Masud Rana-Rana

Masud Rana-Rana Barsha Rana
Masud Rana,
Abul kasham
Komela Begum
Borohayat kha
Sundor
Pirgachcha
Rangpur

26/04/2025
24/01/2025

যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের কাছে একদল পুলিশের সামনে নিরস্ত্র দুজন তরুণ। বন্দুক তাক করে পুলিশ গুলি ছুড়ছে। ....

24/01/2025

৫ আগস্ট যাত্রাবাড়ি | 5 August In Jatrabari | Jamuna TV⨳𝗔𝗯𝗼𝘂𝘁 𝗝𝗮𝗺𝘂𝗻𝗮 𝗧𝗲𝗹𝗲𝘃𝗶𝘀𝗶𝗼𝗻⨳Jamuna Television Limited is a privately owned news and c...

23/01/2025
২০২৩ সালের জুলাই অগাস্ট মাসে কাঁচা মরিচ ১২০০ টাকা কেজি ছিল, তখন ম্যাডাম মরিচ শুকিয়ে ফ্রিজে রেখে  ভিজিয়ে খাবার পরামর্শ দি...
19/10/2024

২০২৩ সালের জুলাই অগাস্ট মাসে কাঁচা মরিচ ১২০০ টাকা কেজি ছিল, তখন ম্যাডাম মরিচ শুকিয়ে ফ্রিজে রেখে ভিজিয়ে খাবার পরামর্শ দিয়েছিলেন।

কিন্তু বর্তমানে ৩০০/ টাকা কেজি তাতেই অনেক লোকের জ্বলতেছে।

নাহার এগ্রোপরিবেশক:-আর আর ক্যাটেল ফিড এন্ড মেডিসিন হাউজ ডিসি রোড দামুড় চাকলা বাজার পীরগাছা রংপুর।মোবাইল ০১৭১৩৮৬৪৯৮৩।জেন...
17/10/2024

নাহার এগ্রো
পরিবেশক:-
আর আর ক্যাটেল ফিড এন্ড মেডিসিন হাউজ
ডিসি রোড দামুড় চাকলা বাজার পীরগাছা রংপুর।
মোবাইল ০১৭১৩৮৬৪৯৮৩।

জেনে নিন জন্মের পর একটি বাছুরের খাদ্য ও পুষ্টি উপাদান কেমন হওয়া উচিত ।

এই বিষয়ে আমরা তেমন কিছু জানি না। আর এই বিষয়ে না জানার কারনে আমরা বুঝতে পারি না বাছুর টি সঠিক ভাবে তার পুষ্টি পাচ্ছে কি না।

বাছুরের জন্মের পর প্রথম কয়েক মাস পর্যন্ত বাছুরের দৈহিক বৃদ্ধি অতি দ্রুত হয়। তাই জন্মের পর প্রথম তিন মাস বাছুরের প্রয়োজনীয় পুষ্টি অতি গুরুত্বপূর্ণ। এ সময় পুষ্টির অভাব হলে বাছুরের দৈহিক বৃদ্ধি ক্ষতিগ্রস্থ হয়, যৌবন প্রাপ্তি দীর্ঘায়িত হয় অর্থাৎ গর্ভধারণ ক্ষমতা বিলম্বিত হয় বলে খামারির ক্ষতির কারণ হয়।

দুধঃ সাধারণত একটি বাছুরকে তার শরীরের ওজনের ১০% ভাগ দুধ খাওয়াতে হয়। খেয়াল রাখতে হবে জন্মের পর প্রথম ৫-৭ দিন বাছুরকে যেন অবশ্যই শালদুধ খাওয়ানো হয়।

৬-৮ সপ্তাহ পর্যন্ত দৈনিক নির্দিষ্ট সময়ে দুধ খাওয়াতে হয়। পরবর্তী সময়ে দৈনিক ২ বেলা নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়ানোই যথেষ্ট কেননা এ সময়ে বাছুর আঁশ ও দানাদার খাদ্য গ্রহণে অভ্যস্ত হয়ে উঠে।

একটি বাছুরকে প্রতিদিন নিম্নলিখিত মাত্রায় দুধ খাওয়ানো উচিতঃ
১ম সপ্তাহ মোট ২ লিটার
২য় সপ্তাহ ৩ লিটার
৩য়-১২ সপ্তাহ ৪ লিটার
১৩-১৬ সপ্তাহ ৩ লিটার
১৭-২০ সপ্তাহ ২ লিটার
দুধ ছাড়া পর্যন্ত ১ লিটার
বাছুরের জন্য আঁশ ও দানাদার খাদ্যঃ বাছুরকে জন্মের ১ মাস পরেই কিছু কিছু কাঁচা ঘাস ও দানাদার খাদ্যে অভ্যস্ত করে তুলতে হয়। ২ মাস বয়স হতে পরিমিত সহজপাচ্য আঁশ জাতীয় খাদ্য এবং দৈনিক ২৫০ গ্রাম-৫০০ গ্রাম দানাদার খাদ্য দিতে হবে।

বয়স অনুসারে ক্রমান্বয়ে দানাদার খাদ্যের পরিমাণ বাড়িয়ে ৪ মাস বয়সে দৈনিক প্রায় ৭৫০ গ্রাম, ৬-৯ মাস বয়স পর্যন্ত ১ কেজি এবং এক বৎসর বয়সে দৈনিক ১.৫ কেজি দানাদার খাদ্য দিতে হবে। অনুরূপ কাঁচা ঘাসের পরিমাণ বাড়িয়ে দৈনিক ১০-১৫ কেজি পর্যন্ত।

🗣️নাহার কাফ ফিড বা বাছুরের খাবার খাওয়ানোর উপকারীতা-১) বাছুরের পাকস্থলী গঠন দ্রুত হলে; বাছুরের শারীরিক গ্রোথ দ্রুত হবে।এক...
18/08/2024

🗣️নাহার কাফ ফিড বা বাছুরের খাবার খাওয়ানোর উপকারীতা-
১) বাছুরের পাকস্থলী গঠন দ্রুত হলে; বাছুরের শারীরিক গ্রোথ দ্রুত হবে।
একটি বাছুর কে দানাদার খাবার তথা নাহার কাফ ফিড প্রদানের পর অন্যান্য বাছুর থেকে তার ওজনের পার্থক্য ১ মাসের ব্যবধানে প্রায় ৫-১০ কেজি বেশি বৃদ্ধি হবে।

২) বাছুরের রুমেন কার্যকারীতা দ্রুত শুরু হবে পাশাপাশি বাছুর দ্রুত জাবরকাটা পর্যায়ে আসবে। এতে খামারীর লাভ বৃদ্ধি পাবে।

৩) বাছুরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নিউট্রিশনাল চাহিদা পূরন করবে।

৪) বাছুর টি (যদি বকনা হয়) বড় হলে সময় মত হিটে আসবে ও গর্ভধারণের পারসেন্টেজ বেশি থাকবে।

৫) বাছুর টি (যদি এঁড়ে বাছুর হয়) বড় হলে তার হাড়ের গঠন ও মাংসের অনুপাত বেশি আসবে।

➡️ বাছুরকে কোন বয়স থেকে নাহার কাফ ফিড শুরু করবেন?
🗣️বাছুরে বয়স ২/৩ সপ্তাহ পর হতে শুরু করবেন। ইহা ৪-৬ মাস বয়স পর্যন্ত খাওয়ানো উত্তম।
🗣️মোট লাইভ ওজনের ১% থেকে ১.৫% পর্যন্ত খাওয়াতে পরামর্শ দিবেন।

★★ ৫ কেজির প্যাকেট। মূল্য= ৩২০/- টাকা।

-ধন্যবাদান্তে
ডাঃমোঃ শাহ্-আজম খান।
Nahar Agro
নাহার ক্যাটল ফিড
যোগাযোগঃ
মেসার্স আর আর ক্যাটেল ফিড এন্ড মেডিসিন হাউজ
দামুর চাকলা বাজার পীরগাছা রংপুর
০১৭১৩৮৬৪৯৮৩
০১৭২১৯৩৯৭৭১

Address

Boro Hayat Kha, Sundor, Pirgachcha
Rangpur
5450

Telephone

+8801713864983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Rana-Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Rana-Rana:

Share