Mst Nisha Sharker

Mst Nisha Sharker আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

নির্বাক চাহনির মাঝেও অনেক সময় করুণ গল্প ফুটে উঠে। পিতা পুত্রের এই চাহনি যেন সেকথা স্মরণ করিয়ে দেয়। ছোট বড় সবাই পাগলা বলে...
03/09/2025

নির্বাক চাহনির মাঝেও অনেক সময় করুণ গল্প ফুটে উঠে। পিতা পুত্রের এই চাহনি যেন সেকথা স্মরণ করিয়ে দেয়।

ছোট বড় সবাই পাগলা বলে ক্ষেপায়। মনের মধ্যে চাপা কষ্ট রেখে কাউকে বলতেও পারে না যে তারও সুন্দর একটি নাম রয়েছে। ভিক্ষা করে কোন রকমে পরিবার নিয়ে দিন নির্বাহ করেন। আজ আমাদের আয়োজনে বাবা ছেলে মেহমান হয়ে এসেছেন। তাদেরও তো ইচ্ছে করে ভালো খাবার খেতে।

আমরা বিশ্বাস করি, তাদের মনের ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ হলে একদিন তারাও হয়তো ভালো একটি দিনের স্বপ্ন দেখবে। ইনশাআল্লাহ

সংগৃহীত

03/09/2025
💔💔
03/09/2025

💔💔

সতর্কতামূলক পোস্ট 💔😥দোকানে যখন খাবার কিনবেন তখন সাবধানতার সাথে দেখেশুনে খাবার কিনবেন 😭পরোটার জন্য  সবজি কিনতে গিয়ে দেখত...
03/09/2025

সতর্কতামূলক পোস্ট 💔😥
দোকানে যখন খাবার কিনবেন তখন সাবধানতার সাথে দেখেশুনে খাবার কিনবেন 😭পরোটার জন্য সবজি কিনতে গিয়ে দেখতে পেলো যে সবজির ভিতর মরা টিকটিকি😭 তাই আপনারা যখন দোকান থেকে খাবার কিনবেন তখন সাবধানতা সাথে দেখে শুনে খাবার কিনবেন 😭

03/09/2025

শরীর আর সম্পত্তি
নিয়ে কখনো গর্ব করতে নেই,
কারণ..
অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসেনা

নজীরবিহীন ঘটনা😱😱ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার সময় কসাই...
03/09/2025

নজীরবিহীন ঘটনা😱😱

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার সময় কসাই বাড়ি রেল গেইট কাছাকাছি স্থানে ছিন*তাই*কারী ব্যাগ টান দিয়ে ট্রেন থেকে নেমে যায়।

সাথে সাথে বিমানবন্দর সেকশন এর মেইট জনাব মোঃ আবু হানিফ গেইট ম্যান লালচাঁন সহ ওয়েম্যানদের সহযোগিতায় ব্যাগটি উ'দ্ধা'র করা হয়।

পরে টঙ্গী স্টেশন ও জয়দেবপুর স্টেশনে মোবাইল ফোনে জানানো হয় জয়দেবপুর থেকে ঐ মহিলাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় বিমানবন্দর নিয়ে আশা হয়। বিমানবন্দর স্টেশনে মাস্টারের উপস্থিতিতে ঐ মহিলার মূল্যবান জিনিস পত্র উনাকে বুঝিয়ে দেওয়া হয়।

মানবতার জয় হোক, দীর্ঘজিবী হোক রেলকর্মীগুলো।

📸 সোহেল রানা

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন  ছোট বোনটি তার অবস্থা খুবই খারাপ।😭গতো দুই মাস আগে তার মা ক্যান্সারে মারা যায়। তারা সমস্ত জমা জ...
03/09/2025

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন ছোট বোনটি তার অবস্থা খুবই খারাপ।😭গতো দুই মাস আগে তার মা ক্যান্সারে মারা যায়। তারা সমস্ত জমা জমি বিক্রি করে তার মায়ের পেছনে শেষ হয়ে যায়😭 এবং মেয়েটিকে নিয়ে তার বাবা ঢাকায় আসে যে চাকরি করবে মেয়েটিকে তো বিয়ে দিতে হবে দশ দিনের ভিতরেই মেয়েটি রাস্তা পার হতে ধরে ট্রাকের চাপায় তার পায়ের অবস্থা এমন হয়ে গিয়েছে। তার পা টা কেটে ফেলতে হবে এবং আজকে অপারেশন করে তার পা টা কেটে ফেলা হবে😭 চিকিৎসা করানোর মতোসামর্থ আর তার পরিবারের নেই 😭আসলে গরিবের জীবনটাই এরকম😭 তাই আপনারা যে যা পারেন তাকে সাহায্য করেন,তাহলে একটু হলেও তাদের উপকার হবে। নিচের তাদের পরিবারের বিকাশ নাম্বার দেওয়া হলো, তাদের নাম্বারে যোগাযোগ করে যে যা পারেন আপনারা সাহায্য করেন তার অনেক উপকার হবে ধন্যবাদ।

রোগীর লোকের নাম্বার

019416326223

অবশেষে মুরগিটি তার বাচ্চা বের করে ফেলেছে।সবগুলো বাচ্চাই বের হইছে যতগুলো ডিম তা দিয়েছিল।। আলহামদুলিল্লাহ ❤️❤️
03/09/2025

অবশেষে মুরগিটি তার বাচ্চা বের করে ফেলেছে।সবগুলো বাচ্চাই বের হইছে যতগুলো ডিম তা দিয়েছিল।। আলহামদুলিল্লাহ ❤️❤️

03/09/2025

মানুষের পিছনে ছুটবেন না

দিনশেষে শুধু কষ্ট আর আঘাত পাবেন।
বরং রবের দিকে ছুটে চলুন, তিনি আপনাকে রহমতের চাদর দিয়ে আগলে রাখবেন!

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে গেল যাত্রীবাহী বাস, বাসে থাকা ৩০-৩৫ জন যাত্রী বের হতে পারলেও মায়ের বুকে থা...
03/09/2025

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে গেল যাত্রীবাহী বাস, বাসে থাকা ৩০-৩৫ জন যাত্রী বের হতে পারলেও মায়ের বুকে থাকা তিন মাসের শিশু পানিতে পড়ে যাওয়ায়, সম্ভব হয়নি তাকে বের করার😭😭, অবশেষে আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ তিন মাস বয়সী শিশু সোহেল নামের শিশুটিকে খুঁজে পান ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স সদস্যরা।😭😭

Address

Rangpur

Telephone

+8801742163654

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Nisha Sharker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category