Marfuya Islam Milu

Marfuya Islam Milu Marfuya Islam Milu is ready to give you full computer skill and freelancing service.

  night everybody 🥰🥰🥰
30/11/2023

night everybody 🥰🥰🥰

05/10/2023

# Designing picture by elements 🌲🥀🌲

 # Logo design 🍂🍂
05/10/2023

# Logo design 🍂🍂

05/10/2023

# Youtube thumbnail🍁🍁

🌹🌹 HAPPY TEACHER’S DAY-2023 🌹🌹
05/10/2023

🌹🌹 HAPPY TEACHER’S DAY-2023 🌹🌹

 # # "কন্টেন্ট রাইটিং এর উপর কন্টেন্ট "বিষয়টি অনেক ইনট্রেস্টিং তাই না?আসলেই কন্টেন্ট লেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ...
13/09/2023

# # "কন্টেন্ট রাইটিং এর উপর কন্টেন্ট "
বিষয়টি অনেক ইনট্রেস্টিং তাই না?আসলেই কন্টেন্ট লেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই কন্টেন্ট লেখার আগে অবশ্যই কন্টেন্ট লেখার নিয়মাবলি সঠিকভাবে জানা উচিত।

প্রথমেই জানতে হবে কন্টেন্ট কি?
কন্টেন্ট হচ্ছে ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিষয়বস্তু।
যে কোন যোগাযোগ মাধ্যমে বিষয়বস্তুকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য কন্টেন্ট এর বিকল্প নেই।

কন্টেন্ট সাধারণ চার প্রকার হয়ে থাকে।
1. Writing Content.
2. Video Content.
3. Image Content.
4. Audio Content.

আজ আমি আলোচনা করবো Writing Content নিয়েঃ
ডিজিটাল মার্কেটিং এর জন্য রাইটিং কন্টেন্ট এর ভূমিকা অপরিসীম। কন্টেন্ট রাইটার তার লেখার মাধ্যমে বিষয়বস্তুকে সুন্দরভাবে অন্যদের কাছে উপস্থাপন করে। ফলে বর্তমানে একজন কন্টেন্ট রাইটার ঘরে বসেই প্রচুর টাকা ইনকাম করতে পারে।তবে কন্টেন্ট হতে হবে অবশ্যই মানসম্মত এবং তথ্যবহুল। তাই একজন কন্টেন্ট রাইটারের অবশ্যই কিছু দক্ষতা এবং জ্ঞান থাকা প্রয়োজন। যেমনঃ

১/ভাষা দক্ষতাঃ একজন কন্টেন্ট রাইটার বাংলা বা ইংরেজি যে কোন ভাষাতেই কন্টেন্ট লিখতে চাইলে সে ভাষার উপর ভালো দক্ষতা থাকতে হবে।তবে বর্তমানে ইংরেজি কন্টেন্ট এর চাহিদা ব্যাপক।

২/প্রাঞ্জল ভাষাঃ অবশ্যই প্রাঞ্জল ভাষায় কন্টেন্ট লিখতে হবে যেন পাঠক একবার পড়েই বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করে।

৩/লেখার বৈচিত্রঃ লেখার মধ্যে অবশ্যই বৈচিত্রতা নিয়ে আসতে হবে।গতানুগতিক লেখা থেকে বের হয়ে ভিন্নধারার লেখার মাধ্যমে পাঠকের মনোযোগ আকর্ষণ করতে হবে।

৪/সঠিক বানানঃ অবশ্যই সঠিক বানানে কন্টেন্ট লিখতে হবে কারণ একটি ভুল বানান পুরো একটি কন্টেন্ট এর ভাবমূর্তি নষ্ট করতে পারে।

এবার আমরা জানবো একটি ভালো কন্টেন্ট তৈরির উপায় কি?
একটি ভালো কন্টেন্ট তৈরি করতে হলে অবশ্যই সেই বিষয়ের উপর ভালো ভালো কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা তৈরি করতে হবে।কারো কন্টেন্ট কপি পেস্ট না করে সতন্ত্র কন্টেন্ট তৈরি করতে হবে।অনুমানের ভিত্তিতে তথ্য প্রদান না করে তথ্যের উৎস সহ তথ্য প্রদান করতে হবে।অনেক বড় না করে ছোট ছোট প্যারা করে কন্টেন্ট লিখতে হবে।যথাযথ কী-ওয়ার্ড ব্যবহার করতে হবে, কী-ওয়ার্ড একটি শব্দ বা একটি বাক্যেরও হতে পারে।

এছাড়াও ইফেক্টিভ কন্টেন্ট এর জন্য আরও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।যেমনঃ
★নজরকাড়া একটি হেডলাইন।
★কন্টেন্ট এর একটি সঠিক ভূমিকা রাখা যা এক চামচ চা এর মত হবে যেন এক চামচ চা খেয়ে পুরো এক কাপ চা খেতে ইচ্ছে হয়।
★কন্টেন্ট এর বডি সুন্দর ভাবে গুছিয়ে লেখা।
★অনুপ্রেরণা মূলক উপসংহার তৈরি করা।

আশা করছি উপরের এই বিষয়বস্তু গুলো মাথায় রেখে কন্টেন্ট লিখলে আমরা প্রত্যেকেই একজন ভালো কন্টেন্ট রাইটার হতে পারবো ইনশাআল্লাহ।

Address

Gangachara Road
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marfuya Islam Milu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share