SZS CLASS ROOM

SZS CLASS ROOM S.Z.S. CLASS ROOM এর সকল তথ্য পাওয়া যাবে এবং ৬ ষষ্ঠ-অনার্স পর্যন্ত সকল ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তা...
10/07/2024

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"
দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান।
খলীফা হযরত উমর (রা) সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিলঃ
"অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" সব শুনে হযরত উমর (রা) অপরাধী যুবককে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।"
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি।“ নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী (রা) দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার। তাকে যেতে দিন।" আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দন্ডপ্রাপ্ত আসামী! তার জামিনদার কেন হচ্ছেন আবু জর!
খলিফা বললেন, "আগামি শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদীনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদন্ড দেয়া হবে।" মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারী (রা) চলে গেলেন নিজ বাড়িতে।
দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর (রা) রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির (রা) কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদন্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মত জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদীনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদন্ডে দন্ডিত হবেন।
জুমার পর মদীনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। কারণ দন্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত।
জীবনে কত জনের মৃত্যুদন্ড দিয়েছে তার হিসেব নেই। কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মত একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদন্ডে দন্ডিত হবেন, এটা মদীনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদন্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর (রা) নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তাঁর ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো পরিবর্তনের হাত নেই। আবু যর (রা) তখনও নিশ্চিন্ত মনে হাঁসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর (রা) এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না। পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে।
এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন, "হে জল্লাদ একটু থামো। মরুভুমির ধুলার ঝড় উঠিয়ে ঐ দেখ কে যেন আসছে। হতে পারে ঐটা নওজোয়ানের ঘোড়ার পদধুলি। একটু দেখে নাও।" ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান।
নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বললো, "আমীরুল মুমিনীন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথা সময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদন্ড দিয়ে পবিত্র করুন। কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না।"
আশেপাশের সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কী হতে চলেছে! যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিলো সবাইকে।
খলিফা হযরত উমর (রা) যুবককে বললেন, "তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে?" উত্তরে সেই যুবক বলল- "আমি ফিরে এসেছি, কেউ যাতে বলতে না পারে, এক মুসলমানের বিপদে আরেক মুসলামান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিলো।"
এবার হযরত উমর (রা) হযরত আবু যর গিফারী (রা) কে জিজ্ঞেস করলেন, "আপনি কেন না চেনা সত্যেও এর জামিনদার হলেন?" উত্তরে হযরত আবু যর গিফারী (রা) বললেন, "পরবর্তিতে কেউ যেন বলতে না পারে, এক মুসলমান বিপদে পড়েছিলো, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।"
এমন কথা শুনে, হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, "হে খলীফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম।"
হযরত উমর (রা) বললেন, “কেন তাকে ক্ষমা করে দিচ্ছ?” তাদের এক ভাই বলে উঠলো, "কেউ যেন বলতে না পারে, এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।"
[হায়াতুস সাহাবা-৮৪৪]

01/04/2024

ইন্টারভিউ চলাকালীন এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা শুনে প্রার্থীরা সহজেই ঘাবড়ে যান। আসলে এই ধরনের প্রশ্ন করার উদ্দেশ্য হলো ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা ভালো তা যাচাইয়ের জন্য :

প্রশ্নঃ কোন প্রাণীটি কখনো জল পান করে না?
উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর।

প্রশ্নঃ প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ২১ শে ফেব্রুয়ারি।

প্রশ্নঃ কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
উত্তরঃ ভাল্লুক।

প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ কোন দূরত্ব নেই, যেখানে ভারতের সীমানা শেষ সেখানে পাকিস্তানের শুরু।

প্রশ্নঃ মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি?
উত্তরঃ জিভ।

প্রশ্নঃ একটি পেঁচা তার মাথা কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে?
উত্তরঃ পেঁচা তার মাথা ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে।

প্রশ্নঃ বিশ্বের বিপজ্জনক অস্ত্র কোনটি?
উত্তরঃ নিউক্লিয়ার বোমা।

প্রশ্নঃ কি এমন জিনিস যা সবসময় পড়ে যায় কিন্তু কখনো ভাঙে না?
উত্তর: বৃষ্টির ফোঁটা।

প্রশ্নঃ প্রাচীনকালে ভারতকে কি নামে ডাকা হতো?
উত্তরঃ সোনার পাখি।

প্রশ্নঃ কোন ধরনের লোহাতে মরিচা পড়ে না?
উত্তরঃ ইস্পাত।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে বেশি শিক্ষিত লোক বাস করে?
উত্তরঃ কেরালায়

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মাছ ধরা হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

প্রশ্নঃ পুলিশকে বাংলায় কী বলা হয়?
উত্তর: রাষ্ট্রীয় জনরক্ষক বা নগরপাল বলা হয়।

প্রশ্নঃ মানুষ কোন প্রাণীকে এখনো পর্যন্ত পোষ মানাতে পারেনি?
উত্তরঃ নেকড়ে বাঘ।

প্রশ্নঃ মেয়েরা কী করলে ৩০ মিনিট পর ক্লান্ত হয়ে যায়?
উত্তরঃ বাড়ির কাজ (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)

18/03/2024

NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:

NTRCA - Non-Government Teachers Registration & Certification Authority

🎆১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)

• মূল বেতনঃ ২২,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=✅

🎆১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=✅

🎆প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/= ✅

🎆২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)

• মূল বেতনঃ ১২,৫০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=✅

🎆যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=✅

🎆🎆শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

🎆৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)

• মূল বেতনঃ ৯,৩০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=✅

🎆🎆উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

🎇🎇মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

🎇🎇দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

🎇🎇এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।

🎇🎇উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

সংগৃহীত।

17/03/2024

Everyone

ুরআনের আয়াত সংখ্যা কত?
ক) ৬২৩৬
খ) ৬৬৬৬
গ) ৬৫৬৬
ঘ) ৬২৬৬

দেখি কতজন পারে!!!!
সবাই #শেয়ার করেন পোস্ট টা

 #বাংলাদেশ_রেলওয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
13/03/2024

#বাংলাদেশ_রেলওয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

10/02/2024

চাহিদা রেখা । Demand Curve ।

29/01/2024

চাহিদা রেখা অংকন ও ব্যাখ্যা । চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন

#চাহিদা রেখা
#চাহিদা রেখা অঙ্কন
#চাহিদা
#চাহিদা
#চাহিদা রেখা কী
#অর্থনীতি_১ম_পত্র_২য়_অধ্যায়

28/01/2024

এইচএসসি অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ । HSCchapter economics 1st paper 2 part-1


youtube : https://youtu.be/qMdIYO__Jlk

21/01/2024

আমাদের শিক্ষার যে কি অবস্হা এটা বোঝার জন্য সরকারি প্রাইমারি স্কুলে গেলেই বুঝতে পারবেন
দেশের ভবিষ্যৎ প্রজন্মদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা চলতেছে

14/01/2024

এইসএসসি অর্থনীতি ১ম পত্র । HSC Economics 1st paper ।

#অর্থনীতি_১ম_পত্র #অর্থনীতি_১ম_পত্র_২য়_অধ্যায়

YOUTUBE : https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fchannel%2FUCLQpFs0CiOi62ou4rhakU_A%3Ffbclid%3DIwAR3wG69TI8m0-wUxbiwiNn5aSMdk4jBv26_FFPmKhTkgaZZMuu_Vah9z2xY&h=AT0565NIGqxH_a9teltrgrzowFYamMq_MiTo9odIUi9IN0Ch7LFv7nPWYkzK0C_MV-lBXRWv0HcJ2eKKOfFHXZcFiLz13SU62r-iFxX1DPYjOlwdL-sNXAAFcxsfT3G25_7V9Q

13/01/2024

মহানবী (স)
💕💕💕💕💕💕

Address

দেওডোবা নেকারপাড়া, বড়বাড়ি রোড, ১৪ নং ওয়ার্ড
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when SZS CLASS ROOM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share