
24/09/2025
মানুষের সবচেয়ে বড় অপচয় হচ্ছে নিজেরে অপচয় করা। এইযে কারো জন্য নিজেরে এত ক্ষয় করি, কারো অনুভূতিতে দখল নেয়ার জন্য নিজের যত্নে জমানো অনুভূতিগুলো খরচ করি, কারো মনোযোগ পাওয়ার জন্য নিজের পুরো মনোযোগ ব্যয় করি কিংবা কারো থেকে একটু সময় পাওয়ার জন্য নিজের সময়ের বেহিসাবি অপচয় করি অথচ নিজের দিকে কখনো তাকিয়েই দেখি না। তাকিয়ে দেখি না- নিজেরে অপচয় করতে করতে আদতে আমার নিজের বলতে আর যে কিছুই নেই..!!!