Yunus Ali Amin

Yunus Ali Amin "গ্রামবাংলার সৌন্দর্য, ইতিহাস, রাজনীতি ও মানুষের গল্প এবং আমার lifestyle তুলে ধরি ভ্রমণভিত্তিক vlog-এ। পাশে থাকুন, ফলো করুন। ধন্যবাদ!

What is this?
21/10/2025

What is this?

প্রতিটি অফিস আদালতে এরকম সাইনবোর্ড লটকে দেওয়া দরকার।  #দালাল  #ভূমি
21/10/2025

প্রতিটি অফিস আদালতে এরকম সাইনবোর্ড লটকে দেওয়া দরকার। #দালাল #ভূমি

21/10/2025

📖 সহীহ বুখারী (كتاب الإيمان)

অধ্যায়ঃ ২ — ঈমান (বিশ্বাস)

হাদীস নম্বরঃ ২৮

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:

سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ ﷺ: أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ؟
قَالَ:
"تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ"

---

🌾 অনুবাদ:

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) থেকে বর্ণিত।
এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ–কে জিজ্ঞাসা করল,
— "ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম?"
তিনি বললেনঃ
"তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা-অচেনা সকলকে সালাম দেবে।"

---

🕊️ এই হাদীস থেকে আমরা যা শিখি:

ইসলাম শুধুমাত্র আচার নয়, বরং সামাজিক ও মানবিক দায়িত্বও।

সালাম প্রচার করা শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের চর্চা।

অচেনাকেও সালাম দেওয়া ইসলামের উদারতা ও সর্বজনীনতার পরিচায়ক।

---

🔖

#হাদীস #সহীহ_বুখারী #ইমান #ইসলাম #সালাম #ভ্রাতৃত্ব #মানবতা #শান্তি #নবী_মুহাম্মদ&ﷺ

20/10/2025

📿 ওয়াজ না মেলা?—একটি বাস্তব চিত্র

একসময় যেখানে ‌ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামত, হাজারো শ্রোতা গভীর মনোযোগে বক্তার কথা শুনত—আজ সেই দৃশ্য পাল্টে যাচ্ছে। এখন অনেক স্থানে দেখা যায়, বিশাল স্টেজে একজন বক্তা হৃদয় উজাড় করে ইসলামি বাণী শোনাচ্ছেন, কিন্তু তার সামনে নেই তেমন কোনো শ্রোতা।

স্টেজ ফাঁকা। বসার চেয়ারগুলোও প্রায় খালি।
শুধু মাইক গর্জে উঠছে—“ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু...”
আর বক্তা তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

অন্যদিকে, ঠিক পাশেই ছোট্ট এক চায়ের দোকান।
সেখানে যেন লোকারণ্য!
কেউ চা খাচ্ছে, কেউ সিঙ্গারা কামড়াচ্ছে, কেউ আবার জোরে জোরে হাসছে, গল্পে মেতে উঠেছে।

তাদের কাছে ওয়াজ নয়, আড্ডার আকর্ষণই বড়।
তাদের কাছে সত্য ও হিদায়াতের ডাক নয়, চায়ের কাপই বেশি অর্থবহ।

এটাই কি তবে ওয়াজ মাহফিল, নাকি এক প্রকার মেলার মাহফিল?

সমাজ কী তবে বদলে যাচ্ছে?
আমরা কী হারিয়ে ফেলছি আমাদের আত্মিক জাগরণকে?
নাকি আমরা কেবল অনুষ্ঠান করছি, কিন্তু উদ্দেশ্য ভুলে গেছি?

👉 হয়ত আমাদের প্রয়োজন উপস্থিতি নয়, অন্তরের পরিবর্তন।
👉 সময় এসেছে ফিরে তাকানোর — আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি?

---

🔖
#ওয়াজ_না_মেলা
#মানসিক_জাগরণ
#ইসলামি_সচেতনতা
#মাহফিল_নাকি_মেলা
#হারিয়ে_যাচ্ছে_মূল্যবোধ
#দায়িত্ব_ও_জবাবদিহিতা
#চায়ের_দোকান_নাকি_হিদায়াত

আধুনিক যুগে ভালোবাসার সংজ্ঞা যেন পাল্টে যাচ্ছে! 😅 এখন প্রেমিকাও ভাড়ায় মেলে, তাও আবার রেট চার্ট সহ! 💸 পাশাপাশি হাঁটলে ২...
20/10/2025

আধুনিক যুগে ভালোবাসার সংজ্ঞা যেন পাল্টে যাচ্ছে! 😅 এখন প্রেমিকাও ভাড়ায় মেলে, তাও আবার রেট চার্ট সহ! 💸 পাশাপাশি হাঁটলে ২০০, হাত ধরলে ৩০০, আর ঘনিষ্ঠভাবে বসলে ৪০০! বুঝুন অবস্থা! 🤷‍♂️
তবে ভালো দিক হলো, পার্কের বাইরে যাওয়া বা অশালীন আচরণ করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। মানে, সার্ভিস চার্জ বেশি হলেও, 'সুনীতি'তে ছাড় নেই! 😂 সিঙ্গেলদের জন্য টেম্পোরারি সলিউশন, নাকি শুধু বিনোদন? কী বলেন আপনারা?
#ভাড়াটে_প্রেমিকা #প্রেম_অন_ডিম্যান্ড #রেট_চার্ট_অব_লাভ #আধুনিক_ভালোবাসা #সিঙ্গেলদের_দুঃখ #ট্রেডিং_ইন_লাভ #ফানি_পোস্ট #ভাইরাল_বিজ্ঞাপন 🤪

20/10/2025

2013 সালে এক ছাত্রীকে পড়াতে গিয়ে তার মায়ের (যাকে 'আন্টি' ডাকতাম) মধ্যে এক অস্বাভাবিক দুর্বলতা লক্ষ্য করি। প্রথমে তিনি জন্মসাল জিজ্ঞেস করে নিজের ভাই-দেবরের সাথে আমার বয়সের মিল খোঁজেন, এরপর ছাত্রী বায়না ধরে মাকে 'আন্টি' না ডেকে 'আপু' ডাকার জন্য।
আমি সচেতনভাবে 'আন্টি' ডাকের নিরাপদ দূরত্বে অটল রইলাম।
কিন্তু মূল সংকট তৈরি হলো যখন ছাত্রীর বাবা বিদেশে থাকাকালীন, বারবার আমি পড়াতে গেলে আন্টি 'শপিংয়ে' চলে যেতে শুরু করলেন, যেন বাসায় আমি আর ছাত্রী একা থাকি। আমার বারবার বলার পরেও একই ঘটনা ঘটলে, একদিন আমি গেট থেকেই ফিরে এলাম।
পরের দিন আন্টি অজুহাত দিলেন, "স্যার, ওর আব্বু তো দেশে নেই, তাই..."
আমি স্থিরভাবে বললাম, "আন্টি, আমি বুঝতে পারছি আপনার সমস্যা। কিন্তু খারাপভাবে নেবেন না, আপনার মেয়ে বড় হচ্ছে। আপনি বাইরে যাওয়ার জন্য অন্য সময় বেছে নিন বা কাউকে বাসায় রেখে যান।"
আমার কথায় এক নীরব প্রত্যাশাভঙ্গ ছিল, এবং আমার চোখে ছিল কেবল আত্মসংযমের অঙ্গীকার। কিছুদিনের মধ্যেই আমি সেই টিউশনটি ছেড়ে দেই।
উপসংহার: জীবনের পথে কোনো সন্দেহজনক সুবিধা বা আবেগের আভাস পেলে, বিবেককে কাজে লাগান। সাময়িক লাভের মোহ ত্যাগ করে নিজেকে সরিয়ে নেওয়ার অভ্যাস গড়ুন। ক্ষণিকের ক্ষতি হলেও, তা আপনাকে এক দীর্ঘস্থায়ী জটিলতা থেকে মুক্তি দেবে।
#আত্মসংযম_ই_মুক্তি #শিক্ষকের_দায়িত্ব েগ

20/10/2025

ইবন ’উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

> "ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি—
১️⃣ আল্লাহ্ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল — এ কথা সাক্ষ্য দেওয়া।
২️⃣ সালাত কায়িম করা।
৩️⃣ যাকাত আদায় করা।
৪️⃣ হজ্জ সম্পাদন করা।
৫️⃣ রমাযানের সিয়াম (রোযা) পালন করা।"

📚 (সহিহ বুখারী: ৪৫১৪; মুসলিম: ১৬; আহমাদ: ৬০২২, ৬৩০৯)
🔖 (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭)

---

🕋 ইসলামের মূল স্তম্ভগুলো মনে রাখুন, আমল করুন।

---

📌

#ইসলাম #হাদীস #ইসলামের_স্তম্ভ #রাসূলের_বানী #সহিহহাদীস #পাঁচস্তম্ভ #আকিদা #ইবাদত #রমাযান #সালাত #যাকাত #হজ্জ #সিয়াম

"৮০ বছর বয়সেও থেমে নেই তাঁর জীবন সংগ্রাম। হযরত খলিফা, সয়রাবাড়ি বাজারের এক নির্লজ্জ পরিশ্রমীর নাম, যিনি এখনো নিজ হাতে ক...
19/10/2025

"৮০ বছর বয়সেও থেমে নেই তাঁর জীবন সংগ্রাম। হযরত খলিফা, সয়রাবাড়ি বাজারের এক নির্লজ্জ পরিশ্রমীর নাম, যিনি এখনো নিজ হাতে কাপড় সেলাই ও আয়রন করে চালিয়ে যাচ্ছেন জীবনের শেষ অধ্যায়। পরিশ্রমই যাঁর পরিচয়, সম্মান রইল এমন একজন প্রকৃত নায়ককে। 💙🧵"

#হযরতখলিফা
#পরিশ্রমেরপ্রতীক
#সয়রাবাড়িবাজার
#৮০তেওঅপরাজেয়
#জীবনসংগ্রামেরনায়ক
#আত্মনির্ভরতা
#সম্মানকরুন
#বাংলারগর্ব

Address

Rangpur
5410

Telephone

+8801313834488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yunus Ali Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yunus Ali Amin:

Share