It’s me Suraiya

It’s me Suraiya Assalamualaikum everyone

13/06/2025

মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে.🌸

09/06/2025

তুমি ভাবছো..!

আমি বদলে গিয়েছি! আমি বদলাইনি, আগের মতোই আছি! শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি! আর তোমাকে নিয়ে গড়ে উঠা ছোট্ট ছোট্ট অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি নিজের ভিতরে.!

সব কিছু থেকে কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি! এখন আর কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছে করে নাহ্!

যে না বলা কথাগুলো তোমাকে বলবো বলে জমিয়ে ছিলাম হৃদয়ের কোণে, সেগুলো এখন কেবল পুরনো ডায়েরির পাতায় বেঁচে থাকে! ভেবোনা অভিমান করেছি শুধু বোঝার জায়গাটুকু এখন আর খুঁজে পাই নাহ্.!

আমি এখনো বিরহে কাতর! ভালোবাসায় নরম অনুভবে ভরা সেই আগের মানুষটাই! শুধু তোমার কাছে হারিয়ে ফেলেছি নিজেকে খোলার

সাহসটা.!

রংপুরে ঈদ পরবর্তী ভোক্তাকে খাওয়ানোর জন্য পুষ্টির কারসাজি দেখেন। হিমাগারে আলুর বদলে অগ্রিম মজুদকৃত ৬ হাজার ৭৮০ কেজি অবৈধ...
07/06/2025

রংপুরে ঈদ পরবর্তী ভোক্তাকে খাওয়ানোর জন্য পুষ্টির কারসাজি দেখেন। হিমাগারে আলুর বদলে অগ্রিম মজুদকৃত ৬ হাজার ৭৮০ কেজি অবৈধ মিষ্টি উদ্ধার করে সেনাবাহিনীর অভিযানে ধ্বংস করা হয়েছে।

বিস্তারিত:
https://www.prothomalo.com/amp/story/bangladesh/district/fwwd4ijj8z

31/05/2025
22/05/2025

পুরুষের যদি মায়ের পায়ের নিচে বেহেশত হয় তাহলে নারীর ও কিন্তু তার মায়ের পায়ের নিচেই বেহেশত..! অথচ নারীরা তার মায়ের চেয়েও তার স্বামীকেই বেশি ভালোবাসে, অথচ বেশিরভাগ পুরুষউ কিন্তু তার মায়ের চেয়ে বৌকে বেশি ভালোবাসতে পারেনা।

16/05/2025
MD Abdullah Al Mamun
15/05/2025

MD Abdullah Al Mamun

15/05/2025

আজকে যে ঘটনাটা নিয়ে আপনি কাঁদছেন, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পেছন ফিরে ঐ একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবেন, আপনার আর কান্না পাচ্ছে না।কোন কোন ক্ষেত্রে পেছনের ঐ কান্নার ঘটনার কথা মনে করলে আপনি হেসে ফেলবেন আর ভাববেন
"কতটা বোকাই না ছিলাম !!"
আপনি বিশ্বাস করেন আর নাই করেন, "সময়" নামের জিনিসটা সবকিছু বদলে দেয়।চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ভালোবাসা - সবকিছু বদলে দেয়।আপনার ভেতরটাকে সে নতুন করে সাজায় !!
আজকে আপনার কাছে যা অনেক বেশি "ইম্পর্টেন্ট" , কাল বা পরশু ঐটাই "মূল্যহীন" হয়ে যেতে পারে।

"ভাইয়া, আমি অমুক এর থেকে কষ্ট পেয়েছি ... ভুলতে পারছি না,আমার আর বাঁচতে ইচ্ছা হয় না,ডিপ্রেসড লাগে। আমি কি করবো ??"
কি করবেন? বলছি শুনেন
"TIME is a Great HEALER !!"
সময় সব ক্ষত সারিয়ে দেয়। সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে।সময় নেন। ছোটবেলায় একটা খেলনা ভেঙ্গেছিলো দেখে চিৎকার করে কান্নাকাটি করেছেনন।এখন ঐ খেলনার কোন মূল্য আছে ??
ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কাঁদছেন ?? ... এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করেন
তাই না ??
কাঁদেন কি আপনি আগের মত ??
না তো !!
সময় নেন সব রোগের ওষুধ হলো সময় নেয়া আপনাকে কেউ কষ্ট দিয়েছে ??
একটু সময় নিয়ে কষ্ট সহ্য করেন।এক সময় হয় কষ্টটা ভুলে যাবেন।অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা আপনি এই কষ্টটার কথা মনে করে হাসবেন !!
চোখ থেকে না হয় দু ফোঁটা অশ্রু পড়লোই। হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা স্পর্শ না করে।হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলেন।
বিস্বাস করেন সব বদলে যাবে এক সময়। একটাবার পেছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করেন, সময় নেন
মরলেই তো সব শেষ।টিকে থাকেন।দেখেন না কি হয় !!
চোখের পানি শুকিয়ে যায়।কষ্টের রংগুলো একটু একটু করে অস্পষ্ট হতে থাকে।ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায়।আপনি শুধুমাত্র সময় দেন একটু।

একটু খানি সময় !!

গরিব মানুষ বলে কি এমন করল 😥😥 এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ,,, আহারে 😥 ইয়া রব তুমি দেখছো সব🤲🤲
15/05/2025

গরিব মানুষ বলে কি এমন করল 😥😥 এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ,,, আহারে 😥 ইয়া রব তুমি দেখছো সব🤲🤲

15/05/2025

চরিত্র আর আয়না দুটোই পরিস্কার থাকলে নিজেকে নিজের এমনিই সুন্দর লাগে..! 🖤🌸

Address

Rangpur
5460

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s me Suraiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share