Gonar SD

Gonar SD আলহামদুলিল্লাহ,আপনারা ইসলামিক পেজ টিকে ফলো করুন 🤲🤲
(3)

বাংলাদেশে কি এ রকম পতাকা হবে
09/04/2024

বাংলাদেশে কি এ রকম পতাকা হবে

কতো বছর হবে গাছের বয়স
24/01/2024

কতো বছর হবে গাছের বয়স

24/01/2024

এটা মাহাদীর জমিন এটা ইসার (আ) জমিন
এখান থেকে বের হবে আগামীর সালাউদ্দিন রা অপেক্ষা শুধু মুহাম্মদের (স) সৈন্যরা আসছে
তোমাদের ত্রুটি চেপে ধরতে ইনশাআল্লাহ

24/01/2024

--১টা ব্লাউজ পরার পরেও তোমার পিঠ দেখা যাচ্ছে কেনো।

--এটা স্টাইল তুমি বুঝবেনা।

--আমি তোমাকে ব্লাউজ স্টাইল করে বানানোর জন্যে কি টাকা দিয়ে ছিলাম ইতি।

ইতি : আরে এতে চিল্লাচিল্লি কি আছে বুঝলাম না আমি। ভালো লাগছে এই জন্যে তো বানাইছি।

হাসিব : এটা এই মুহূর্তে খুলে ভালো কোন ড্রেস পরো।

ইতি : আশ্চর্য এমন করো কেনো।

হাসিব : তোমাকে যা বলছি তাই করো।

ইতি : আমি পারবোনা। এটাই পরে যাব বিয়ে খাইতে।

হাসিব : যাও চেন্স করে আসো আবার বলতেছি তোমার ইতি।

ইতি : বললাম না পারবোনা।

"ইতির মুখে এই কথাটি শুনা মাত্রই হাসিব কশে একটি থাপ্পড় দিয়ে বসে "

হাসিব : ঠাসসসস! ঠাসসসস! এইইই তোকে বলছিনা এটা চেন্স করে আয়। যদি এতোই তোর দেহটা মানুষ কে দেখাতে চাস তাহলে পতিতালয়ে যা?

"গালে হাত দিয়ে ইতি বলতে থাকে "

ইতি : তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে হাসিব।

হাসিব : এখন তো একটা দিয়েছি। বেশি কথা বললে আরো দিবো।

ইতি : ভালো খুব ভালো।

হাসিব : যাও চেন্স করে আসো এই মুহূর্তে।

ইতি : থাপ্পড় মারছোনা। আমি আর চেন্স করবোনা।

হাসিব : চেন্স করবানা।

ইতি : না না না না না না না না না?

"ইতির এমন কথা শুনে হাসিব সোজা ওর বাবা কে ফোন করে বলে থাকে।

হাসিব : আসসালামু ওয়ালাইকুম শশুর আব্বা। আপনি কাজি নিয়ে আমাদের বাসায় তারা তারি আসুন আমি আপনার মেয়েকে ডিভোর্স দিবো।

--কি হয়েছে বাবা তুমি এতো রেগে আছো কেনো। (ইতির বাবা)

হাসিব : আপনার মেয়ের সঙ্গে আমি থাকতে চাইনা। আর কিছু বলতে পারবো না।

--প্লিজজজ সব খুলে বলো আমাকে।

হাসিব : আপনার মেয়ে এমন..... বলতেই লজ্জা করতেছে আমার..........এই এই কাহিনী। আমি চাই আমার বউটা পর্দায় থাকুক। নামাজ পরুক কিন্তু আপনার মেয়ে সব কিছুর বিরুদ্ধে।

--আচ্ছা আমি দেখেছি। তুমি ইতিকে ফোনটি দাও।

"এর পরে ইতির বাবা ইতিকে কী জানি বললো। আর সঙ্গে সঙ্গে ইতি হাসিবের পা ধরে মাপ চাইতে লাগলো।

ইতি : প্লিজজ আমাকে মাপ করে দাও। আমি আমার ভূলটা বুঝতে পেরেছি।

হাসিব : আরো এমন পোশাক পরবা।

ইতি : না।

হাসিব : কথা দাও আমাকে।

ইতি : কথা দিচ্ছি আর কখনো পরবোনা।

হাসিব : আসলে ইতি এই পৃথিবীতে যেমন সুখে আছি। ঠিক মৃত্যুর পরেও যেনো এমন সুখে থাকতে পারি দুজনে তাই পর্দার সাথে চলবো নামাজ পরবো। ক্ষনিকের জন‍্যে রংতামাশা করে কি লাভ বলো।

ইতি : হুমম ঠিক বলছো।

হাসিব : ভালোবাসি বউ।

ইতি : আমি ভালোবাসি স্বামী।

"আসলেই বর্তমানে আমা

World 🌎 🗾🗺️ maps Big toমানচিত্রে দেওয়া কোন দেশ বড় কে বলতে পারবেন
23/01/2024

World 🌎 🗾🗺️ maps Big to
মানচিত্রে দেওয়া কোন দেশ বড় কে বলতে পারবেন

প্রাণের আল আকসা ছেড়ে দিবো না ভাই ইনশাআল্লাহ
21/01/2024

প্রাণের আল আকসা ছেড়ে দিবো না ভাই ইনশাআল্লাহ

03/01/2024

হায় আমি যদি, আমার রবের পায়ে দীর্ঘ সেজদায় থাকতাম,
আর ফেরেশতাগন উল্লাসিত হয়ে বলতে থাকতো যে, ইয়া রব! সেজদাকারী তো মনে হয়, ইন্তেকাল করেছেন☺️

আল্লাহ তায়ালা
আমাদের উত্তম পরিসমাপ্তি দান করুন
আমিন🥰

02/01/2024

বাংলার জমিনে কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্ট ও দালাল ঘুর ঘুর করে ঘুরে বেড়াতেছে
তাদের কিতাব লেখা কিছু বই পড়ে
মুসলমানদে ইমান আমল সব শেষ করে দিচ্ছে
তারা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাহুল ব্রাদার,ডাঃ মুজাফফর বিন মুহসিন আরো অনেকই এদের থেকে মুসলমান সাবধান হয়ে যাও
সম্ভব মুসলমানদের বুঝার তাওফিক দান করুক

একটু সবাই যাচাই-বাছাই করুন 👇
15/12/2023

একটু সবাই যাচাই-বাছাই করুন 👇

হুজুর শুধুমাত্র ফাযলামি ছাড়া কিছু করে না ভাই
26/11/2023

হুজুর শুধুমাত্র ফাযলামি ছাড়া কিছু করে না ভাই

কতো সুন্দর কথা
19/11/2023

কতো সুন্দর কথা

হুজুরের নাম কি কেউ বলতে পারেন
18/11/2023

হুজুরের নাম কি কেউ বলতে পারেন

Address

UP: Gobindogong
Rangpur

Opening Hours

00:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when Gonar SD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category