04/09/2022
আত্মহত্যা কোনো গন্তব্য নয়!
প্রিয় শাহনাজ, আত্মহত্যা কোনো সমাধান নয়, বেঁচে থাকাটাই সমাধান। হেরে যাওয়া কখনও কোনো গন্তব্য হতে পারে না। জেতার জন্য লড়াই করাটাই জীবনের লক্ষ্য। যে তোমাকে বেঁচে থাকতে দেয়নি, তার জন্যই তোমাকে বেঁচে থাকতে হতো। দেখাতে হতো তোমার জীবনে সে কতটা তুচ্ছ! দেখাতে হতো, তোমার জীবন কারও জন্য নয়, সবার জন্য। পৃথিবীর জন্য, পৃথিবীর সব মানুষের জন্য। তোমার মা-বাবা, ভাই-বোন অসংখ্য মানুষ তোমাকে ভালোবাসে। ওদের জন্যই তোমাকে বেঁচে থাকতে হতো। পৃথিবীতে তোমার খুব দরকার ছিলো শাহনাজ। এত সহজে হাল ছেড়ে দিতে নেই। কোন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারার মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। জীবনের অনেকগুলো অর্থ আছে। তুমি তো তোমার জন্য সৃষ্টি হওনি। একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছো। ছোট্ট একটি অভিমানের কাছে সবটা হেরে যেতে পারে না! এতটা অভিমান ভালো নয় শাহনাজ! জানি তুমি আর কখনও ফিরবে না। ক্লাসের একটি চেয়ার ফাঁকাই রবে। পরিবারের সদস্য, বন্ধুরা একটি হাহাকার নিয়ে বেঁচে থাকবে। তবুও আশা করি, আর যেনো কেউ এমন ভুল না করে।
সম্প্রতি সারাদেশ, তথা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যার পরিমাণ আশঙ্ক্ষাজনকভাবে বেড়েছে। তরুণসমাজ আজ বিপদগ্রস্ত। যুবসমাজ আজ অনেকাংশেই বিপদগামী। তরুণদের মানসিকস্বাস্থ্যে দিকে নজর দেয়ার এখনই সময়। আর যেনো কোনো শাহনাজ আত্মহত্যা না করে সে জন্য তাদের মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যবস্থা করতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। হল ও বিভাগগুলোতে নিয়মিত কাউন্সিলিং-এর ব্যবস্থা করতে পারে। তাদের সমস্যাগুলো নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য প্রতিষ্ঠানিকভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে। এতে সবাইকে হয়তো বাঁচানো সম্ভব নয়, তবুও একটি প্রাণ যদি বাঁচে।
উমর ফারুক, শিক্ষক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর