4idiots

4idiots Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 4idiots, Digital creator, honumantola Road, Rangpur.

04/08/2025

শিক্ষা শুধু বইয়ের পাতা ঘোরানোর নাম নয়, এটা স্বপ্নের জন্য লড়াই করার সাহস, আর লক্ষ্য পূরণের অটল ইচ্ছাশক্তি। প্রতিদিন একটু বেশি পড়ো, কারণ তোমার ভবিষ্যত গড়ে ওঠে আজকের পরিশ্রমে।

26/07/2025

নতুন অনুজের পদচারণার অপেক্ষায়
"বৃষ্টিস্নাত রাবি ক্যাম্পাস "

26/07/2025

সত্যি কি আমাদের স্বপ্ন — একটা পাবলিক ভার্সিটিতে পড়া?

ছোটবেলা থেকেই একটা কথা কানে বাজে — "ভালো করে পড়াশোনা করো, একটা ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পাবে!"
এই কথার পেছনে লুকিয়ে থাকে হাজারটা আশা, স্বপ্ন, সংগ্রাম।
কারো জন্য এটা পরিবারের মুখ উজ্জ্বল করার স্বপ্ন,
কারো জন্য দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ,
আবার কারো জন্য এটা নিজের সক্ষমতা প্রমাণ করার মঞ্চ।

একটা পাবলিক ভার্সিটি মানে শুধু একটা প্রতিষ্ঠানে পড়াশোনা নয় —
এটা একটা পরিচয়, একটা গর্ব, একটা যুদ্ধ জয়ের গল্প।

হ্যাঁ, এটা আমাদের স্বপ্ন।
আর সেই স্বপ্নটাই প্রতিদিন নতুন করে জাগায়, লড়তে শেখায়।

🕯️ সহানুভূতি ও সহায়তা আহ্বান 🕯️উত্তরা দিয়াবাড়ী (মাইলস্টোন কলেজ), ঢাকা — ২১ জুলাই ২০২৫আজ দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমা...
21/07/2025

🕯️ সহানুভূতি ও সহায়তা আহ্বান 🕯️
উত্তরা দিয়াবাড়ী (মাইলস্টোন কলেজ), ঢাকা — ২১ জুলাই ২০২৫
আজ দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ‑৭ প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিধ্বস্ত http://xn--kalerkantho-cbx8fub.com/+7Jugantor+7Jagonews24+7। এতে প্রাথমিকভাবে যে ভয়ানক বিস্ফোরণ ও আগুন দেখা যায়, তা দেখে জীবনের যথেষ্ট ক্ষতি হওয়ার শঙ্কা জানানো হচ্ছে।
⚠️ বর্তমান পরিস্থিতি:
• একাধিক দগ্ধ ও আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে; প্রাথমিক হিসেবে প্রায় ৪৫–৬০ জন আহত, ২০–৩০ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছেThe Business StandardJugantorসময় নিউজ | সময়ের প্রয়োজনে সময়।
• অন্তত ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারেProthomalo।
🙏 আমাদের জন‍্য আবেদন:
• দোয়া করুন আহত ও নিহত পরিবারের জন্য, মহান আল্লাহ যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন ও ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
• হাসপাতালে রক্ত, আর্থিক ও চিকিৎসা সহায়তা জরুরি — ইচ্ছে থাকলে আপনার যোগ্য সাহায্য প্রদান করুন।
📌 কীভাবে সাহায্য করতে পারেন:
• স্থানীয় রক্ত ব্যাংক বা রক্ত দিতে যান (বার্ন ইউনিটে রক্তের প্রবল চাহিদা আছে)।
• আহতদের পরিবারকে আর্থিক ও মানসিকভাবে পাশে দাঁড়ান।
• এ ঘটনা দ্রুত ছড়িয়ে দিন যাতে নিতে পারে তাজা ও সঠিক পদক্ষেপ।
আসুন, আমরা একসাথে দাঁড়িয়ে দেই এই মূহূর্তে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে। ওদের আরোগ্য এবং শোকাহত পরিবারদের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি।

21/07/2025

উত্তরা দিয়াবাড়ী বিমান দুর্ঘটনা...!!😥😥

আজ উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।
একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়েছে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

20/07/2025

তোমার স্বপ্ন বড়, তোমার চেষ্টাও হওক বড়! Backbrancher মানেই হেরে যাওয়া না—এটা হলো লড়াইয়ের নাম।

20/07/2025

hello

06/10/2023

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































Address

Honumantola Road
Rangpur
5400

Telephone

+8801957872197

Website

Alerts

Be the first to know and let us send you an email when 4idiots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 4idiots:

Share