Nilphamari24

Nilphamari24 All rights reserved.
(2)

"সংবাদ ও বিনোদনে সবার আগে সব সময়"
"মানুষের পাশে, ন্যায়ের পক্ষে"
✅জেলার সর্বশেষ খবর|ব্রেকিং নিউজ |উপজেলা আপডেট |খেলাধুলা |জনদুর্ভোগ
📲 Inbox করুন খবর জানাতে বা প্রচারের জন্য!
📞 যোগাযোগ করুন: 01303251152 (WhatsApp)
© 2025 Nilphamari24. DISCLAIMER
Any user who posts any comment on this page that is in violation of Section 57 of the ICT ACT, 2006 or any other provisions of laws applicable in respect of

electronic communication shall be liable to prosecution in accordance with law and shall be subject to punishment of not less than 7 years imprisonment.

ঝড়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ৫শ পরিবারকে সৈয়দপুরের ইকু গ্রুপের খাদ্য সহায়তা-----------------------------------------------কিশোরগ...
09/10/2025

ঝড়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ৫শ পরিবারকে
সৈয়দপুরের ইকু গ্রুপের খাদ্য সহায়তা
-----------------------------------------------
কিশোরগঞ্জের গাড়াগ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান ইকু গ্রুপ। এ সময় প্রতিটি পরিবারকে নীলফামারী-৪ (সৈয়দপুর+কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষ থেকে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, সাবানসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হাতে তুলে দেওয়া হয়।

ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু উপস্থিত থেকে ওই খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অন্তিকসহ অন্যান্যরা।

ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু জানান, আমরা বরাবরই এসব মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত কয়েকদিন আগে এখানে তুমুল ঝড়ে এই পরিবারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আমরা ইকু পরিবারের পক্ষে থেকে সাধ্যমত খাদ্যসামগ্রী বিতরণ করেছি। মানুষের পাশে যাতে এভাবেই থাকতে পারি এজন্য সবার দোয়া চান তিনি।
উল্লেখ্য গত ৫ অক্টোবার সকালে হঠাৎ ঝড়ে কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। অনেকে খোলা আকাশে থাকতে বাধ্য হন।

নীলফামারীতে কথাকাটাকাটির জেরে চাকুর আঘাতে আহত ১ জননীলফামারী শহরের নিউ এভার কেয়ার ক্লিনিকের সামনে আজ সন্ধ্যায় গায়ে ধাক্কা...
09/10/2025

নীলফামারীতে কথাকাটাকাটির জেরে চাকুর আঘাতে আহত ১ জন

নীলফামারী শহরের নিউ এভার কেয়ার ক্লিনিকের সামনে আজ সন্ধ্যায় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে একজন ব্যক্তি অপরজনকে ধারালো চাকু দিয়ে আঘাত করে আহত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ধাক্কা লাগার বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে একজন পকেট থেকে চাকু বের করে অপরজনকে আঘাত করে। আহত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো পরিচয় আমরা পাই নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

© Nilphamari24 | সকল স্বত্ব সংরক্ষিত*

ব্যাংকিং খাতে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে নীলফামারীতে।এ...
09/10/2025

ব্যাংকিং খাতে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে নীলফামারীতে।

এ উপলক্ষে বুধবার নীলফামারী জেলার হাজী মহসিন রোডের উত্তরা মিলস ভবনে আইএফআইসি ব্যাংকের শাখার আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নীলফামারী আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহাজাদী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ব্যাংকের সার্বিক সাফল্য ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংকের অব্যাহত ভূমিকার জন্য প্রার্থনা করা হয়। পরে অতিথি ও উপস্থিত সবাইকে মিষ্টান্ন পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অতিথিরা আইএফআইসি ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

09/10/2025

"নীলফামারীর কিশোরগঞ্জে এসে রিজভীর কড়া বার্তা! কী বললেন বিএনপির এই শীর্ষ নেতা?"
🎥 সম্পূর্ণ বক্তব্য দেখুন ভিডিওতে…

#রুহুল_কবির_রিজভী #কিশোরগঞ্জ #রাজনীতি #ভিডিও_বক্তব্য

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায় আজ দুপুরের দিকে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে পানিত...
09/10/2025

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায় আজ দুপুরের দিকে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় দুই শিশু।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা নদীতে গোসল করতে গেলে এক পর্যায়ে আর উঠে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাদের মৃ ত দেহ উদ্ধার করে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নদীটি বর্ষার কারণে অনেক জায়গায় গভীর হয়ে গেছে, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।

প্রশাসনের প্রতি অনুরোধ, এলাকাগুলোর নদী বা জলাশয়ে যেন সতর্কতামূলক ব্যবস্থা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়—এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে।

© Nilphamari24 | সকল স্বত্ব সংরক্ষিত

09/10/2025

সেফ এক্সিট (Safe Exit) কি?

সেফ এক্সিট (Safe Exit)* বলতে বোঝানো হয়—একটি নিরাপদ প্রস্থান পথ বা পদ্ধতি, যা কোনো ভবন, প্রতিষ্ঠান বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে *দ্রুত ও নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ* দেয়।

বিভিন্ন ক্ষেত্রে সেফ এক্সিটের মানে:

1. ভবনে (Building):
অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো জরুরি অবস্থায় যাতে মানুষ নিরাপদে বের হতে পারে, তার জন্য নির্ধারিত দরজা বা পথকে Safe Exit বলা হয়।

2. প্রকল্প বা কর্মস্থলে:
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক বা পরিকল্পিতভাবে কাজ/প্রকল্প শেষ করে বেরিয়ে যাওয়ার সুযোগকে Safe Exit বলা যেতে পারে।

3. নিরাপত্তা ব্যবস্থা:
নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে সঠিক সময়ে, সঠিক পথে বের হওয়ার প্রশিক্ষিত পদ্ধতিও Safe Exit-এর অংশ।

লক্ষ্য:
- জীবন বাঁচানো
- বিশৃঙ্খলা এড়ানো
- জরুরি পরিস্থিতিতে পরিকল্পিত সাড়া দেওয়া

সংক্ষেপে:
Safe Exit = নিরাপদ ও দ্রুত বেরিয়ে যাওয়ার পথ বা কৌশল।

নীলফামারীর কিশোরগঞ্জের সোহাগ ও রিফাত অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দলে নির্বাচিতনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া এলাকার ক্রী...
08/10/2025

নীলফামারীর কিশোরগঞ্জের সোহাগ ও রিফাত অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দলে নির্বাচিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য আনন্দের খবর! উপজেলার উদীয়মান দুই ফুটবল খেলোয়াড় সোহাগ ও রিফাত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আওতায় আয়োজিত নীলফামারী অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দলে নির্বাচিত হয়েছেন।

দলের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার আগে তারা সফলভাবে বয়স যাচাই-বাছাই ও মেডিকেল টেস্টে উত্তীর্ণ হন, যা প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও এলাকাবাসী তাদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার জন্য তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন।

Nilphamari24-এর পক্ষ থেকে দুই কৃতি খেলোয়াড়কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!

© Nilphamari24 | সকল স্বত্ব সংরক্ষিত

প্রচারে: এ এইচ  এম সাইফুল্লাহ রুবেল। সদস্য সচিব,নীলফামারী জেলা বিএনপি।
08/10/2025

প্রচারে: এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
সদস্য সচিব,নীলফামারী জেলা বিএনপি।

07/10/2025

এই বৃদ্ধ ব্যাক্তিকে আমরা একটা গরু দিয়েছিলাম, কিন্তু গরুটি এখন নাই।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে একটি আলোচ...
07/10/2025

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমির গ্যালারি রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ১৪৯ ...
06/10/2025

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭২৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বেচাকেনা হয়েছে।

06/10/2025

নীলফামারী-লালমনিরহাটের লাখো মানুষ পানিবন্দি।সকাল ৬ টায় তিস্তার পানি রাতের চেয়ে কমে বিপদসীমার ১০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়।

Address

Nilphamari Sador
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Nilphamari24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nilphamari24:

Share

Our Story

"সংবাদ সংযোগে সবার আগে সব সময়" ©Nilphamari24 Email: [email protected]