Rakib vai

Rakib vai MD Rakib Islam,,,,

19/05/2025

# আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন্ত 🥭🥭🥭🥭🥭🥭

05/05/2025

আমার আম বাগান,,,,,,,,🥭🥭🥭🥭

30/04/2025

🥭❤️🥭🥭🥭🥭🥭🥭❤️

ধন্যবাদ আল ইহসান নেটওয়ার্ককে । এই অসুস্থ  ভাইটির সামান্য কিছু অর্থ সহায়তা ব্যবস্থা  করার জন্য ।
22/04/2025

ধন্যবাদ আল ইহসান নেটওয়ার্ককে । এই অসুস্থ ভাইটির সামান্য কিছু অর্থ সহায়তা ব্যবস্থা করার জন্য ।

13/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঈদে এবং শুক্রবারে মসজিদে কালেকশন শেষে যে টাকাগুলো কালেকশন হয়েছিল তা আমাদের সংগঠন (আল ইহিসান নেটওয়ার্ক) এর মাধ্যমে ফিলিস্তানি গাজাবাসীদের জন্য সামান্য কিছু পানি সরবরাহ করা হয়েছে আলহামদুলিল্লাহ,পরের ভিডিওতে কিছু খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে ইনশাল্লাহ। আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন,

11/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
ফিলিস্তানি গাজাবাসীদের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আল ইহিসান নেটওয়ার্ক এর পক্ষ থেকে টাকা কালেকশন শেষ করে টাকা গুছানোর কিছু সময় আপনাদের মাঝে তুলে ধরা হলো। আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন।

26/09/2024

বাঁশ বাঁশ বাঁশ আক্কেলা বাঁশ

30/08/2024

#নোয়াখালীতে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পর আমার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে তা আমার মনের ভাষায় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ***********ভারতের পরিকল্পিত বন্যায় মানুষেরা যখন আশ্রয় কেন্দ্রে উঠে নিজেদের জীবন কষ্টের সাথে অতিবাহিত করছে । কিন্তু বনের পশুপাখিরা তেমনিভাবে কোন আশ্রয় কেন্দ্র তে যেতে পারেনি। পশুরা রাস্তায় রাস্তায় আর পাখিরা গাছের মগডালে বসেই খুব কষ্টে তাদের জীবন অতিবাহিত করছে। ********************** তারা খুব অবহেলিত, তেমনি এক কুকুর বা কুত্তা আমাদের ত্রাণ সামগ্রীর গাড়ির কাছে চলে আসছে। আসার পর ওই কুকুরটা আমাদের গাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরে বেড়াইতেছে আমি শুধু বিষয়টা দেখতেছি তাৎক্ষণিকভাবে সে আমাদের গাড়ির পাশেই আবার বসে পড়ল আর তাকিয়ে থাকলো আমি বুঝতে পারলাম তার খিদা লাগছে।😥😥😥😥😥 অতঃপর এর মাঝে ত্রাণ নিতে কিছু মানুষ চলে আসছে আসার পর তাদের ভিড়ে ওই কুকুরটা গাড়ির কাছ থেকে একটু দূরে চলে গেছে তাৎক্ষণিকভাবে কিছু করতে না পেরে আমি মানুষের যাওয়ার অপেক্ষা করলাম একটু পর সবাই যখন চলে গেল।*************** কুকুরটাকে আবার দেখতে পাইলাম। আমি ট্রাকের উপর থেকে তাকে ইশারা করে খালি রুটি নিয়ে দাঁড়াইছি সে দৌড়ে আমার ট্রাকের কাছে চলে আসছে আমি আর ট্রাক এ না থাকতে পেরে নিচে নেমে আসছি এসে খাওয়াইলাম ৩ টা রুটি আর সে চলে গেল । # # # # # # # # # # # # # তারপরও আমি ভাবলাম তারা আজ কত অসহায় মানুষ তো তবুও বলতে পারে আমাদের দিকে তাকিয়ে চাইতে পারে । কিন্তু ওরা অবলা বলতেও পারেনা চাইতেও পারে না। ঘেউ ঘেউ করে আর কাঁদতে জানে।😥😥😥😥

27/08/2024

#বলার কোন ভাষা নাই উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইদের সাহায্য করা।

26/08/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু অবশেষে আপনাদের দোয়ায় আমাদের ত্রাণ সামগ্রী দেওয়া শুরু করলাম অলরেডি এক গ্রামে দিয়ে দিছি আর নোয়াখালীর সেনবাগ উপজেলায় রওনা দিলাম ওখানেই বাকি ত্রাট গুলো বিতরণ করব ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন।

25/08/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু , প্রথমে আমাদের জন্য সবাই দোয়া করবেন আল ইহসান নেটওয়ার্ক এর পক্ষ থেকে রংপুর জেলার বদরগঞ্জ থানার কুসারের সেন্টার থেকে কিছুক্ষণের মধ্যে শুকনা খাবার ও পানি নিয়ে কুমিল্লা ও নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবো আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ,,,,,

24/08/2024

#আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রথমে সবার কাছে দোয়া চাচ্ছি। আল ইহসান নেটওয়ার্ক এর পক্ষ থেকে রংপুর জেলার বদরগঞ্জ থানার কুশারের সেন্টার থেকে আমরা ভারত এই পরিকল্পিত বন্যায় দুর্গত মানুষের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব কাল বিকেলের মধ্যেই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুষ্ঠুভাবে বিতরণ করে দিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ।

Address

Rangpur
5430

Telephone

+8801615753940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share