Monojog Prokash

Monojog Prokash আপনার চিন্তায় সত্যের সন্ধান খবর হবে নির্ভুল ও সত্য...........

উত্তরার মাইলস্টোন স্কুলে যু*দ্ধবিমান বি*ধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নি*হত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। শতাধিক আ*হত।...
22/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলে যু*দ্ধবিমান বি*ধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নি*হত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। শতাধিক আ*হত। সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি। তিনি বলেন, ঢাকা শহরে সন্তানের পিতা-মাতা হওয়া এক বিরাট যু*দ্ধ, বিশেষ করে মধ্যবিত্তদের জন্য। স্কুল-কলেজ-কোচিংয়ের ব্যয় ও ঝুঁ*কির মাঝে সন্তানদের নিরাপদ রাখতে তারা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন।

তিনি জানান, দু*র্ঘটনার রাতে কেউ ঘুমাতে পারেননি, এবং এই ধোঁয়া ও কান্না পিতা-মাতার বুকের ভেতর চিরকাল জ্বলবে। সমাজ হয়তো ঘটনাটি ভুলে যাবে, কিন্তু ক্ষ*তগ্রস্ত পরিবারগুলোর জন্য এ বেদনা থেকে মুক্তি নেই।

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দু*র্ঘটনার পর তরুণ গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষো*...
22/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দু*র্ঘটনার পর তরুণ গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষো*ভ প্রকাশ করে বলেন, শুধু রাষ্ট্র নয়, সমাজেরও দায় রয়েছে।

তিনি উল্লেখ করেন, রিকশা ও সিএনজি চালকেরা আ*হতদের সহায়তা না করে বাড়তি ভাড়া আদায় করেছেন, প্রাইভেট কারও সাহায্য না করে পাশ কাটিয়ে গেছে।

তিনি এটিকে নৈতিকতা-শূন্য, মেরুদণ্ডহীন সমাজের প্রতিচ্ছবি বলে আখ্যা দেন। অতীত বন্যা, মেলা বা সরকারি সুযোগের সময়ও মানুষের এই লোভী আচরণ ছিল—যেখানে সুযোগ পেলেই লু*টে নেওয়ার প্রবণতা দেখা যায়। তার মতে, এই চরিত্রগত সমস্যাই দু*র্নীতির মূল উৎস।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশের বিপদের সময় গুজব ও অপতথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এব...
22/07/2025

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশের বিপদের সময় গুজব ও অপতথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ ও তদন্ত কার্যক্রমের বিষয়ে আশ্বস্ত করেছেন।

বিস্তারিত কমেন্টে...

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যু*দ্ধবিমান বি*ধ্বস্ত হয়। এতে ব...
22/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যু*দ্ধবিমান বি*ধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হ*তাহত হয় এবং সারা দেশে শো*কের ছায়া নেমে আসে।

জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এই ঘটনায় গভীর শো*ক প্রকাশ করে বলেন, দু*র্ঘটনার আ*র্তচিৎকারে ক্যাম্পাস ভারী হয়ে ওঠে এবং এত শিশুর মৃ*ত্যু আগে ঘটেনি।

তিনি নি*হতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আ*হতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি রক্তদানে এগিয়ে আসার ও হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানান।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানান, তিনি প্রতিদিন মেয়েকে ওই রাস্তা দিয়ে স্কুলে নিয়ে যান। গ্রীষ্মকালীন ছুটির কারণে এখন সে ঝু...
22/07/2025

অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানান, তিনি প্রতিদিন মেয়েকে ওই রাস্তা দিয়ে স্কুলে নিয়ে যান। গ্রীষ্মকালীন ছুটির কারণে এখন সে ঝুঁ*কিমুক্ত। কিন্তু যাদের সন্তানরা সরাসরি দু*র্ঘটনার শিকার হয়েছে, তাদের কষ্ট তিনি কল্পনাও করতে পারছেন না।

বিমান বাহিনী প্রধান জানিয়েছেন, আ*হতদের সুচিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বাংলাদ...
22/07/2025

বিমান বাহিনী প্রধান জানিয়েছেন, আ*হতদের সুচিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তথ্য গোপনের কোনো প্রশ্নই নেই, কারণ সবাই এই দেশের মানুষ – সবার প্রতি দায়বদ্ধতা রয়েছে।

হাইকোর্ট সব শিক্ষার্থীর আইডি কার্ডে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ দিয়েছে। মাইলস্টোন স্কুল দুর্ঘটনার ...
22/07/2025

হাইকোর্ট সব শিক্ষার্থীর আইডি কার্ডে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ দিয়েছে। মাইলস্টোন স্কুল দুর্ঘটনার তদন্ত, ক্ষতিপূরণ এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশও দেওয়া হয়েছে।

বিস্তারিত কমেন্টে...

জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না। ভিন্নমত পোষণকারীরা জাতীয় সনদ...
22/07/2025

জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না। ভিন্নমত পোষণকারীরা জাতীয় সনদে আপত্তি জানাতে পারবে।

বিস্তারিত কমেন্টে...

উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যু*দ্ধবিমান বি*ধ্বস্তের ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের...
22/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যু*দ্ধবিমান বি*ধ্বস্তের ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের ক্ষো*ভে ঘেরাও হন।

বিস্তারিত কমেন্টে...

উত্তরার মাইলস্টোন কলেজের পাশে একটি বিমান বি*ধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নি*হত ও আ*হত হয়। আ*হতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজের পাশে একটি বিমান বি*ধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নি*হত ও আ*হত হয়। আ*হতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি, অনেকেই মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ অবস্থায় অভিনেতা রাশেদ সীমান্ত ফেসবুক লাইভে এসে ভিড় না করার আহ্বান জানান এবং রাজনৈতিক নেতাকর্মীদের দলবল নিয়ে না আসার অনুরোধ করেন। তিনি বলেন, এই মুহূর্তে রাজনীতি নয়, মানবিক সহায়তা প্রয়োজন। লাইভে নির্মাতা তপু খানও তার বক্তব্যে জনগণের কষ্ট ও ভিড়ের সমস্যার কথা তুলে ধরেন।

জুলাই অ*ভ্যুত্থানের শ*হীদ পরিবারদের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকা সঞ্চয়পত্র আকারে প্রদান করা হবে। ২০২...
21/07/2025

জুলাই অ*ভ্যুত্থানের শ*হীদ পরিবারদের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকা সঞ্চয়পত্র আকারে প্রদান করা হবে। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি পরিবারকে ইতিমধ্যে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি আরও জানান,

ক) শ্রেণির যো*দ্ধারা পাবেন ৫ লাখ টাকা ও ২০ হাজার টাকা মাসিক ভাতা।

খ) শ্রেণির পাবেন ৩ লাখ টাকা ও ১৫ হাজার টাকা ভাতা।

গ) শ্রেণির পাবেন ১ লাখ টাকা ও ১০ হাজার টাকা ভাতা।

আগামী ৫ আগস্ট শ*হীদ পরিবার ও যো*দ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। তবে পুনর্বাসন কার্যক্রমে ফ্ল্যাট বা সরকারি চাকরিতে কোটা নেই।

মনোযোগ প্রকাশ পরিবার শোকাহত
21/07/2025

মনোযোগ প্রকাশ পরিবার শোকাহত

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Monojog Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monojog Prokash:

Share

Category

২৪ ঘন্টা খেলার খবর

আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের খেলার দেওয়া আর সেই খেলার খবর হতে হবে নির্ভুল ও সত্য । তাই আমাদের প্রবাদ হলো "নির্ভুল ও সত্য । আমাদের লাইক দিয়ে কমেন্ট করে উৎসাহ করুন ।

Stay With Us