
03/09/2025
নির্বাক চাহনির মাঝেও অনেক সময় করুণ গল্প ফুটে উঠে। পিতা পুত্রের এই চাহনি যেন সেকথা স্মরণ করিয়ে দেয়।
ছোট বড় সবাই পাগলা বলে ক্ষেপায়। মনের মধ্যে চাপা কষ্ট রেখে কাউকে বলতেও পারে না যে তারও সুন্দর একটি নাম রয়েছে। ভিক্ষা করে কোন রকমে পরিবার নিয়ে দিন নির্বাহ করেন। আজ আমাদের আয়োজনে বাবা ছেলে মেহমান হয়ে এসেছেন। তাদেরও তো ইচ্ছে করে ভালো খাবার খেতে।
আমরা বিশ্বাস করি, তাদের মনের ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ হলে একদিন তারাও হয়তো ভালো একটি দিনের স্বপ্ন দেখবে। ইনশাআল্লাহ
সংগৃহীত