15/08/2025
যে ভালোবাসা সাধন করা অসম্ভব হয়ে যায়। যা পাওয়ার আশংকা কেবল ভাগ্যের উপরেই না, নিয়তির উপরেও নির্ভর করে তা ঠেকানোর সাধ্য মানুষের নিয়ন্ত্রণে থাকে না।
নিয়ন্ত্রণের বাহিরে সব চলে গেলে অজস্র প্রহর গড়ালে মনে পড়ে দেরি হয়ে গেছে এখন আর কোনো উপায় নেই কিছু নিয়ন্ত্রণে আনার। নিরুপায় চোখ নিয়ে ভাগ্যের দিকে তাকিয়ে কী উপহাস!
হারানোর ঠিক পর মুহূর্তে মনে হয় পাওয়াটা হয়তো সৌজন্যতা। না পেয়েও যে ভালোবাসা বাঁচিয়ে রাখা যায়, সে ভালোবাসা হয়ে উঠে নিঃস্বার্থ সম্পর্কের প্রতীক। ছেড়ে দেয়া সবসময় যন্ত্রণার নয়।
আগলে রাখতে গিয়ে যা অজান্তেই বেখেয়ালে ছিটকে গেলো, তা যেনো অবহেলা অযত্নে হারিয়ে না যায়। কুড়িয়ে নেওয়ার কোনো উপায় না থাকলেও একটা নিরাপদ স্থানে তা রেখে দেয়াই যায়। ভালোবাসা বেঁচে থাকুক এটাই প্রাপ্তি।