31/10/2024
নির্ঘুম রাত, আমি আর তারা,
চোখে স্বপ্নহীন কুয়াশা ভরা।
নীল আকাশের নির্জন কোণে,
নিঃশব্দে কাঁদে হৃদয়ের গানে।
রাতের তারা বলে যায় কথা,
অশ্রু জমা আকাশের পাতা।
আমার নিঃশ্বাসে ভেজা বাতাস,
তারা খুঁজে ফেরে কোন নিঃসঙ্গ আশ্বাস।
রাতের নীরবতা যেন কথা বলে,
তারা ছুঁয়ে দেয় হৃদয়ের ভিতরে।
নিদ্রাহীন চোখে, আমি আর তারা,
জেগে থাকি সেই একা রাতের আড়া।
একা থাকি, গল্প গাঁথি,
তারা আর আমি—নিঃসঙ্গ সাথি।