মিছে মায়া彡

মিছে মায়া彡 ❝আবেগ,অনুভূতি,ভালবাসা সবার মনে ঠাঁই পায়না❞
(3)

আমারও একটা অপূর্ণতার গল্প আছে।
আমারও একটা না পাওয়ার বেদনা আছে।
আমারও আছে ভাঙ্গা স্বপ্ন আর বিচ্ছেদের গল্প।
কিন্তু সেসব বলার মতো সময় বা মানুষ কোনোটাই আমি পাইনি।

আমি আসলে নতুন করে আর মিথ্যা স্বপ্ন দেখিনি।
খুঁজতে যাইনি নতুন কাউকে।
অথবা তাকাইনি সময়ের দিকে।
অধিক এক্সপেকটেশনে মানুষ পঙ্গুর মতোই হয়ে যায়।
আমি দ্বিতীয়বার আর সেই পঙ্গু হতে চাইনি।

আমি ভেসেছি সময়ের স্রোতে।
নিজেকে ব্যস্ত করে তুলেছি।
সবরকম এক্

সপেকটেশন বাদ দিয়েই নিজেকে সান্ত্বনা দিয়েছি।
বুঝিয়েছি একটাই কথা -
চিরদিন কেউ থাকে না। আমৃত্যু এই যাত্রা একান্তই আমার আর কারোর না। তাই আমার সঙ্গী শুধুই আমি'''

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
20/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

14/06/2025

পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক।
শুধু বিশ্বাসে, ভালোবাসায় আর যত্নে রাখলে এই সম্পর্কের কোন শেষ বলে কিছু থাকেনা❤️✅

Today's best photo 🕋❤️
31/05/2025

Today's best photo 🕋❤️

16/05/2025

💔💔💔

#ভাইরালভিডিওシভিডি #রিলসভিডিওシ #মিছে_মায়া

゚viralシfypシ゚viralシalシ

15/05/2025

ভালোবাসার চেয়ে দামি কিছু হয় না!!❤️✅💥

#ভাইরালভিডিওシভিডি #রিলসভিডিওシ #মিছে_মায়া

゚viralシfypシ゚viralシalシ

চুল বাইন্ধা রাখতে পারোস না?:বান্ধনের লাইগা তো ফিতা লাগবো, পামু কই?কাইল কাগজ খুঁইট্যা যা পামু, ওইখান থাইকা তোরে ফিতা কিইন...
18/04/2025

চুল বাইন্ধা রাখতে পারোস না?

:বান্ধনের লাইগা তো ফিতা লাগবো, পামু কই?

কাইল কাগজ খুঁইট্যা যা পামু, ওইখান থাইকা তোরে ফিতা কিইন্যা দিমুনি।

:কিনলেও আমি চুল ছাইড়া দিয়াই রাখুম। আমার চুল বান্ধনের লাইগা দিনে একবার হইলেও আফনের হাত আমার মাথায় পড়তেছে। ফিতা দিয়া চুল বান্ধিলে তহন আমি এই সুখ পামু ক্যামনে?
মিছে মায়া彡

19/02/2025

💔😪💔

#ভাইরালভিডিওシভিডি #রিলসভিডিওシ #মিছে_মায়া

15/02/2025

বাবারা কষ্ট করে মেয়ের ইজ্জত বাঁচাতে আর মেয়েরা ফ্রিতে নেচে নেচে শরীর প্রদর্শন করে😅💔😪💔

#ভাইরালভিডিওシভিডি #রিলসভিডিওシ #মিছে_মায়া

14/02/2025

Close your eyes and feel this❤️✅

#ভাইরালভিডিওシভিডি #রিলসভিডিওシ #মিছে_মায়া

13/02/2025

বয়সটা আজও বেশি হয়নি,
অথচ শরীর-মন দুটাই ক্লান্ত 😪💔
#ভাইরালভিডিওシভিডি
#রিলসভিডিওシ
#মিছে_মায়া

12/02/2025

আমারে হারাইলে বুঝবা আমি কি ছিলাম!💔
💔😅

#মিছে_মায়া
#ভাইরালভিডিওシভিডি
#রিলসভিডিওシ

তারপর একদিন সব সয়ে যায়!চলে যাওয়া, উপেক্ষা, আঘাত, অবহেলা, দুঃখ, প্রত্যাশা, তাচ্ছিল্য সব সয়ে যায়।মানুষ ধীরে ধীরে সব ম...
12/02/2025

তারপর একদিন সব সয়ে যায়!
চলে যাওয়া, উপেক্ষা, আঘাত, অবহেলা, দুঃখ, প্রত্যাশা, তাচ্ছিল্য সব সয়ে যায়।
মানুষ ধীরে ধীরে সব মানিয়ে নেয়।
এভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতি গুলো মরে যায়, আর মানুষটা পাষাণে পরিণত হয়।
ভালো-খারাপ, দিন-রাত সব একই লাগে।
আবেগের আনাগোনা বন্ধ হয়।
শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর।
সয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নিতে হয়..!😅❤️‍🩹

Address

Rangpur

Telephone

+8801982355197

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিছে মায়া彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিছে মায়া彡:

Share

Category