ছাত্রশিবির, নীলফামারী সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • ছাত্রশিবির, নীলফামারী সরকারি কলেজ

ছাত্রশিবির, নীলফামারী সরকারি কলেজ ছাত্রশিবির, নীলফামারী সরকারি কলেজ শাখার অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগতম।

নীলফামারী সরকারি কলেজের এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল
16/10/2025

নীলফামারী সরকারি কলেজের এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল

16/10/2025

নীলফামারী সরকারি কলেজের HSC পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন।

16/10/2025

আলহামদুলিল্লাহ,
চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ভিপি, জিএসসহ ২৪টি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়। শহীদী ক্যাম্পাসে মহান রব আমাদের সম্মানিত করেছেন।

৭ ই অক্টোবর "নিপীড়ন বিরোধী দিবস" ও শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন  করে ...
07/10/2025

৭ ই অক্টোবর "নিপীড়ন বিরোধী দিবস" ও শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,নীলফামারী শহর শাখা।

05/10/2025

৫ অক্টোবর : বিশ্ব শিক্ষক দিবস।
নীলফামারী সরকারি কলেজের শ্রদ্ধেয় শিক্ষকদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী সরকারি কলেজ।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ই'স'রা'ই'লি হামলার তীব্র নিন্দা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বানআন্তর্জাতিক মানব...
02/10/2025

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ই'স'রা'ই'লি হামলার তীব্র নিন্দা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ই'স'রা'ই'লে'র ব'র্ব'র হামলা ও অবৈধভাবে আটকের তীব্র নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গা'জা'য় চলমান অবরোধ ভাঙতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ৫০টিরও বেশি জাহাজের একটি বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সুমুদ ফ্লোটিলাসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের কয়েক হাজার সচেতন নাগরিক এতে অংশ নেয়। নৌবহরটি গাজার উপকূলের নিকটবর্তী হলে ই'স'রা'য়ে'লি বাহিনীর আক্রমণের শিকার হয়। ইতোমধ্যেই ৯টির অধিক জাহাজকে আটক করে নিয়ে যায় তারা। মানবিক সহায়তাবাহী এই বহরে ই'স'রা'য়ে'লে'র আগ্রাসন আন্তর্জাতিক আইন, সামুদ্রিক সুরক্ষা বিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “অবরুদ্ধ গা'জা ইতোমধ্যেই ভ'য়া'ব'হ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। দুই বছরেরও কম সময়ে দখলদার ই'স'রা'য়ে'ল ৬৬ হাজারেরও বেশি মানুষকে শহীদ করেছে, যার অধিকাংশ শিশু ও নারী, এবং ঘরবাড়ি, স্কুল, হাসপাতালসহ প্রায় সব অবকাঠামো ধ্বংস করেছে। এমন পরিস্থিতিতে ফ্লোটিলার মতো উদ্যোগ মানবতার জন্য আশার প্রদীপ। বিশ্ব সম্প্রদায়ের এমন মানবিক উদ্যোগে ই'স'রা'য়ে'লে'র এই আ'গ্রা'স'ন কেবল গা'জা'র জনগণকে সহায়তা থেকে বঞ্চিত করা নয়, বরং বৈশ্বিক মানবতাকেও চ্যালেঞ্জ জানানোর শামিল। সারা বিশ্বের মানুষ মানবিক সহায়তামূলক এই যাত্রাকে স্বাগত জানালেও ই'স'রা'য়ে'ল ‘ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয়, বরং উস্কানিমূলক’ ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে।”

নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো ই'স'রা'য়ে'ল'কে তার এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা এবং বহরের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষত মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতিও এই ঘটনার তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তার জন্য দোয়া কামনা করেন। বিশেষ করে নৌযানের বহরে যোগ দেওয়া বৃটিশ-বাংলাদেশী সাহায্যকর্মী রুহি এবং বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; নীলফামারী সরকারি কলেজের সাবেক সভাপতি ও  তৎকালীন নীলফামারী জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক...
30/09/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; নীলফামারী সরকারি কলেজের সাবেক সভাপতি ও তৎকালীন নীলফামারী জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম (রুবেল) ভাইয়ের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করা হয়। উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ। আল্লাহ্ ভাইকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আমিন

মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি পরিহার করতে হবে। ছাত্র রাজনীতি আর টাকা উপার্জনের মেশিন হবে না।-শিবির সেক্রেটারি  Nurul ...
28/09/2025

মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি পরিহার করতে হবে। ছাত্র রাজনীতি আর টাকা উপার্জনের মেশিন হবে না।
-শিবির সেক্রেটারি Nurul Islam Saddam

26/09/2025

সরাসরি__ নীলফামারী ডিসি চত্বর থেকে__
৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ....শেষে বি'ক্ষো'ভ মিছিল .

কলেজ বন্ধের নোটিশ।
25/09/2025

কলেজ বন্ধের নোটিশ।

25/09/2025
https://dailyeaibangla.com/news/48434
25/09/2025

https://dailyeaibangla.com/news/48434

সেলিম রেজা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সরকারি কলেজের অনার্স১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের নবীন...

Address

Nilphamari, Sadar
Rangpur
5300

Telephone

+8801774257767

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, নীলফামারী সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share