
18/02/2025
ভদ্রতা একটা পারিবারিক শিক্ষা। যেটা তনি তার পরিবার থেকে শিখতে পারেন নি।
যখন কেউ যুক্তিতে পারে না। অন্যায় অভিযোগের পক্ষে কোন এভিডেনস দিতে ব্যর্থ হয় তখনি মানুষ বডি শেমিং শুরু করে।
কত চিপ মেনটালিটি এই মহিলার।
এই তনি কে একজন ভাল আর পারসোনালিটি সমপন্ন মহিলা ভাবতাম।
কিন্তু আজকে তার অশালিন লাইভ আর এত নিচুতলার পরিচয় সে দিল। সেটা বলার অপেক্ষা রাখে না।
সময় আসুক সে নিজেই অনুতপ্ত হবে।
আরো অবাক হলাম এই লাইভে সে তার স্টাফ এবং মেয়ের সামনে যে ভাষা আর অংগভংগি প্রয়োগ করেছে তাতে তাকে বস্তির মহিলা মনে হয়েছে।
ছোট কাপড় পড়লেই কেউ অশালিন হয় না বরং যার মন রুচি আর ব্যবহার ভাষা এত যঘন্য সে কখনো ভাল মানুষ হতে পারে না।
Shame on Sanvees by Tony 😡
Boycott Sanvees by Tony 🚫
゚