সহীহ্ ইলম

সহীহ্ ইলম "হাদীস ও কুরআনের আয়াতসমুহ অধ্যয়ন" Islamic knowledge

07/10/2025
27/09/2025

A believing couple walks together on earth, but their destination is Jannah.
_Dr. Phillip

04/09/2025

যে ব্য‌ক্তি আল্লাহর ইবাদত হ‌তে দু‌রে স‌রে যায়, শয়তান তার বন্ধু হ‌য়ে যায়।

আল্লাহ্ ব‌লেনঃ

وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ
"যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।"

وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ
"শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে।"

حَتَّى إِذَا جَاءنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ
"অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকত। কত হীন সঙ্গী সে।"
(সুরা যুখরুফ : ৩৬, ৩৭, ৩৮)

01/09/2025

পরহেজগার বন্ধু ছাড়া
অন্য সকল বন্ধু কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে!
[সূরা আয্ - যুখরুফঃ৬৭]

30/08/2025

একটা দুআ শিখবেন?
যে দুআর মধ্যে দুনিয়া ও আখিরাতের সমস্ত দুআ এসে যায় এবং এই দুআ কখনো বিফলে যায় না,ইনশা'আল্লাহ...

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ

[আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ]

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা চাই। সুস্থতা চাই। আরো চাই দুনিয়া ও আখিরাতের যত কল্যাণ।

এই দুআ রাসূলে আকরাম ﷺ সাহাবায়ে আজমাঈন রাদ্বিয়াল্লাহু আনহুমকে আযান ও ইক্বামাতের মাঝে যে সময়টুকু থাকে সেসময় পড়তে বলেছিলেন। কারণ সে সময়টায় কোনো দুআ ফেরত দেয়া হয় না।

27/08/2025

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে..!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা! কারও ভালো দেখলে আমি কাতর হইনা! জীবনে যা যা পাইনি, তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বলে বিশ্বাস করেছি! সেজন্য আফসোস হয়নি কখনো! আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি..!!

-নিশ্চয়ই তিনিই উত্তম পরিকল্পনাকারী!🤍�

19/08/2025

সূরা ইয়াসিন

এর এমন একটা আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়

"সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম"

(আয়াতঃ৫৮)

Address

Rangpur

Telephone

+8801990888896

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহীহ্ ইলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সহীহ্ ইলম:

Share