
22/07/2025
উত্তরার মাইলস্টোন স্কুলে যু*দ্ধবিমান বি*ধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নি*হত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। শতাধিক আ*হত। সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনায় আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি। তিনি বলেন, ঢাকা শহরে সন্তানের পিতা-মাতা হওয়া এক বিরাট যু*দ্ধ, বিশেষ করে মধ্যবিত্তদের জন্য। স্কুল-কলেজ-কোচিংয়ের ব্যয় ও ঝুঁ*কির মাঝে সন্তানদের নিরাপদ রাখতে তারা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন।
তিনি জানান, দু*র্ঘটনার রাতে কেউ ঘুমাতে পারেননি, এবং এই ধোঁয়া ও কান্না পিতা-মাতার বুকের ভেতর চিরকাল জ্বলবে। সমাজ হয়তো ঘটনাটি ভুলে যাবে, কিন্তু ক্ষ*তগ্রস্ত পরিবারগুলোর জন্য এ বেদনা থেকে মুক্তি নেই।