Dr Zakir Naik-বাংলা লেকচার

Dr Zakir Naik-বাংলা লেকচার আসসালামু আলাইকুম | পেইজটিতে Follow দিয়ে পাশে থাকুন। জাযাকাল্লাহ খাইরন।

08/10/2024
22/11/2023

এভাবে ইসলাম প্রচার ও প্রসার হবে?

03/11/2023

আল্লাহ সকল মুসলিমকে হেফাজত করুন।

জাকির নায়েক মালয়েশিয়াতে যাওয়ার পর যখন বক্তব্য দেওয়া শুরু করেন এবং তার প্রোগ্রামে লাখ লাখ মানুষ এটেন্ড করা শুরু করে। তখন ...
03/11/2023

জাকির নায়েক মালয়েশিয়াতে যাওয়ার পর যখন বক্তব্য দেওয়া শুরু করেন এবং তার প্রোগ্রামে লাখ লাখ মানুষ এটেন্ড করা শুরু করে। তখন সেখানকার কিছু ইন্ডিয়ান বংশোদ্ভূত ক্ষমতাধরদের তার এসব কাজ কর্ম পছন্দ হয় না, তার উপরে জাকির নায়েক সেখানে মোদীর বিরুদ্ধেও বলতে শুরু করলেন, এসব কিছুর কারণে তাদের গা জ্বলে পুরে শেষ। জাকির নায়েকের কিছু করতে না পেরে তারা social media তে যাকির নায়েকের ব্যাপারে বিশদ্গার করতে শুরু করেন।

এরি আলোকে জাকির নায়েক ২০১৯ সালে মালয়েশিয়ার চার ব্যক্তিকে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ প্রেরন করেন। নোটিশে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে ওই চার ব্যক্তি ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। সেই চার ব্যক্তি হলেন, পেনাংয়ের উপ-মুখ্যমন্ত্রী পি. রামাসামি, বাগান ডালামের প্রতিনিধি পরিষদের সদস্য সাতিস মুনিয়ানদি, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাটিয়াস ও ক্লাংয়ের এমপি চার্লস সান্তিয়াগো।

এরা কেউই ছোটখাটো কেউ নন যার কারণে তারা কেউ জাকির নায়েকের সামনে নত হননি, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন নি। যার ধারাবাহিকতায় জাকির নায়েক তাদের বিরুদ্ধে মানহানি মামলা ঠুকে দেন। এক এক করে সকল ফায়সালা হয় এবং জাকির নায়েক বিজয়ী হন এবং তাদের মধ্য থেকে তিনজন জাকির নায়েকের কাছে ক্ষমা চায় এবং out of court settlement করে নেয়। এদের মধ্যে একজন কে জাকির নায়েক ক্ষমা করেনা, আর সে হচ্ছে পেনাংয়ের উপ-মুখ্যমন্ত্রী পি. রামাসামি।

তিনি তার বিরুদ্ধে কেইস চালিয়ে যান। আজকে সেই কেইসের ফয়সালা হয়। এটাতেও জাকির নায়েক বিজয়ী হন। জাজ পি. রামাসামিকে জাকির নায়েক কে হয়রানি এবং মানহানি করার কারণে প্রকাশ্যে ক্ষমা চাইতে আদেশ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ১.৫ মিলিয়ন রিঙ্গিত দিতে বলেন। ১.৫ মিলিয়ন রিঙ্গিত আনুমানিক ৩ কোটি ৫৩ লাখ টাকা।

আজকে নাইজেরিয়াতে জাকির নায়েক তার বক্তব্যের শুরুতে বিষয়টি সবার সাথে শেয়ার করেন এবং তিনি এই সম্পূর্ণ টাকা ফিলিস্তিনের মুসলিমদের জন্য ওয়াকফ করে দেন। সুবহানআল্লাহ। অপর দিকে পি. রামাসামিকে দেখলাম ফেইসবুকে এসে সবার কাছে জাকির নায়েকের এই টাকা পরিশোধ করার জন্য ভিক্ষা করতে। তার কাছে নাকি জরিমানা দেওয়ার জন্য টাকা নেই, তাই তিনি সবার কাছ থেকে টাকা কালেক্ট করার জন্য ক্রাউডফান্ডিং করছেন।

নভেম্বর ২, ২০২৩
সংগৃহীত

24/10/2023

ইমাম ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ বলেন,
অধ্যায়ঃ কুফরির রয়েছে চারটি স্তম্ভ:
অহংকার, হিংসা, ক্রোধ এবং লালসা।

অহংকার বশ্যতা স্বীকারে বাধা দেয়।
হিংসা উপদেশ গ্রহণ ও প্রদান থেকে বিরত রাখে
ক্রোধ তাকে ন্যায়পরায়ণ হতে বাধা দেয় এবং
লালসা তাকে ইবাদতে আত্মনিয়োগ করতে বাধা দেয়।

তাই যদি অহংকারের স্তম্ভটি ধ্বংস করা যায় তবে তার জন্য বশ্যতা স্বীকার করা সহজ হয়।
যদি হিংসা স্তম্ভটি বিনষ্ট হয়, তার পক্ষে উপদেশ গ্রহণ করা এবং তা প্রদান করা সহজ হয়।
ক্রোধের স্তম্ভকে ধ্বংস করা হলে তার পক্ষে ন্যায়বিচার ও নম্রতা অর্জন করা সহজ হয় এবং
যদি সে লালসার স্তম্ভ ধ্বংস করতে পারে তবে তার ধৈর্য ধারণ, ​​পবিত্র থাকা, ইবাদত করা সহজ হবে।
আর এভাবেই এ বাঁধার পাহাড়গুলোকে তাদের জায়গা থেকে অপসারণ তার জন্য সহজ হবে।

আল-ফাওয়াইদ, পৃষ্ঠা ১৫৭।
সংগৃহীত

Address

Rangpur

Telephone

+8801767082383

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Zakir Naik-বাংলা লেকচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category