ায়।

01/06/2025

যোগাযোগ নেই তবুও কিছুক্ষণ পর পর প্রিয়জনের টাইমলাইন চেক করা! একটিভ কিনা কিংবা লাস্ট কখন একটিভ ছিলো এসব চেক করা'কে হয়তো ভালোবাসার টান বলে!🖤🌸

29/04/2025

আপনি আমার ব্যক্তিগত কবিতা,
নিজস্ব উপন্যাস।

30/03/2025

আজকাল কোনোকিছুই কাউকে বলতে ইচ্ছে করে না। আমার মন খারাপের কারণ, বিষন্নতার দায়ভার, অভিযোগ-অনুযোগ কিচ্ছু না।
প্রচন্ড মন খারাপে কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও আর বলতে ইচ্ছে করে না আমি ভালো নেই !

04/03/2025

আমি না হয় তোমার মনে নাই থাকলাম,তবুও মনে রেখো, এই পৃথিবীতে কেউ একজন আছে যে তোমাকে ভালোবাসতে চেয়েছিল, তুমি অনুমতি দাও নি।

আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো, এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে তোমাকে ভুলতে না পারার অভিশাপে অভিশপ্ত।

আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো, যাকে তুমি ভালোবাসতে চাও নি, সে তোমাকে আজও ভালোবাসে।

আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো, যাকে তুমি অবহেলায় ছুঁড়ে ফেলেছ, তার প্রায়োরিটি এর শীর্ষ তালিকায় তুমি ছিলে, তুমি আছো, তুমিই থাকবে।

আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো,
তুমি নেই, তবুও তুমি আছো। তুমি আছো আমার দীর্ঘশ্বাসে, আমার নির্ঘুম রাতে, আমার হাসিতে, আমার কান্নায়, আমার সবটা জুড়ে । 😊❤️‍🩹

15/02/2025

"জাগো বাহে তিস্তা বাঁচাই "

১৭ ও ১৮ তারিখ আমরা প্রস্তুত আপনি প্রস্তুততো ?

28/01/2025

কখনো ভেবে দেখেছো কি?
পৃথিবীতে এত মানুষ থাকতে একটা মানুষ তোমায় খুব ভালোবাসে তোমার সাথে কথা বলতে না পেরে ছটফট করে ।তোমার সুমিষ্ট কণ্ঠস্বর শোনার জন্য অস্থির হয়ে যায়। তোমার কথা শোনার জন্য অপেক্ষা করে।সব নিয়মের উর্দ্ধে গিয়ে তোমার কথা শোনার জন্য এই যে এমন পাগলামি করে। এগুলো কি শুধু শুধুই করে।একটা মানুষকে কতটা ভালবাসলে তার ভিতরে এমন অনুভূতি হতে পারে তোমার জানা আছে কি???💝🌸🖇️

জান সিগারেট খাওয়া ছেড়ে দাও প্লীজ।এইরকম মিষ্টি আবদার যদি কেউ না রাখেতবে আর কি ঐ ব্যাটারেই ছাইড়া দেন 😎
26/01/2025

জান সিগারেট খাওয়া ছেড়ে দাও প্লীজ।
এইরকম মিষ্টি আবদার যদি কেউ না রাখে
তবে আর কি ঐ ব্যাটারেই ছাইড়া দেন 😎

23/01/2025

মানুষটা চোখের সামনেই। তার নামের পাশের সবুজ বাতিটা তার উপস্থিতি খুব সুন্দর করে জানান দিচ্ছে। কিন্তু কি জানি ভেবে অথবা অধিকার বোধের অভাবে তাকে বলা হয়-
আপনাকে না আমার খুব শুনতে ইচ্ছে করছে। কতদিন আপনাকে শুনি না বলুন তো? আপনি কি পারেন না সামান্য একটু কথার বিনিময়ে আমার হৃদয়টাকে শান্ত করে দিতে?
আমি যে আপনার কথা শোনার তৃষ্ণায় এলোমেলো হয়ে যাচ্ছি!

02/01/2025

ঔষধ এর উপর ভ্যাট বাড়ানোটা কোন দিক দিয়ে উচিত হলো আমরা জানতে চাই?
ঔষধ এর দাম বাড়লে আমাদের দেশের খেটে খাওয়া মানুষের কি হতে পারে উপদেষ্টারা কী তা বুঝে না,
নাকি ওদের বুঝানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

01/01/2025

ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো শান্তিতে কাটুক সবার প্রতিটি মুহূর্ত ।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা।
Happy New Year 2025.❤️.

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Rina's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rina's creation:

Share