হামার-নীলফামারী

হামার-নীলফামারী উত্তরের জনপদের খবর, প্রতিচ্ছবি ও কন্টেন্ট তৈরি।

⏩শুভ জন্মদিন 🎉তোমার আগামীতে দিনগুলো শুভ হোক এই কামনা করি ❤️🫶Rishad Hossain
15/07/2025

⏩শুভ জন্মদিন 🎉
তোমার আগামীতে দিনগুলো শুভ হোক এই কামনা করি ❤️🫶
Rishad Hossain

🛑তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: নীলফামারীর,সৈয়দপুর বিমানবন্দরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান....
15/07/2025

🛑তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: নীলফামারীর,সৈয়দপুর বিমানবন্দরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান....

সারাদেশে চলমান অন্যায়ের বিরুদ্ধে নীলফামারীতে ছাত্রজনতার বি ক্ষো ভ চলছে....
15/07/2025

সারাদেশে চলমান অন্যায়ের বিরুদ্ধে নীলফামারীতে ছাত্রজনতার বি ক্ষো ভ চলছে....

🛑দিনাজপুরে,খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের মাড়গাও গ্রামের তফির মেম্বার পাড়া নিবাসী মোঃ দেলোয়ার হোসেন নামক এক ব্যক...
15/07/2025

🛑দিনাজপুরে,খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের মাড়গাও গ্রামের তফির মেম্বার পাড়া নিবাসী মোঃ দেলোয়ার হোসেন নামক এক ব্যক্তির লাশ আজকে সকাল ৬ টায় বাংলা ভাষা কলেজের পশ্চিম পাশে এক পাট ক্ষেতে পাওয়া গেছে।
ছবি : সংগৃহীত

15/07/2025

নীলফামারী, নীল কুঠি ও হস্তশিল্প মেলায়, মাসব্যাপী জমজমাট সংগীত অনুষ্ঠান ।
゚viralシfypシ゚viralシalシ

নীলফামারীর,রিশাদ হোসেনের সাথে কনটেন্ট ক্রিয়েটর আলিফ মাহমুদ। 💖🫶Rishad HossainAlif Mahmud
15/07/2025

নীলফামারীর,রিশাদ হোসেনের সাথে কনটেন্ট ক্রিয়েটর আলিফ মাহমুদ। 💖🫶
Rishad Hossain
Alif Mahmud

📜 ডোমার উপজেলার ইতিহাস (Domar Upazila History)নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা ডোমার, যা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ...
14/07/2025

📜 ডোমার উপজেলার ইতিহাস (Domar Upazila History)

নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা ডোমার, যা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন জনপদ, যার ইতিহাস বহু শতাব্দী ধরে নানা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী।

🗺️ প্রাচীন ইতিহাস

ডোমার অঞ্চলের বসতি প্রাচীনকাল থেকেই বিদ্যমান ছিল। একসময় এটি ছিল প্রাক-মুসলিম যুগে কামরূপ রাজ্যের অংশ।

বহু আগে থেকেই এই অঞ্চল কৃষিনির্ভর জনপদ হিসেবে পরিচিত ছিল, যেখানে নদী ও জলাশয়ের প্রাচুর্য ছিল।

এখানকার দেওনাই নদী ও তিস্তা নদী ছিল কৃষি ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।

🏛️ ব্রিটিশ শাসনামলে ডোমার

১৮৭৫ সালে ডোমার প্রথমে থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

এটি তখন নীলফামারী মহকুমার অন্তর্গত ছিল এবং ঠাকুরগাঁও জেলার অংশ ছিল।

এই সময় স্থানীয় কৃষকদের ওপর জমিদারদের নিপীড়ন চলত, যার বিরুদ্ধে বহুবার বিদ্রোহ ও আন্দোলন হয়ে

✊ কৃষক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাস

ডোমার বাংলাদেশের কৃষক আন্দোলনের একটি গৌরবময় অংশ:

1. তেভাগা আন্দোলন (১৯৪৬–৪৭)

কৃষকরা জমির ফসলের তিন ভাগের দুই ভাগ নিজেদের জন্য রাখার দাবি জানায়।

এই আন্দোলনে ডোমারের কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জমিদারদের বিরুদ্ধে বহু সংঘর্ষ হয় এবং অনেক কৃষক শহীদ হন।

2. ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন-এর ঢেউ ডোমারেও পৌঁছায়।

দেশপ্রেমিকদের সভা, মিছিল, এবং ব্রিটিশবিরোধী কার্যক্রম সংগঠিত হয়।

⚔️ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ

ডোমার উপজেলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ হয়।

উপজেলার শিয়ালডাঙ্গি, হরিণচারা, ও কেতকীবাড়ি এলাকায় সম্মুখ সমর হয়েছিল।

মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

অনেক শহীদের রক্তে রঞ্জিত হয় এই জনপদ।

---

🏫 শিক্ষা ও সংস্কৃতি বিকাশ

ডোমারে ব্রিটিশ আমলে শিক্ষা প্রসারের উদ্যোগ নেওয়া হয়:

Domar ML High School (প্রতিষ্ঠিত ১৯১৯ সালে)।

Domar Government College প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।

সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও নাটক, পালাগান, লোকসংগীত প্রচলিত ছিল।

---

🕌 ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা

শাহ্ কালন্দর মাজার: স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় ধর্মীয় স্থান।

ডোমারের গ্রামীণ সংস্কৃতিতে হাটবাজার, মেলা, এবং পালাগানের প্রচলন ছিল।

---

🏞️ বর্তমান অবস্থা

বর্তমানে ডোমার একটি শিক্ষা ও কৃষিনির্ভর উপজেলা।

কৃষি, শিক্ষা ও ছোটখাটো হস্তশিল্প এখনো এখানকার অর্থনীতির ভিত্তি।

তথ্য প্রযুক্তির ছোঁয়ায় এখানে ই-সেবা কেন্দ্র, ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে উঠেছে।

---

✅ সংক্ষেপে ডোমারের ইতিহাস:

ধাপ ঘটনা

প্রাচীন যুগ কামরূপ রাজ্যের অংশ
১৮৭৫ থানা হিসেবে প্রতিষ্ঠা
১৯৪৬-৪৭ তেভাগা আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ
১৯৭১ মুক্তিযুদ্ধে শহীদ ও গেরিলা কার্যক্রম
আধুনিককাল শিক্ষা, কৃষি, ডিজিটাল সেবার অগ্রগতি

🛑রাত ৯টায়  খানসামা উপজেলার জয়গঞ্জ টু ভবানীগঞ্জ রোডের মাঝামাঝি স্থানে এক অটো চালককে কু' পি'য়ে হ' ত্যা' র চেষ্টা।অটো চালকে...
13/07/2025

🛑রাত ৯টায় খানসামা উপজেলার জয়গঞ্জ টু ভবানীগঞ্জ রোডের মাঝামাঝি স্থানে এক অটো চালককে কু' পি'য়ে হ' ত্যা' র চেষ্টা।

অটো চালকের বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে বলে জানা গেছে।

⏩নীলফামারীর,কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবায় গাঁজার গাছ ছিলো  বাড়িতে। সেনাবাহিনী ও কিশোরগঞ্জ থানা পুলিশের উপস্থিতিত...
13/07/2025

⏩নীলফামারীর,কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবায় গাঁজার গাছ ছিলো বাড়িতে। সেনাবাহিনী ও কিশোরগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে গাছ কেটে নিয়ে যায় কিশোরগঞ্জ থানা পুলিশ

Address

Rangpur

Telephone

+8801518456563

Website

Alerts

Be the first to know and let us send you an email when হামার-নীলফামারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হামার-নীলফামারী:

Share