28/09/2024
🙃
তোমার আম্মু তোমাকে বলেছিলো, কাফি'র ঢাকাতে বাড়ি গাড়ি নাই। তুই ঢাকার একটা বাড়ি ওয়ালার মেয়ে হয়ে কই গিয়ে থাকবি। কাফি'র তো ঢাকাতে বাড়ি গাড়ি নাই। আজ গাড়ি হইছে বাড়িটাও হয়ে যাবে হয়তো আল্লাহ দিলে। আল্লাহ দিলে কতক্ষণ! চাইলে গাড়ির মধ্যেও দু'জন থাকা যায়। বাট তুমি বাড়িওয়ালা পাইলা গাড়িওয়ালা পাইলা টাকাওয়ালা পাইলা কিন্তু মাগার কাফি'কে পাইলা না আর আমি তোমাকে ভালোবাসাকে বিশ্বাসকে পাইলাম না। এ-সব গাড়ি বাড়ি দিয়ে কি হয় বলো! তোমাকে না পেলে শূন্য ঘর শূন্য'ই রয়ে গেলো। ভালোবাসি বাট কখনো ক্ষমা করবো না। 💔
©kafi vaiya♥