Saidpur News9

Saidpur News9 সৈয়দপুর এবং সারা বিশ্বের খবর জানতে লাইক শেয়ার করে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে uPVC পাইপ তৈরী কারখানায় আকিজ কোম্পানীর লোগো ব্যবহৃত নকল uPVC পাইপ উ'দ্ধা'র সহ ২ ...
24/07/2025

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে uPVC পাইপ তৈরী কারখানায় আকিজ কোম্পানীর লোগো ব্যবহৃত নকল uPVC পাইপ উ'দ্ধা'র সহ ২ জন গ্রে'ফ'তা'র

যাদের প্রয়োজন তাড়াতাড়ি আবেদন করে ফেলেন।রেজিস্ট্রেশন  #লিংক কমেন্টে এ
22/07/2025

যাদের প্রয়োজন তাড়াতাড়ি আবেদন করে ফেলেন।
রেজিস্ট্রেশন #লিংক কমেন্টে এ

21/07/2025

♦️একটি জরুরী বার্তা।
♦️বিদ্যুৎ নেই গোটা রংপুর বিভাগে

গ্রিড বিপর্যয় এর কারনে সৈয়দপুরসহ গোটা রংপুর বিভাগ তথা উত্তরবঙ্গে ব্ল্যাকআউট। অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে নেসকোর চীফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, বড়পুকুরিয়ায় গ্রীড ফেইল করার কারনে রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
কখন আসবে বলা যাচ্ছে না।
খুব বেশি দরকার না হলে রিজার্ভ ব্যাটারি চার্জ ও মোবাইলের চার্জ খরচ করবেন না।

21/07/2025

প্রাথমিক শিক্ষকদের স্বামী-স্ত্রী'র স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ//....👇

ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর
21/07/2025

ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর

ঘানার একটি ছোট গ্রাম সেকিয়েদোমাসে। সেখানকার একটি স্কুলে পড়ান রিচার্ড অ্যাপিয়াহ আকোটো। স্কুলটি ছিল খুব সাধারণ, এমনকি সেখা...
20/07/2025

ঘানার একটি ছোট গ্রাম সেকিয়েদোমাসে। সেখানকার একটি স্কুলে পড়ান রিচার্ড অ্যাপিয়াহ আকোটো। স্কুলটি ছিল খুব সাধারণ, এমনকি সেখানে একটি কম্পিউটারও ছিল না। অথচ ছাত্রদের আইসিটি শেখানো বাধ্যতামূলক।

রিচার্ড স্যার হাল না ছেড়ে, নিজের ভালোবাসা দিয়ে পড়াতে থাকেন। তিনি ব্ল্যাকবোর্ডে চক দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের পুরো স্ক্রিন এঁকে ফেলেন—টুলবার, আইকন, এমনকি বাটনগুলোর নামও লেখেন। যেন ক্লাসরুমটাই হয়ে উঠেছিল একটা কল্পনার কম্পিউটার ল্যাব।

ছাত্ররাও মুগ্ধ হয়ে শিখতো। কেউ কখনো ক্লাস মিস করতো না। কারণ তারা জানতো, তাদের শিক্ষক কতটা চেষ্টা করছেন—শুধু তাদের জন্য।

একদিন এই ক্লাসের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ সেই শিক্ষককে কুর্নিশ জানায়। তারা অবাক হয়—কম্পিউটার ছাড়া কিভাবে একজন শিক্ষক এতটা দূর যেতে পারেন!

এই খবর পৌঁছে যায় Microsoft এর কাছে। তারা রিচার্ড স্যারকে আমন্ত্রণ জানায় ২০১৮ সালের Educator Exchange ইভেন্টে, সিঙ্গাপুরে। সেখানে সারা বিশ্বের শিক্ষকরা তাঁকে স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে অভিবাদন) দেন। অনেকের চোখে জলও এসেছিল।

এরপর Microsoft ও আরও কিছু সংস্থা রিচার্ড স্যারের স্কুলে দুটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব স্থাপন করে। এখন শুধু ছাত্ররাই নয়, পুরো গ্রামই প্রযুক্তি শিখতে পারছে।

রিচার্ড স্যার নিজেও হয়ে যান Microsoft Certified Educator। মানে, তিনি এখন আন্তর্জাতিক মানের শিক্ষক।

ইতিহাস হয়ে থাকবে সোহওয়াদী উদ্যান ঢাকা মানুষের জনসমুদ্র।
19/07/2025

ইতিহাস হয়ে থাকবে সোহওয়াদী উদ্যান ঢাকা মানুষের জনসমুদ্র।

নীলফামারী নীল হস্ত কুটির শিল্প মেলা বি'ক্ষি'প্ত জনতা ভেঙ্গে দিয়েছে এখন মেলা বন্ধ আছে
19/07/2025

নীলফামারী নীল হস্ত কুটির শিল্প মেলা বি'ক্ষি'প্ত জনতা ভেঙ্গে দিয়েছে

এখন মেলা বন্ধ আছে

ডিজিটাল লোনের ফাঁ'দে প্র'তা'র'ণা: নীলফামারীতে ৫ লক্ষাধিক টাকার ঘটনায় চক্রের ৪ সদস্য গ্রে'প্তা'র/
19/07/2025

ডিজিটাল লোনের ফাঁ'দে প্র'তা'র'ণা: নীলফামারীতে ৫ লক্ষাধিক টাকার ঘটনায় চক্রের ৪ সদস্য গ্রে'প্তা'র/

আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছে। উনি মা...
19/07/2025

আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছে।
উনি মানলেন না, আবারও বক্তব্য শুরু করলেন। কিন্তু এবারও— জমিনে পড়ে গেলেন।

থামলেন কী? না। বসে বসে বক্তব্য দেওয়া শুরু করলেন। ডাক্তার, নেতৃবৃন্দ সবাই অনুরোধ করছে, বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে। তিনি মানলেন না।
বক্তব্য দিলেন ঐ অবস্থায়ই, বসে। নিজেকে শিশু-তরুণদের ভাই, বোনদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করলেন।

কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সবার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বললেন। বললেন, কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য আমরা দেশ গড়ার রাজনীতির কথা বলিনা।

সভাস্থলে উপস্থিত জনতা, নেতৃবৃন্দ, ডাক্তার সবাই তাকে ঘিরে রেখেছিল, চিকিৎসা নিতে বলছিল। বক্তব্য শেষ করতে বলছিল। না জানি কিছু হয়ে যায় আমীরে জামাতের।

আমীরে জামাত বললেন— আল্লাহ যে সময় নির্ধারিত করেছেন, তার একটু আগে কিংবা একটু পরেও আমার মৃ ** ত্যু হবেনা। আল্লাহ যখন লিখে রেখেছেন, তখনই হবে।

- খালিদ মোহাম্মদ

সৈয়দপুরে বাস থামিয়ে র‌্যাবের অভিযান: ১,৯৬৫ পিস ইয়াবাসহ যাত্রী আটক ।---------------------------------------------গোপন সংব...
19/07/2025

সৈয়দপুরে বাস থামিয়ে র‌্যাবের অভিযান: ১,৯৬৫ পিস ইয়াবাসহ যাত্রী আটক ।
---------------------------------------------
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানে সৈয়দপুরে একটি যাত্রীবাহী বাস থেকে ১,৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার আজ ১৯ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা তৈয়বা ক্ল্যাসিক পরিবহনকে থামানো হয় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকায়। র‌্যাব সদস্যরা বাসটিতে থাকা সন্দেহভাজন যাত্রী খোকন মিয়াকে তল্লাশি করে তার দেহ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করেন।

আটক খোকন মিয়ার বাড়ি নোয়াখালী সদরের শৌল্লকিয়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দিনাজপুরের বীরগঞ্জে যাচ্ছিলেন।

র‌্যাব সূত্র জানায়, খোকন দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ/এম/রিফান/

24/07/2024

নেটওয়ার্ক ঠিক হবে
দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে
সবকিছুই ঠিক হবে,
কিন্তু খালি হওয়া মায়ের বুকগুলা কখন ই -পূর্ণ হবেনা !🥲

Address

Saidpur
Rangpur
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur News9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share