04/03/2025
আমি না হয় তোমার মনে নাই থাকলাম,তবুও মনে রেখো, এই পৃথিবীতে কেউ একজন আছে যে তোমাকে ভালোবাসতে চেয়েছিল, তুমি অনুমতি দাও নি।
আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো, এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে তোমাকে ভুলতে না পারার অভিশাপে অভিশপ্ত।
আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো, যাকে তুমি ভালোবাসতে চাও নি, সে তোমাকে আজও ভালোবাসে।
আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো, যাকে তুমি অবহেলায় ছুঁড়ে ফেলেছ, তার প্রায়োরিটি এর শীর্ষ তালিকায় তুমি ছিলে, তুমি আছো, তুমিই থাকবে।
আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো,
তুমি নেই, তবুও তুমি আছো। তুমি আছো আমার দীর্ঘশ্বাসে, আমার নির্ঘুম রাতে, আমার হাসিতে, আমার কান্নায়, আমার সবটা জুড়ে । 😊❤️🩹