
09/10/2025
ঝড়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ৫শ পরিবারকে
সৈয়দপুরের ইকু গ্রুপের খাদ্য সহায়তা
-----------------------------------------------
কিশোরগঞ্জের গাড়াগ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান ইকু গ্রুপ। এ সময় প্রতিটি পরিবারকে নীলফামারী-৪ (সৈয়দপুর+কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষ থেকে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, সাবানসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হাতে তুলে দেওয়া হয়।
ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু উপস্থিত থেকে ওই খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অন্তিকসহ অন্যান্যরা।
ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু জানান, আমরা বরাবরই এসব মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত কয়েকদিন আগে এখানে তুমুল ঝড়ে এই পরিবারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আমরা ইকু পরিবারের পক্ষে থেকে সাধ্যমত খাদ্যসামগ্রী বিতরণ করেছি। মানুষের পাশে যাতে এভাবেই থাকতে পারি এজন্য সবার দোয়া চান তিনি।
উল্লেখ্য গত ৫ অক্টোবার সকালে হঠাৎ ঝড়ে কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। অনেকে খোলা আকাশে থাকতে বাধ্য হন।